আজকাল ওয়েবডেস্ক: বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হল রাজ্যে। উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের খড়দহে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হয়েছে নগদ টাকাও। ব্যারাকপুর কমিশনারের পুলিশ সোমবার এগুলি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১৫টির কাছাকাছি আগ্নেয়াস্ত্র এবং বিপুল সংখ্যক গুলি। উদ্ধার হওয়া এই গুলির সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি বলে জানা গিয়েছে। একটি আবাসন থেকে এই অস্ত্র গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করে পুলিশ।
খড়দহের রিজেন্ট পার্ক এলাকায় যে আবাসন থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি একটি বহুতল আবাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আচমকাই আবাসনে হানা দেয় স্থানীয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক বিরাট সংখ্যক পুলিশ। আবাসনের দরজার সামনে মোতায়েন হয়ে যান পুলিশকর্মীরা। বেশ কয়েকজন পুলিশকর্মী আবাসনের ভেতরে হানা দেন। হঠাৎ করে এত পুলিশ দেখে আবাসনের বাসিন্দারা ছাড়াও অবাক হয়ে যান ওই এলাকার অন্য বাসিন্দারাও। এরপর পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্র ও গুলি। জানা গিয়েছে ওই আবাসনের বাসিন্দা জনৈক মধূসুদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েই এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়। তবে তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি পুলিশের কোনো কর্তা।
আরও পড়ুন: চিকিৎসক-সহ অন্যান্য বিভাগে স্থায়ী পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, বড় ঘোষণা রাজ্য স্বাস্থ্য দপ্তরের
যদিও একটি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীকে জেরা করে এই অস্ত্রের সম্পর্কে জানতে পারে পুলিশ। তবে যে ফ্ল্যাট থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে সেই ফ্ল্যাটের মালিকের নাম অসমর্থিত সূত্রে মধূসুদন মুখোপাধ্যায় বলে জানা গেলেও সরকারিভাবে এখনও এবিষয়ে কেউ কিছু জানাননি। এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, এই আবাসনের সামনে দিয়ে প্রতিদিন যাতায়াত করি। কখনও মাথায় আসেনি এর ভিতরে কেউ এই ধরনের কাজকর্ম করে। জানা গিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেক্টিভ ডিপার্টমেন্টের তরফে এই তদন্ত চালানো হচ্ছে।
এর আগেও বিভিন্ন জায়গায় হানা দিয়ে রাজ্য পুলিশ বেশ কয়েকবার বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। কখনও তার মধ্যে ছিল পাইপগান আবার কখনও পিস্তল। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একাধিকবার বিহারের বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় হানা দিয়েছে। তাদের তৎপরতায় উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির লেদ মেসিন-সহ গুলি তৈরির সরঞ্জাম। কয়েক মাস আগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হানা দেয় বিবাদী বাগে একটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র তৈরির দোকানে। তাদের অভিযানে সামনে আসে কীভাবে এই লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে দিনের পর দিন অস্ত্র ও গুলি পাচার হয়ে যাচ্ছিল। গ্রেপ্তার করা হয় এই ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে। ঘটনার পর রাজ্য পুলিশের একটি সূত্র জানিয়েছিল, অস্ত্র তৈরি করলেও সঠিক মাপের গুলি তৈরি করা যথেষ্ট সমস্যার। অধিকাংশ ক্ষেত্রেই তা ঠিকঠাক হয় না। সেইজন্যই আসল গুলির খোঁজে থাকে অস্ত্রের কারবারীরা। সেটাই এরা এই লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে সংগ্রহ করছিল।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি সূত্র জানায়, যে পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে তা দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলে। এত অস্ত্র এখানে কীভাবে এল এবং কী উদ্দেশ্যে বা বিশেষত কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
