আজকাল ওয়েবডেস্ক: বিহারে ফের রহস্য মৃত্যু। এবার মুজাফফরপুর জেলার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে রবিবার চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। জেলার মিনাপুর-পনাপুর থানা এলাকার বাহাদুরপুর গ্রামে অবস্থিত রাম জানকী মঠের মহন্ত, (পুরোহিত) কৌশল কিশোর দাসকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী এটি একটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মহন্তের মৃতদেহ তাঁরই বাড়ির কাছে রহস্যজনক অবস্থায় পাওয়া যায়৷ মুজাফফরপুর (পূর্ব) অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহরইয়ার আখতার জানান, 'মহন্ত কৌশল কিশোর দাসের মৃতদেহটি তাঁর বাড়ির কাছেই একটি নদীর ধারে পাওয়া গিয়েছে। পরিবারের সদস্যরা সকালে জানান যে, তিনি কিছু সময় নিখোঁজ ছিলেন।'
পুলিশ আরও জানিয়েছে, মহন্তের পরিবারের সদস্যরা সকালেই নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ নদীর পাড় থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (post-mortem) জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। এদিকে, পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে এই ঘটনার তদন্তের চূড়ান্ত ফলাফলে পৌঁছবার জন্য৷
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, 'প্রাথমিকভাবে আমরা মনে করছি এটি একটি হত্যার ঘটনা। তদন্ত চলছে এবং দ্রুতই প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।' স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে যে, দোষীদের খুঁজে বের করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরে বিহারে খুন হন বিজেপি নেতা। ১৩ জুলাই বিহারে খুন হন বিজেপি নেতা সুরেন্দ্র কেওয়াত। স্থানীয় বিজেপির কিষাণ মোর্চার নেতা কাজ করছিলেন মাঠে। আচমকা কয়েকজন আততায়ী এসে একেবারে কাছ থেকে পরপর গুলি চালায় নেতাকে লক্ষ্য করে। তাদের প্রত্যেকের মুখ গামছায় ঢাকা ছিল। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানায়, অন্তত চারটি গুলি চালানো হয়েছে। সুরেন্দ্রকে উদ্ধার করে তৎক্ষণাৎ পাটনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।
এর আগে চার জুলাই, পাটানায় নিজের বাড়ির সামনেই খুন হন খেমকা। খেমকার মৃত্যুতে তোলপাড় হয় পাটনা। গান্ধী ময়দান থানার অন্তর্গত টুইন টাওয়ার এলাকার প্যানাশ হোটেলের সামনে ঘটে ব্যবসায়ী-নেতার খুনের ঘটনা। জানা গিয়েছে, সেদিন তিনি একটি বৈঠক সেরে ফিরছিলেন। সেই মুহূর্তে তাঁর উপর অতর্কিতে হামলা চালানো হয়। পুলিশ অনুমান করেছে ঘটনাটি সম্পূর্ণরূপে সুপরিকল্পিত। এমনকি একাধিক হামলাকারী এতে জড়িত ছিল। পুলিশ জানিয়েছে, হামলার আগে খেমকার গতিবিধি নজরে রাখতে 'স্পটার' ব্যবহার করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে কেউ তাঁকে অনুসরণ করছিল পুলিশের ধারণা৷ সুযোগ বুঝে অভিযুক্তদের তথ্য সরবরাহ করছিল।
যদিও ঘটনা এখানেই থেমে থাকেনি। ফের গভীর রাতে রামকৃষ্ণ নগর থানার অন্তর্গত জখরিয়াপুর এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, তিনি 'ত্রিশনা মার্ট' নামের একটি দোকানের মালিক ছিলেন। শুক্রবার রাত প্রায় ১১ টা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে কিছু অজ্ঞাত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে আচমকা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানায়, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে তারা। ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ স্থানীয় ব্যক্তিদের।
এই প্রসঙ্গে উল্লেখ্য, সর্বশেষ স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোর (SCRB) তথ্য অনুযায়ী, রাজ্যে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে প্রতি মাসে গড়ে ২২৯টি করে মোট ১,৩৭৬টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। যেখানে ২০২৪ সালে মোট ২,৭৮৬টি এবং ২০২৩ সালে সংখ্যাটি ছিল ২,৮৬৩। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) পরিসংখ্যান অনুযায়ী, আগ্নেয়াস্ত্র-সহ সহিংস অপরাধের ক্ষেত্রে বিহার ধারাবাহিকভাবে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে স্থান করে নিয়েছে। এনসিআরবি তথ্য অনুযায়ী, ২০১৭, ২০১৮, ২০২০ এবং ২০২২ সালে সহিংস অপরাধের হারে রাজ্যটি দ্বিতীয় স্থানে ছিল। SCRB তথ্য আরও দেখায় যে অস্ত্র আইনের মামলার ক্ষেত্রে পাটনা শীর্ষ স্থানে রয়েছে। যেখানে গড়ে বার্ষিক ৩২১.৭টি মামলা হয়। তারপরে রয়েছে বেগুসরাই (১৬৭.৭), মুজাফফরপুর (১৫৮.৩), নালন্দা (১১৭.৯) এবং বৈশালী (১১৭.৮)। অস্ত্র আইনের মামলা এবং সহিংস অপরাধের মধ্যে পারস্পরিক সম্পর্কে পাটনা আবারও তালিকার শীর্ষে রয়েছে। গড়ে বার্ষিক ৮২টি সহিংস ঘটনা ঘটে, তারপরে রয়েছে মোতিহারি (৪৯.৫৩), সরণ (৪৪.০৮), গয়া (৪৩.৫০), মুজাফফরপুর (৩৯.৯৩) এবং বৈশালী (৩৭.৯০)।
