১৮ বছর পার। গানের সুরে ফিরে এল বর্ণিল স্মৃতি। যে গান পুরনো হয় না, সময়ের ঘষা লেগে মলিন হয়ে যায় না। শুধু তার বয়স যত বাড়ে, যোগ হয় নতুন দিনের আখ্যান। সে কথাই আরও একবার মনে করিয়ে দিলেন রূপসা দাশগুপ্ত। রূপম ইসলামের স্ত্রী। তিনি আবার গায়কের সহকারীও বটে।
সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন রূপসা। সেখানে ফুটে উঠেছে সদ্য বিবাহিত এক দম্পতির বিশেষ মুহূর্ত। দেখা যাচ্ছে, রূপমের সেই বিখ্যাত তোমার চোখের কালো গানের সুরে স্ত্রীর সিঁথিতে সিদুর তুলে দিচ্ছেন যুবক। নব-বন্ধনের উদযাপনে হর্ষধ্বনি-মুখর চারদিক। ভালবাসার মানুষকে সিঁদুরে রাঙিয়ে দিয়ে দু’বাহু মেলে রূপমের গানের সুর সুর মেলালেন বর। এমন দৃশ্য বোধহয় সত্যিই বিরল!
লেন্সবন্দি সেই মুহূর্ত ফেসুবকে পোস্ট করেছেন রূপসা। নস্টালজিয়ার পথ ধরে ফিরে গিয়েছেন নিজের বিয়ের দিনে। সে দিন তিনিও ছিলেন নববধূ। রূপমের সঙ্গে নতুন জীবন সাজানোর যাত্রা শুরু করেছিলেন। ভিডিওটি পোস্ট করে রূপসা লেখেন, ‘এই দম্পতি রূপম ইসলামের গান চালিয়ে বিয়ে করলেন। সিঁদুর দানের সময় বেজে উঠল তোমার চোখের কালো। কোনও সংস্কৃত মন্ত্র শোনা গেল না।’
এরপরেই স্মৃতি হাতড়ালেন রূপসা। লিখেলন, ‘স্বাভাবিক ভাবেই আমার আর রূপমের বিয়ের সময় সিঁদুর দানের রীতি মানা হয়নি। কাগজে-কলমে আইনি বিবাহ সারার পর ও গান গেয়েছিল। প্রথম যে গানটা ও ধরেছিল, সেটি ছিল তোমার চোখের কালো’।
আরও পড়ুন: ছোটপর্দায় এবার শুভশ্রী! ছবি-ওটিটি-র পর ধারাবাহিকে ‘লেডি সুপারস্টার’? রহস্য ফাঁস করলেন ঊষসী
রূপম-রূপসাকে সেই পোস্টে ভালবাসা জানিয়েছেন গায়কের অনুরাগীরা। অনেকেই আবার পরিকল্পনা করে ফেলেছেন, তোমার চোখে কালোর সুরে নতুন জীবনে পা রাখার। একজন লিখেছেন,
‘রূপম বোধহয় আজ সবচেয়ে বেশি খুশি। একজন শিল্পী তো এটাই চায়’। অন্য জনের বক্তব্য, ‘এটা আমার স্বপ্ন! দারুন লাগছে,মন ভোরে যাচ্ছে আনন্দে!’ জনৈক রূপম অনুরাগী আাবার ঘোষণাই করে ফেললেন, ‘সমস্ত প্রথাগত নিয়ম ভেঙে ফেলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার এখন রূপম ইসলাম’। আবার একাংশের বক্তব্য, জীবনের যে কোনও ঘটনা বা মুহূর্তের সঙ্গেই জড়িয়ে থাকবে রূপম ইসলামের গান।
২০০৭ সালে ভালবেসে বিয়ে করেন রূপম এবং রূপমা। তাঁদের একটি ছেলেও আছে। নাম রূপ আরোহণ প্রমিথিউস। শিল্প হোক বা জীবন, রূপমেক চিন্তাভাবনা আর পাঁচ জনের চেনা পরিসরের অনেকটাই বাইরে।উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে তাঁর ছেলের নাম।
স্ত্রীর সঙ্গে প্রেম-সংসারের চেনা ছক পেরিয়ে বন্ধুত্বও রচনা করেছেন রূপম। গায়কের কাজ সম্পর্কিত সব দায়িত্বই পালন করে রূপসা। বিয়ের বয়স ১৮ হলেও তাঁদের রসায়ন ফিকে হয়নি এতটুকু।গানে-ভালবাসায় দিন যাপন তারকা-দম্পতির।
ব্যান্ডের পাশাপাশি ছবি-ওয়েব সিরিজেও চুটিয়ে কাজ করেছেন চলেছেন ৫১-র রূপম। একই সঙ্গে চলছে স্টেজ শো। স্বামীর সঙ্গে তাল মিলিয়ে সবটা সামলাচ্ছেন রূপসাও। তাঁরা যে একে অপরের পরিপূরক, তা বললেন মন্দ হয় না। তবে ব্যস্ত রুটিনের ফাঁকেও পুরনো দিনে ফিরে যেতে ক্ষতি কী! নবদম্পতির বিশেষ মুহূর্ত যেন রূপসাকে আরও একবার সে কথাই মনে করিয়ে দিল। শুধু রূপসারই নয়, বিশেষ বিয়ের এই ভিডিওটি মন জয় করেছে নেটিজেনদেরও।
