গানের শো করতে গিয়ে এক তরুণীর ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ। চুমু-কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়েন গায়ক। সেই বিতর্ক এখনও পিছু ছাড়েনি তাঁর। মাঝেমধ্যেই গায়কের আচরণ নিয়ে কথা ওঠে নেটপাড়ায়।‌ এবারও ঠিক তাই হল। সম্প্রতি ফের শিরোনামে উঠে এলেন গায়ক। 

 

 

সমাজমাধ্যমে এক অনুরাগী তাঁকে সম্বোধন করেন 'লাভলি' লেখেন। এই প্রশংসায় খুশি হয়ে উদিত নারায়ণ বলেন, “এটা আমার কাছে অত্যন্ত মধুর এক প্রশংসা। ভক্তরা যখন ভালবেসে এভাবে কিছু বলেন, তখন মনে হয় শিল্পী জীবনের সার্থকতা পাওয়া গিয়েছে।” গায়কের কথায় স্পষ্ট, তিনি আর বিতর্কে নিজেকে আটকে রাখতে চান না। বরং তিনি মন দিতে চান শুধু গান ও শ্রোতার ভালবাসায়। তাঁর কথায়, “মানুষের সঙ্গে সুন্দর সম্পর্কই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বিতর্ক নয়, আমি চাই গান দিয়েই মানুষের হৃদয়ে বেঁচে থাকতে।”

 

চুমু বিতর্কে ঠিক কী হয়েছিল? সেদিন জোরকদমে অনুষ্ঠান করছিলেন উদিত নারায়ণ। মঞ্চ থেকে গাইছিলেন 'টিপ টিপ বরসা পানি'। এমন সময় তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার নিয়ে হাজির হন এক তরুণী। দেখে এগিয়ে আসেন গায়ক। নিজস্বী তোলাকালীন হঠাৎ উদিতের গালে চুমু খেয়ে বসেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে পাল্টা ওই তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরলেন উদিত নারায়ণ। ততক্ষণে হই হই দর্শকাসনে, হতচকিত হয়ে যান ওই মহিলা অনুরাগী। এরপর সেখান থেকে তিনি দ্রুত সরে আসেন। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে গায়কের এই কীর্তি দেখে। এর মাঝে বহু জল্পনার পর অবশেষে মুখ খুলেছিলেন উদিত।

 

আরও পড়ুন: বেআইনিভাবে শ্রীদেবীর সম্পত্তি দখল করার চেষ্টা! তড়িঘড়ি আদালতের দ্বারস্থ বনি কাপুর, কী হল তারপর?


তিনি বললেন, "আমি যখন মঞ্চে গাই আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালবাসেন, তাঁদের খুশি করা আমারও দায়িত্ব।নয়তো আমি তেমন ধারার মানুষ নই।’’ এখানেই না থেমে এ প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, " আমি নিপাট ভদ্রলোক। অনুরাগীরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেয় তখন সেটাকে আগ্রাহ্য কি করা যায়? দেখুন, অনুষ্ঠানে অনুরাগীরা আমার হাত ধরতে চায়, একটু ছুঁতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। তাই এ সব বিষয়ে বেশি মাথা না ঘামানোই উচিত।’’

 

 

ভাইরাল হওয়া ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন প্রায় সকল নেটিজেনরা। ছড়িয়ে পড়া ওই ভিডিওর মন্তব্যে এক নেটিজেন লিখেছিলেন, “এটা উদিত নারায়ণ করেছেন?” আবার কেউ কেউ সন্দেহপ্রকাশ করে লিখেছিলেন, “সত্যি এটি উদিত নারায়ণ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা হয়েছে?” অনেকে আবার বলেছিলেন, এই প্রথমবার নয়। অলকা ইয়াগনিককেও নাকি এভাবে একবার বিনা অনুমতিতে গালে চুমু দেন উদিত। সে ভিডিও নাকি একটু খুঁজলেই নেটপাড়ায় পাওয়া যাবে।