ভারতের প্রাচীন শাস্ত্রের মধ্যে অন্যতম হল বাস্তুশাস্ত্র। শুধু ভারতে নয়, সমগ্র এশিয়ায় বহুলভাবে প্রচলিত এই শাস্ত্র। মূলত গৃহসজ্জা এবং তার বিভিন্ন রীতিনীতি নিয়ে বাস্তুশাস্ত্রে আলোচনা করা হয়। কোন জিনিস ঘরের কোথায় রাখলে ইতিবাচক প্রভাব বাড়বে কিংবা কোন জিনিস কোন দিকে রাখলে তার প্রভাব হবে মারাত্মক, তা নিয়েই বিস্তারিত বর্ণনা রয়েছে বাস্তুশাস্ত্রে।
হিন্দু ধর্মে বাস্তশাস্ত্রের খুবই গুরুত্ব রয়েছে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, রান্নার গ্যাস থেকে ঠাকুরঘর, ঘরের যে কোনও জিনিস সঠিক দিকে না রাখলে তার উল্টো ফল পেতে পারেন। আবার ঠিক মতো এই বিজ্ঞান মানলে মেনে চললে বজায় থাকে পরিবারে সুখ-শান্তি। বিশেষ করে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে কিছু প্রতীকী জিনিস রাখলে সৌভাগ্য, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এর মধ্যে অন্যতম হল কচ্ছপের মূর্তি। কচ্ছপকে ধৈর্য, স্থায়িত্ব, দীর্ঘায়ু এবং সুরক্ষার প্রতীক হিসেবে মানা হয়।
আরও পড়ুনঃ ধাতু খেয়ে ২৪ ক্যারাট সোনা বার করছে ব্যাকটেরিয়া! বিরল আবিষ্কারে হতবাক বিজ্ঞানীরা
শুভ শক্তি আকর্ষণের আশায় অনেকেই বাড়ি বা অফিসে কচ্ছপের মূর্তি রাখেন। তবে তার আগে জানতে হবে কোথায় সেই মূর্তি রাখবেন। বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক নিয়মে কচ্ছপের মূর্তি রাখলে ঘরে সৌভাগ্য, অর্থ ও শান্তি আসে। তবে ভুল জায়গায় রাখলে এর প্রভাব কমে যেতে পারে। কয়েকটি দিকে কচ্ছপের মূর্তি রাখলে বাড়ির সদস্যদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কচ্ছপের মূর্তির গুরুত্ব
*দীর্ঘায়ু ও স্থায়িত্বের প্রতীক: কচ্ছপ বহু বছর বেঁচে থাকে, তাই এটি দীর্ঘ জীবন ও স্থায়িত্বের প্রতীক।
*সম্পদ ও সমৃদ্ধি আনে: বিশেষত ধাতু বা ক্রিস্টালের কচ্ছপ অর্থনৈতিক সাফল্য এবং অর্থভাগ্য বৃদ্ধিতে সহায়ক বলে বিশ্বাস করা হয়।
*নেতিবাচক শক্তি প্রতিরোধক: দরজার কাছে বা লিভিং রুমে কচ্ছপ রাখলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।
*পারিবারিক সুখ ও শান্তি: কচ্ছপের উপস্থিতি ঘরে সৌহার্দ্য ও মানসিক শান্তি বজায় রাখে।

কোন কচ্ছপ কোথায় রাখবেন
১. ধাতব কচ্ছপ – উত্তর বা উত্তর-পশ্চিম দিকে রাখলে সমৃদ্ধি ও মনোসংযোগ বাড়ে।
২. কাঠের কচ্ছপ – পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে রাখলে পারিবারিক সুখ ও সমৃদ্ধি আসে।
৩. ক্রিস্টালের কচ্ছপ – দক্ষিণ-পশ্চিমে রাখলে সম্পদ বৃদ্ধি হয়, আর উত্তর-পূর্বে রাখলে খ্যাতি ও দীর্ঘায়ু আসে।
আরও পড়ুনঃ অবিশ্বাস্য সৌরচালিত ঘুমানোর ক্যাপসুল! হাড়কাঁপানো শীতে গৃহহীনদের জন্য অভিনব উদ্যোগ
৪. প্রবেশপথে কচ্ছপ – নেতিবাচক শক্তি প্রতিরোধ করে এবং শুভ শক্তি ধরে রাখে।
৫. শোওয়ার ঘরে কচ্ছপ – বিশেষত বিছানার কাছে রাখলে অনিদ্রা ও মানসিক চাপ কমে যায়।
বাস্তু বিশেজ্ঞদের মতে, রান্নাঘর বা বাথরুমের কাছে কচ্ছপের মূর্তি রাখা উচিত নয়। পরিষ্কার জায়গায়, সম্মানজনকভাবে মূর্তিটি স্থাপন করতে হবে। বুধবার, বৃহস্পতিবার বা শুক্রবার কচ্ছপ স্থাপন করা শুভ বলে ধরা হয়।
