বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়া বচ্চন যে খুব একটা ঠান্ডা মাথার মানুষ নন, সেকথা সকলেই জানেন। যার জন্য নিন্দুকদের কম সমালোচনার মুখে পড়তে হয় না অমিতাভ পত্নীকে। তাঁর 'খারাপ' ব্যবহারের কারণে সমাজ মাধ্যমে প্রায়ই ট্রোলিংয়ের শিকার হন। মঙ্গলবার আরও একবার একই ইস্যুতে শিরোনামে উঠে এলেন জয়া বচ্চন। এবার মেজাজ হারিয়ে ভক্তকে ধাক্কা দিলেন অভিনেত্রী।

 

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে. এক ব্যক্তি অনুমতি ছাড়া জয়ার সঙ্গে সেলফি তুলতে এগিয়ে যান। আর তাতেই রেগে লাল হয়ে যান অভিনেত্রী। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সেই ব্যক্তিকে ধাক্কা দেন তিনি। ঘটনাটি ঘটে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, যেখানে জয়া বচ্চন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি হঠাৎই মোবাইল তুলে জয়ার পাশে দাঁড়ান। জয়া সঙ্গে সঙ্গে বিরক্তির সুরে বলেন, "আপনি কী করছেন?" এরপর তিনি হাত দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। মুহূর্তেই ঘটনাটি ভাইরাল হয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর তাতেই ক্ষেপে আগুন বলিউডের ‘কুইন’ ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রাম স্টোরিতে একেবারে নাম তুলে চাঁচাছোলা ভাষায় জয়ার কড়া সমালোচনা করলেন তিনি।

 

কঙ্গনার তোপ —“সবচেয়ে ফালতু আর বিশেষ সুবিধাভোগী মহিলা। শুধু উনি অমিতাভ বচ্চনজির স্ত্রী বলেই, লোকজন তাঁর নানান খেয়ালখুশির মতো আচরণ আর বাজে ব্যবহার সহ্য করে। ওঁর মাথায় পরা সমাজবাদী টুপি দেখতে একদম মোরগের ঝুঁটির মতো! আর তিনি যেন একেবারে ক্ষ্যাপা মোরগ! এ এক বিরাট লজ্জা আর কলঙ্ক।”

 


মঙ্গলবার, দিল্লির সংবিধান ক্লাবে প্রবেশ করছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ঠিক সেই সময় এক ব্যক্তি এগিয়ে এসে সেলফি তুলতে চান। ভিডিওতে দেখা যায়, ক্ষণিকের মধ্যেই জয়ার মুখের ভাব বদলে যায়, তিনি সেই ব্যক্তিকে ঠেলে সরিয়ে দেন এবং কড়া স্বরে বলেন — “কী করছেন আপনি? এটা কী?” পাশেই দাঁড়িয়েছিলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী)-র সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। 

 

ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের একাংশ জয়া বচ্চনের আচরণে প্রবল হতাশা প্রকাশ করেন। কেউ কেউ ক্ষুব্ধও হয়েছেন। অনেকে পরামর্শ দেন — “ওঁর সঙ্গে সেলফি নেওয়া বন্ধ করুন।” কেউ লেখেন, “এটাই তো ওঁর বরাবরের স্বভাব। কেন মানুষ এমন ব্যক্তিদের নিয়ে এত পাগল?” আবার কেউ সরাসরি বলেন, “এটা খুবই রূঢ় আচরণ।”

 

জয়া বচ্চনের ওই ঘটনার সময় তাঁর সহকর্মী সাংসদ এবং শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। জয়া ওই ব্যক্তিকে ধাক্কা দেওয়ায় সকলে যে হকচকিত হয়ে যান তা ভিডিও দেখে বেশ বোঝা গিয়েছে। প্রত্যেকেই একে অপরের দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করেন। ধাক্কাধাক্কির মুহূর্তে তিনি ঘুরে তাকান, তারপর ক্লাবের দিকে হাঁটতে শুরু করেন।

 

কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে। কেউ কেউ জয়ার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার পক্ষ নিয়ে বলেন, "অনুমতি ছাড়া ছবি তোলা ঠিক নয়।" অন্যদিকে, অনেকে মনে করছেন, "একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে তাঁর আচরণ আরও সংযত হওয়া উচিত ছিল।"


উল্লেখ্য, এর আগেও জয়া বচ্চন একাধিকবার পাপারাৎজি এবং ভক্তদের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর সরাসরি ও স্পষ্টভাষী স্বভাবের কারণে তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন। বেশ কয়েকদিন আগে অভিনেত্রী কাজল ও রানি মুখোপাধ্যায়ের কাকা তথা বলিউড পরিচালক রণো মুখোপাধ্যায়ের শেষকৃত্যেও পাপারাৎজিদের উপস্থিতি  জয়ার কাছে রোষের কারণ হয়ে দাঁড়ায়।
ক্যামেরার ফ্ল্যাশে বারবার ক্ষুব্ধ হয়েছেন জয়া বচ্চন। ২০২৩ সালে হেমা মালিনীর জন্মদিনে পাপারাজ্জিরা যখন তাঁকে ‘এদিকে তাকান’, ‘ওদিকে তাকান’ বলছিলেন, জয়ার মন্তব্য ছিল, “এত নির্দেশ দিচ্ছেন কেন?” ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারেও টিনা আম্বানির সঙ্গে পোজ দিতে গিয়ে জয়া স্পষ্ট বলেন, “চেঁচাবেন না, একটু শান্ত থাকুন।”