ফের শিরোনামে জনপ্রিয় ভোজপুরি তারকা পবন সিং। তাঁর নাম ঘিরে ফের তৈরি হল বড়সড় বিতর্ক। লখনউয়ের এক সাম্প্রতিক অনুষ্ঠানে তাঁকে ঘিরে ঘটে যাওয়া এক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রবল সমালোচনা। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী-গায়িকা অঞ্জলি রাঘব মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, সেই সময় বারবার তাঁর জামার ফাঁকে বেরিয়ে আসা উন্মুক্ত, অনাবৃত কোমরে হাত রাখছেন পবন সিং। প্রথমে অঞ্জলি হেসে উড়িয়ে দিলেও, বারবার একই ঘটনা ঘটায় তাঁর মুখে ও শরীরে অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। আর সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ক্ষোভ উগরে পড়ে পবনের বিরুদ্ধে।

বিতর্ক তুঙ্গে উঠতেই শনিবার রাতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন— “ব্যস্ততার কারণে অঞ্জলিজির লাইভ আমি দেখতে পাইনি। পরে এই ঘটনার কথা জেনে আমি খুব খারাপ বোধ করেছি। আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না, কারণ আমরা সবাই শিল্পী। তবুও যদি আমার কোনও আচরণে আপনি আঘাত পেয়ে থাকেন, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।”
ক্ষমা করলেন বটে অঞ্জলি, কিন্তু তাঁর প্রতিক্রিয়ায় ক্ষোভও স্পষ্ট। অঞ্জলি রাঘব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পবনের ক্ষমা প্রার্থনার পোস্ট শেয়ার করে লিখেছেন—“পবন সিংজি নিজের ভুল মেনে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। উনি আমার থেকে বড় এবং সিনিয়র আর্টিস্ট। আমি ওঁকে ক্ষমা করে দিলাম। আমি এই প্রসঙ্গকে আর বাড়াতে চাই না। জয় শ্রী রাম।”

যদিও এর আগে অঞ্জলি প্রকাশ্যে জানিয়েছিলেন, ঘটনায় তিনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। পরপর দু'দিন তিনি প্রবল মানসিক চাপে ছিলেন। নেটদুনিয়ায় যখন ট্রোল ও মিম বানিয়ে বলা হচ্ছিল যে তিনি নাকি ঘটনাটি উপভোগ করেছেন, তখন অঞ্জলি স্পষ্ট ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন— “কোনও মহিলা কখনও এই ধরনের স্পর্শ উপভোগ করতে পারে না।”এরপরেই বড় সিদ্ধান্ত নেন অঞ্জলি। অভিনেত্রী জানিয়েছেন, এই ঘটনার পর আর তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। তাঁর কথায়— “আমি এই ইন্ডাস্ট্রিতে আর কাজ করব না।”

অর্থাৎ, পবন সিং ক্ষমা চাইলেও এই ঘটনার রেশ এখানেই থেমে নেই। একদিকে সিনিয়র শিল্পীকে সম্মান জানিয়ে ক্ষমা করলেন অঞ্জলি, অন্যদিকে নিজের আঘাত, লাঞ্ছনা আর মানসিক অশান্তি সামলে নিয়ে তিনি একরকম বিদায় ঘোষণা করলেন ভোজপুরি সিনেমা জগৎ থেকে।
এই ঘটনায় প্রশ্ন উঠছে— পুরুষতান্ত্রিক মানসিকতা আর নারী শিল্পীদের নিরাপত্তা কি আদৌ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বিনোদন জগতে?
