আজকাল ওয়েবডেস্ক: এয়ারটেল তার গ্রাহকদের জন্য একটি নতুন সাশ্রয়ী রিচার্জ প্ল্যান চালু করেছে, যেখানে মাত্র ১ টাকা অতিরিক্ত খরচে আগের তুলনায় অনেক বেশি সুবিধা মিলছে। নতুন ৩৯৯ টাকার এই প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ১০০টি ফ্রি এসএমএস এবং ভারতের যেকোনো প্রান্তে (জম্মু-কাশ্মীর ছাড়া) নিঃশুল্ক রোমিং সুবিধা পাওয়া যাবে। এছাড়াও প্ল্যানে রয়েছে ২৮ দিনের জন্য ফ্রি জিওহটস্টার সাবস্ক্রিপশন। আগের ৩৯৮ টাকার প্ল্যানে দৈনিক ডেটা ছিল ২ জিবি, ফলে নতুন প্ল্যানে প্রতিদিন ৫১২ এমবি বেশি ডেটা মিলছে, যার অর্থ একমাসে গ্রাহকরা পাচ্ছেন অতিরিক্ত ১৪ জিবি ডেটা।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-র সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, Airtel বর্তমানে দ্রুতগতিতে তার গ্রাহকসংখ্যা বাড়িয়ে চলেছে এবং সংস্থাটির মোট ব্যবহারকারী এখন ৩৬ কোটিরও বেশি। জিও-ও সমানতালে নতুন গ্রাহক যোগ করছে। অন্যদিকে Vodafone Idea (Vi) এবং BSNL একসঙ্গে দুই লক্ষেরও বেশি গ্রাহক হারিয়েছে। মে মাসেই Vi হারিয়েছে প্রায় ২,৭৪,০০০ গ্রাহক এবং BSNL হারিয়েছে ১,৩৫,০০০-এর বেশি।

আরও পড়ুন:বারবার দেখছেন ‘১০১’ বা ‘১১:১১’ সময়? নিছকই পুনরাবৃত্তি কি কাকতালীয়, না কি ঈশ্বরীয় কোনও বার্তা?

এই নতুন পরিকল্পনার মাধ্যমে এয়ারটেল একদিকে যেমন কম খরচে গ্রাহকদের বেশি সুবিধা দিচ্ছে, অন্যদিকে প্রতিযোগিতার বাজারে নিজের অবস্থান আরও মজবুত করছে। বর্তমান ডেটা-কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থায় এই ধরনের উদ্ভাবনী প্ল্যান আগামী দিনে গ্রাহক ধরে রাখার এবং নতুন ব্যবহারকারী টানার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। Airtel-এর এই পদক্ষেপ টেলিকম শিল্পে নতুন গতিবেগ আনতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এই নতুন রিচার্জ পরিকল্পনা শুধুমাত্র অতিরিক্ত ডেটা নয়, বরং Airtel-এর প্রতিযোগিতামূলক বাজার কৌশলেরও প্রতিফলন। একদিকে যখন Vi ও BSNL গ্রাহক ধরে রাখতে হিমশিম খাচ্ছে, তখন Airtel সীমিত মূল্যে উন্নত পরিষেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করছে। বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন যুক্ত হওয়ায় বিনোদনের দিক থেকেও প্ল্যানটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ডিজিটাল যুগে যেখানে প্রতিদিনের ডেটা ব্যবহার বেড়েই চলেছে, সেখানে প্রতিটি অতিরিক্ত এমবি-ও অনেক মূল্যবান। Airtel-এর এই পদক্ষেপ সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং ভবিষ্যতের টেলিকম প্রতিযোগিতায় সংস্থাটিকে একটি শক্তিশালী জায়গায় পৌঁছে দেবে বলে ধারণা করা হচ্ছে।