ছোটপর্দায় শুভ-শুভ রব। প্রথম মুখোমুখি শুভলক্ষ্মী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উপলক্ষ ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের বিশেষ পর্ব। শুভলক্ষ্মী থুরি ঊষসী রায় ইতিমধ্যেই সে কথা ঘোষণা করেছেন। দুই নায়িকার যুগলবন্দি দেখতে আপাতত মুখিয়ে দর্শক। কিন্তু ছোটপর্দায় শুভশ্রীর এই আকস্মিক আবির্ভাব কেন? নেপথ্যে বিশেষ কারণ। আজকাল ডট ইনকে ঊষসী জানান, “পর্দায় এক প্রকার গৃহপ্রবেশ পরিবারের অতিথি হয়ে আগমন হবে বড় পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকার। ‘শুভলক্ষ্মী’র কথায়, ধারাবাহিকে ইতিমধ্যেই দেখানো হয়েছে যে রায় পরিবার নিউ ইয়র্ক ছেড়ে দেশে ফিরে এসেছে। এবার তাদের আক্ষরিক অর্থেই গৃহপ্রবেশের পালা। সেখানে অনেক অতিথিই আসবেন। তবে শুভশ্রীদি তাঁদের মধ্যে অন্যতম।” ইতিমধ্যেই শুভশ্রীর আগমনের ঘোষণার প্রোমো জনসমক্ষে। এখন শুধু সেই বহু প্রতীক্ষিত শুটের পালা। আপাতত তারই দিন গুনছেন ধারাবাহিকের নায়িকা। ঊষসী বললেন, “শুভশ্রীদি আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী। ওঁর সঙ্গে অতীতে মহালয়ার একটি কাজ করেছিলাম। কিন্তু একসঙ্গে কখনও পর্দায় আসার সুযোগ হয়নি। এই ধারাবাহিকের সুবাদে অবশেষে তা হচ্ছে। আমি ভেবেই খুব আনন্দিত। খুবই এক্সাইটেড লাগছে।” প্রসঙ্গত, ‘গৃহপ্রবেশ’ রাজ চক্রবর্তী প্রোডাকশনস প্রযোজিত ধারাবাহিক। আর সেখানেই বিশেষ পর্বে আবির্ভূত হবেন শুভশ্রী। এমন বিরল দৃশ্য চাক্ষুষ করতে অপেক্ষায় শুভশ্রীর অনুরাগীরাও। নায়িকা ছোট পর্দায় দেখা যায় মূলত রিয়্যালিটি শোয়ের সুবাদে। ধারাবাহিকে তাঁর দর্শন মেলে না। তবে এবার ব্যতিক্রম। আপাতত শুভশ্রী ব্যস্ত ‘ধূমকেতু’-র প্রচারে। ছবিটি মুক্তি পাবে ১৪ আগস্ট। শেষ মুহূর্তের প্রস্তুতি তাই তুঙ্গে। ট্রেলার লঞ্চের বিশেষ অনুষ্ঠানেই ভিড় ছিল দেখার মতো। ১৩ বছর পর ফের মুখোমুখি হন দেব-শুভশ্রী অতীতে নস্টালজিয়ায় ডোবেন অনুরাগীরা। পুরনো সব গানে তাঁদের নাচ, হিট সংলাপ আওড়ানো- এসবই যেন ফিরিয়ে আনে পুরনো দিনে স্মৃতি। ভেঙে যাওয়া প্রেমের স্মৃতি পিছনে ফেলে ছবির স্বার্থে ফের বন্ধু হয়ে ওঠেন নায়ক-নায়িকা। অভিমান ভুলে শুভশ্রীকে আনব্লক করেন দেব। দু’জনই ইনস্টাগ্রামে ফলোয়িং তালিকায় জায়গা করে দেন একে অপর-অপরকে। শুভশ্রীর তোলা হাসিমুখের নিজস্বী দু'জনেই নিজেদের স্টোরিতে পোস্ট করলেন। মাত্র এক মিনিটের ব্যবধানে দেব এবং শুভশ্রী এই পোস্ট করেন। ক্যাপশনে রয়ে গেল সেই চির-পরিচিত হুম আর এমনি। শুভশ্রী সেই ছবি পোস্ট করে লেখেন 'এমনি'। সঙ্গে আবার 'হুমম' লেখেন দেবও। ‘চ্যালেঞ্জ’ ছবির স্মৃতি ফিরিয়ে এনে মঞ্চে উঠেই প্রথমে দেবকে বন্ধুত্বের প্রস্তাব দেন শুভশ্রী। দেব কারণ জানতে চাওয়ায় তিনি বলেন 'এমনি'। ১৭ বছর আগের সেই প্রেমের নস্টালজিয়ায় বুঁদ হয়ে ওঠে ভক্তকুল।
