আজকাল ওয়েবডেস্ক: শোকের পরিবেশ, কান্নাকাটি করছেন আত্মীয় পরিজন-চেনা পরিচিতরা। চলছে শেষকৃত্যের প্রস্তুতি। তার মধ্যেই আলোড়ন ফেলা কাণ্ড। আচমকা নড়েচড়ে বসল মৃত! পরিবারের অভিযোগ, চিকিৎসকরা 'ব্রেন ডেড' ঘোষণা করেছিলেন। তাহলে?
জানা গিয়েছে, শ্মশানের প্রস্তুতির ঠিক আগে 'মৃত' কিশোর হঠাৎ নড়াচড়া শুরু করেন, তার কাশিও শুরু হয়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল নাসিক।
ঘটনাটি ঘটেছে ত্রিম্বকেশ্বর তালুকায়। দুর্ঘটনায় গুরুতর আহত ১৯ বছরের ভাউ লাচকে নামক এক কিশোরকে ভর্তি করা হয়েছিল নাসিকের আদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে। তাঁকে বাঁচানোর সবরকম চেষ্টা করেও বিফলে যায়। তারপর সেখানেই তাকে 'ব্রেন ডেড' ঘোষণা করা হয় বলে দাবি পরিবারের।
পরিবারের সদস্য গঙ্গারাম শিন্ডে জানিয়েছেন, "আমরা যখন তার শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হঠাৎ নড়াচড়া শুরু করে ভাউ লাচকে। কাশতে শুরু করে সে। আমরা ঘটনায় প্রাথমিকভাবে ভীষণ চমকে যাই, কী করব বুঝতে পারছিলাম না। তারপর খুব দ্রুত তাকে জেলা হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে সেখানে ওর চিকিৎসা চলছে। অবস্থা গুরুতর, ভেন্টিলেটরে রাখা হয়েছে।"
আরও পড়ুন- লালাকেল্লায় হইহই, কোটি টাকার সোনার কলসি চুরি করল ছদ্মবেশী পুরোহিত! তারপর...
তবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সমস্ত অভিযোগ খারিজ করেছে। হাসপাতালের দাবি, রোগীকে কখনওই মৃত ঘোষণা করা হয়নি। বরং চিকিৎসা-সংক্রান্ত কিছু টার্ম নিয়ে পরিবার ভুল বোঝাবুঝির শিকার হয়েছে।
সকলকে অবাক করে দিয়ে ঘরের ছেলে তাঁদের কাছেই ফিরে এসেছে, এই নিয়েই খুশি গোটা পরিবার। খুশি এলাকাবাসী, আত্মীয়রাও। সৎকারের সময় যে কোনও বিপদ ঘটে যায়নি, এই নিয়েই স্বস্তিতে রয়েছেন তাঁরা। তবে, এই অদ্ভুত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
