আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বালরামপুর জেলার ওয়াদ্রাফনগর ব্লকের রূপপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমোহন সিং মদ্যপ অবস্থায় হাফপ্যান্ট পরে স্কুলে উপস্থিত হন। শুধু তাই নয়, মদ্যপ অবস্থাতেই ছোটেন পড়ুয়াদের ক্লাস নিতে। এরপর তার এমন অবস্থায় ছাত্রদের পড়ানোর ও অফিসে বসে সময় কাটানোর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

ওই প্রধান শিক্ষকের নাম মনমোহন সিং। তাঁকে মদ খেয়ে স্কুলে আসাপ প্রসঙ্গে জিজ্ঞেস করায় তিনি স্বীকার করেছেন গোটা ঘটনার কথাই। তিনি জানিয়েছেন, দায়িত্বে যোগ দেওয়ার আগে মদ্যপান করেছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার হাড়ে চোট লেগেছিল। ডাক্তার বলেছেন চিকিৎসার জন্য আমাকে অ্যালকোহল খেতে হবে, তাই আমি খাচ্ছি’। এই বক্তব্যে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। তার ওপর বিদ্যালয়ের চত্বরে দাঁড়িয়েই সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ২ ঘণ্টায় কলকাতা সহ চার জেলায় তুমুল বৃষ্টি, নিম্নচাপের কালো মেঘে ফের তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, জারি চরম সতর্কতা

তবে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের অভিযোগ এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান শিক্ষক মনমোহন সিং প্রায়শই মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। যার ফলে ৪০ জন ছাত্রছাত্রীর পড়াশোনা ব্যাহত হচ্ছে। একজন অভিভাবক বলেন, ‘এমন ঘটনা বহুবার ঘটেছে। বাচ্চাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে, স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে’। অভিভাবকরা ইতিমধ্যেই ব্লক শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

ক্ষুব্ধ গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষা দপ্তর ব্যবস্থা না নিলে তারা স্কুল বর্জন করে বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্য একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই আচরণ শুধু বাচ্চাদের ভবিষ্যত নষ্ট করছে না, সরকারি স্কুলগুলির সুনামও নষ্ট করছে’। তবে অভিযোগ জমা পড়লেও শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ফলে বিষয়টি আপাতত সরকারি ফাইলে আটকে থাকলেও, জনমনে তা রয়ে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন:  'সিরাজ কী খায়, কী পান করে...', হায়দরাবাদির গোপন তথ্য ইংল্যান্ড বোলারদের জানাতে চান প্রাক্তন ইংরেজ তারকা