শুক্রবার, স্বাধীনতা দিবসের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী, রাজনীতিবিদ রূপা গঙ্গোপাধ্যায়ের মা। জানা যাচ্ছে, বহুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। এমনকী ধরা পড়েছিল মারণ রোগ ক্যানসার। ভর্তিও ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। তবে শেষরক্ষা আর হল না, শুক্রবারই শেষ হল তাঁর লড়াই।

সেদিনই শেষকৃত্য সম্পন্ন করে সমাজমাধ্যমে মায়ের মৃত্যুর খবর ভাগ করেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন, 'মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে।' তাঁর এই পোস্টে শোক জ্ঞাপন করেছেন টলিপাড়ার বহু তারকা। জানা যায়, মায়ের শেষ সময়ে তাঁকে আরও বেশি করে সময় দেওয়ার চেষ্টা করতেন রূপা। একা হাতেই মেয়েকে বড় করেছিলেন অভিনেত্রীর মা। মধ্যবিত্ত সংসারে অভাবের মধ্যেও দিন কেটেছে তাঁদের। কিন্তু কখনও সন্তানকে বুঝতে দেননি সেই কষ্টের কথা। নিজের জীবনেও বহু লড়াই ছিল, এ কথা বহুবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।

 

আরও পড়ুন: বাংলাদেশে মুক্তি পাবে দেব-শুভশ্রীর 'ধূমকেতু'? ওপার বাংলার সরকারের কাছে কোন আবদার করলেন প্রযোজক রাণা সরকার?

 

প্রসঙ্গত, অভিনয় এবং রাজনীতি দুই-ই দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন রূপা। বিআর চোপড়ার 'মহাভারত'-এর প্রায় সবকটি চরিত্রই বিখ্যাত, কিন্তু এমন একটি চরিত্র আছে যে নিজের পরিচয় তৈরি করে নিয়েছিল ঘরে ঘরে এবং এখনও তার চরিত্রের জন্য তুমুল জনপ্রিয় এই তারকা। তিনি আর কেউ নন, 'মহাভারত'-এর 'দ্রৌপদী' চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এই একটি চরিত্র দিয়েই দর্শকদের হৃদয়ে বড় জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। সিরিয়ালে তাকে দেখে সবাই যেন তাঁকে দ্রৌপদীর ভূমিকাতেই দেখতে শুরু করেছিলেন। 


শুক্রবার প্রকাশ্যে এসেছে 'রঘু ডাকাত'-এর টিজার। সেখানে 'ডাকাত মা'-এর ভূমিকায় অভিনয় করবেন রূপা‌‌। এই ছবিতে শুধু চরিত্রের দিক থেকে নয়, বেশভূষায় দিক থেকেও রয়েছে প্রচুর চমক। ডাকাত মা চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায়কে যেন চেনাই যাচ্ছে না। হাতে অস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক, অভিনেত্রীর চোখের চাহনি যেন কথা বলছে।

 


ছবিতে ওম সাহানিকে দেখা যাবে দুর্লভ রায় চরিত্রে। সোহিনী সরকার থাকবেন গুঞ্জার চরিত্রে এবং ইধিকা পাল অভিনয় করবেন সৌদামিনী চরিত্রে। সব থেকে বড় কথা, অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে খলনায়ক অহিন্দ্র বর্মনের চরিত্রে। তাঁর লুক চমকে দিয়েছে সকলকে।

 

এছাড়াও আগামীতে অভিনেত্রীকে দেখা যেতে চলেছে রামকমল মুখোপাধ্যায়ের ছবি 'লক্ষ্মীকান্তপুর লোকাল'-এ। এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে।