মে মাসের শুরুতে খামখেয়ালি আবহাওয়া। তাপপ্রবাহের পরিবর্তে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস প্রায় সব রাজ্যেই। চলতি সপ্তাহেও প্রবল ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টির জেরে তীব্র গরম থেকে স্বস্তি পাওয়া গেলেও, ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
2
8
মৌসম ভবন সূত্রে জানা গেছে, আগামী দু'-তিনদিন গুজরাট, রাজস্থান ও উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি, ও উত্তরপ্রদেশে ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে।
3
8
৬ থেকে ১১ মে পর্যন্ত দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
4
8
মঙ্গলবার বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হিমাচল প্রদেশে ঘণ্টায় ৭০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে শুক্রবারের মধ্যে রাজস্থানে ধুলোঝড় হতে পারে।
5
8
৭ মে, বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারার পূর্বাভাস রয়েছে। ৯ মে পর্যন্ত মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়েও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।
6
8
৬ থেকে ৯ মে পর্যন্ত গুজরাট, গোয়া, মহারাষ্ট্রে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্য মহারাষ্ট্রে। এই রাজ্যগুলিতে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
8
আগামী সাতদিন কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কেরল ও মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
8
8
৬ থেকে ৮ মে পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে বজ্রপাত, মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।