আজকাল ওয়েবডেস্ক: একসময় বলা হত, বই না পড়লে বিশ্ববীক্ষা হয় না। অথচ সেই বই পড়ার হার যেন ক্রমেই কমে আসছে। কবি সাহিত্যিকরাও বারবার অনুযোগ করছেন, বাঙালির বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন নেপথ্যে অনেক কারণ, কারও মতে মোবাইল কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার কমিয়ে দিচ্ছে বই পড়ার আকর্ষণ, কেউ কেউ আবার দোষ দিচ্ছেন নতুন প্রজন্মকে। কেউ কেউ আবার স্কুলের পড়ার বাইরে সময়ই পাচ্ছে না অন্য বই পড়ার। অথচ পড়ার বইয়ের বাইরে গিয়েও যে নানা ধরনের বই পড়া দরকার একথা মানবেন সকলেই। তাই অল্প বয়স থেকেই সন্তানের মধ্যে বই পড়ার অভ্যাস এবং আগ্রহ বাড়িয়ে তোলা জরুরি। আর তার জন্য উদ্যোগী হতে হবে মা-বাবাকেই। কীভাবে সন্তানকে বই পড়তে উদ্বুদ্ধ করবেন?
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে
১. শুধু মুখে মুখে ছোটদের বই পড়তে বললে হবে না। শিশুরা বড়দের দেখেই শেখে। আপনি যদি নিজে নিয়মিত বই পড়েন, তাহলে আপনার সন্তানও বই পড়ার প্রতি আকৃষ্ট হবে। প্রথমে ছোটদের নানান ধরনের মজার মজার বই নিয়ে আলোচনা করুন কিংবা আপনার পড়া বইয়ের গল্প সন্তানকে বলুন। এতে সন্তান বুঝবে যে বই পড়া একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক কাজ।
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
২. জোরে জোরে গল্প পড়ে শোনান সন্তানকে। ছোটবেলা থেকেই শিশুকে বই পড়ে শোনানোর অভ্যাস করুন। গল্পের বই বা ছড়ার বই আকর্ষণীয় স্বরে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে পড়ে শোনালে শিশুরা বইয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এটি তাদের কল্পনাশক্তির বিকাশ ঘটায়। খাবার খাওয়ার সময় হাতে মোবাইল না তুলে দিয়ে গল্প বলতে বলতে খাওয়ান।
৩. বাড়িতে বই পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করুন। বাড়িতে একটি নির্দিষ্ট জায়গা তৈরি করুন যেখানে আরাম করে বসে বই পড়া যায়। সেখানে সন্তানের বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের বই রাখুন। বইগুলো যেন তার হাতের নাগালে থাকে। পড়ার সময় টিভি বা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ রাখুন। এতে বই পড়ার প্রতি মনোযোগ নষ্ট হবে না।

৪.  পছন্দমতো বই বেছে নিতে দিন শিশুকে। সন্তানকে নিয়মিত লাইব্রেরি বা বইয়ের দোকানে নিয়ে যান। তার আগ্রহ অনুযায়ী (যেমন - কমিকস, ভূতের গল্প, বিজ্ঞান, অ্যাডভেঞ্চার ইত্যাদি) বই কিনতে উৎসাহিত করুন। পছন্দসই বই পড়তে পড়তেই অভ্যাস তৈরি হবে, তার পর একটু বড় হলে সন্তান নিজেই বিভিন্ন ধরনের বই ঘেঁটে দেখা শুরু করবে।


৫. বই পড়া কোনও নিরস কাজ নয়। একে মজাদার করে তুলুন। বই পড়ার পর গল্পের চরিত্র বা ঘটনা নিয়ে মজার মজার প্রশ্ন করুন, গল্পটির উপর ভিত্তি করে সন্তানকে ছবি আঁকতে বলতে পারেন। কিংবা বইয়ের কোনও চরিত্র অভিনয় করে দেখাতে বলুন। বই সংক্রান্ত বিভিন্ন খেলা বা কুইজের আয়োজন করতে পারেন। সুযোগ পেলেই বইমেলায় ঘুরতে যান। এতে বই পড়ার মতো বই কেনা নিয়েও উৎসাহ তৈরি হবে সন্তানের মধ্যে।