বলিউডের ‘চিরসবুজ নায়ক’ ধর্মেন্দ্র। বর্ষীয়ান এই অভিনেতা আজও দারুণ জনপ্রিয় দর্শকমহলে। তবে হঠাৎই এদিন তাঁকে নিয়ে চিন্তায় ভক্তরা। ৯০-এর দোরগোড়ায় দাঁড়ানো এই কিংবদন্তি অভিনেতাকে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চিন্তার কোনও কারণ নেই, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্যই এই ভর্তি হওয়া।

খবর, বর্তমানে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন ধর্মেন্দ্র । পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, “বয়সের কথা মাথায় রেখে উনি নির্দিষ্ট সময় অন্তর কয়েকটি শারীরিক পরীক্ষা করান। এবারও সেই রুটিন চেকআপই চলছে। কেউ ওঁকে হাসপাতালে দেখে সেই খবর ছড়িয়ে দিয়েছে। চিন্তার কিছুই নেই, উনি ভাল আছেন।” আরও এক সূত্র জানিয়েছে, “ধর্মেন্দ্রজির শরীর-মন একদম ভাল আছে। কেবল নির্ধারিত স্বাস্থ্যপরীক্ষার জন্যই গিয়েছেন।”

শোলে ছবি খ্যাত এই দর্শকপ্রিয় অভিনেতার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল যদিও নিজেদের শুটিং নিয়ে ব্যস্ত, তবুও তাঁরা নিয়মিত বাবার খবর রাখছেন বলে জানা গিয়েছে। বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র আজও ভক্তদের কাছে আগের মতোই প্রিয়। পর্দা ও পর্দার বাইরে দু'জায়গাতেই তাঁর মোহময় উপস্থিতি আর ব্যক্তিত্ব আজও প্রজন্মের পর প্রজন্মের দর্শককে মুগ্ধ করে। ৮৯ বছর বয়সেও তাঁর উদ্যম, শৃঙ্খলা আর সিনেমার প্রতি ভালবাসা অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে।

পেশাগত দিক থেকে ধর্মেন্দ্রকে পরেরবার দেখা যাবে শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ ছবিতে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অগস্ত্য নন্দা ও সিমর ভাটিয়া। কিংবদন্তি অভিনেতার বড়পর্দায় কামব্যাকের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।