চলতি বছর ফেব্রুয়ারি মাসে অভিনেত্রী নার্গিস ফাকরি তাঁর দীর্ঘদিনের প্রেমিক যুক্তরাষ্ট্রনিবাসী উদ্যোক্তা টনি বেগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন।নার্গিস আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত না করলেও, তাঁদের বিয়ের অনুষ্ঠানের কেকের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল এই খবর। বিয়ের পরেই সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করতে গিয়েছিলেন জুটিতে।
'রকস্টার' হোক বা 'মাড্রাস ক্যাফে', অভিনেত্রী নার্গিস ফাকরির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন দর্শক-অনুরাগীরা। তবে সময়ের সঙ্গে বলিউডের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। লাইমলাইট থেকে এখন বহুদূরে নার্গিস। হিন্দি সিনেমার পর্দাতেও তাঁর দেখা নেই দীর্ঘদিন। শোনা যায়, বলিউডে দু দুবার মন ভাঙার পর পাততাড়ি গুটিয়ে মার্কিন মুলুকে চলে যান অভিনেত্রী। প্রথমবার 'রকস্টার' রণবীর কাপুরের সঙ্গে নাম জড়ায় তাঁর। দ্বিতীয়বার উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের মাখোমাখো প্রেমের গুঞ্জনে তোলপাড় হয় বলিউড। কোনও সম্পর্কই সুখকর হয়নি তাঁর জন্যে। কিন্তু এবার সরাসরি বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: প্রাক্তন বিয়ে করে নেন কাছের বান্ধবীকে! প্রেম ভাঙার পর তারার জীবনে নতুন বসন্ত, নায়িকার প্রেমিকটি কে
সম্প্রতি স্বামী টনি বেগকে নিয়ে প্রথমবার জনসমক্ষে হাজির হলেন তিনি। মুম্বইয়ের একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে লাল কার্পেটে দেখা যায় এই নবদম্পতিকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ফারাহ খানও। লাল কার্পেটে দাঁড়িয়ে ফারাহ মজা করে টনিকে বললেন, “যাও, স্ত্রীর পাশে দাঁড়াও।” সেই মুহূর্তই ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা দু’জনকে দেখে চমকে উঠলেও বেশিরভাগই দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
