আজকাল ওয়েবডেস্ক: চিনের বিজ্ঞানীরা মানুষের স্টেম সেল থেকে ডোপামিন উৎপাদনকারী মস্তিষ্কের কোষ তৈরি করতে সক্ষম হয়েছেন। এগুলি ইঁদুরের মস্তিষ্কে প্রতিস্থাপন করে বিষণ্নতার লক্ষণ কমাতে এবং আনন্দ বোধ বাড়াতে সাহায্য করেছে।


এই প্রকৌশলীকরণ করা নিউরনসদৃশ কোষগুলি বিষণ্নতা-মডেল ইঁদুরে প্রতিস্থাপন করলে, উদ্বেগ, আত্মসমর্পণের অনুভূতি কমে যায় এবং আনন্দের অনুভূতি বাড়ে। গবেষকরা বলছেন, এই উন্নয়ন মস্তিষ্কের মেজাজ নিয়ন্ত্রণে যুক্ত অংশগুলোকে লক্ষ্য করে মেরামতের মাধ্যমে নিউরোসাইকায়াট্রিক রোগ চিকিৎসার জন্য একটি কার্যকর কোষভিত্তিক থেরাপি হতে পারে।

আরও পড়ুন: মহাকাশের ‘নতুন সুড়ঙ্গ’ সকলের নজরে, মাথায় হাত বিজ্ঞানীদের


 এই গবেষণা মনোরোগের চিকিৎসায় কোষভিত্তিক থেরাপির কার্যকারিতা সম্পর্কে ধারণা প্রদান করে, যেখানে নষ্ট নিউরাল সার্কিটকে পুনর্গঠন করা হয়। বিশ্বব্যাপী মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার একটি বড় সমস্যা। বহু মানুষ এই রোগে ভোগেন এবং অনেকের ট্রিটমেন্ট-রেজিস্ট্যান্ট ডিপ্রেশন হয়, যার অন্যতম লক্ষণ হলো অ্যানহেডোনিয়া। অর্থাৎ আনন্দদায়ক কোনও কিছু থেকেও আনন্দ না পাওয়া।


ডোপামিনার্জিক নিউরন হল এমন এক ধরনের কোষ যা ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার তৈরি ও নিঃসরণ করে, যা প্রেরণা, আনন্দ এবং চলনক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত। মানুষের স্টেম সেল থেকে আগে A9 টাইপ ডোপামিনার্জিক নিউরন তৈরি করা গেলেও A10 নিউরনের কার্যকর উৎপাদন এখনো কঠিন ছিল। A10 কোষ বিশেষ করে পুরস্কার ও প্রেরণা-ভিত্তিক আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিষণ্নতা ও মাদকাসক্তির মতো সমস্যার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।


ফুদান বিশ্ববিদ্যালয়ের চিনা অ্যাকাডেমি অব সায়েন্সেস এবং ইউনিক্সেল বায়োটেকনোলজি যৌথভাবে একটি নতুন রাসায়নিক সংমিশ্রণের মাধ্যমে মানব স্টেম সেল থেকে A10-এর মতো নিউরন তৈরি করেছেন। এই কোষগুলো A10 নিউরনের মতো বৈশিষ্ট্য বহন করে।


যখন এই কোষগুলো দীর্ঘমেয়াদি মানসিক চাপ দিয়ে তৈরি বিষণ্নতা-মডেল ইঁদুরে প্রতিস্থাপন করা হয়, তখন দেখা গেছে: আনন্দহীনতা কমে, আচরণগত হতাশা দূর হয়, ইঁদুরেরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়। গবেষণায় আরও দেখা যায়, এই কোষগুলো মস্তিষ্কের বিদ্যমান নিউরাল সার্কিটে একীভূত হয়ে আশপাশের কোষ থেকে সংকেত পেতে সক্ষম যা ডোপামিন-সম্পর্কিত মস্তিষ্কের পথগুলোর মেরামত সম্ভাবনার ইঙ্গিত দেয়। বিজ্ঞানীরা বলছেন, এই থেরাপি ঔষধের চেয়ে নির্দিষ্টভাবে কাজ করে এবং অপ্রত্যাশিত পার্শ্বপ্রতিক্রিয়া কম হতে পারে। এই গবেষণা A10-নিউরন-ভিত্তিক থেরাপিকে বিষণ্নতার চিকিৎসায় কার্যকর প্রমাণ করে এবং মনোরোগের কোষভিত্তিক চিকিৎসার সম্ভাবনা অনেকগুণ বাড়ায় এমনটাই মনে করছেন গবেষকরা।


যদি এই গবেষণা সফল হয় তাহলে সেখান থেকে আগামীদিনে মানুষের মনের রোগের চিকিৎসা হতে পারে অতি সহজেই। সেখান থেকে দেখতে হলে যদি ব্রেনের এই অংশকে ব্যবহার করা হয় সেখানে মানুষের মনের রোগের চিকিৎসা অতি সহজে হবে বলেই মনে করছেন চিনের গবেষকরা। তারা মনে করেন এই ধারা তারা চালিয়ে যেতে চান। আগামীদিনে তারা এই কাজটি আরও বেশিভাবে তারা কাজে লাগানোর কাজটি করবেন।