বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

ক্যাম্পাস থেকে | পড়ুয়াদের জন্য প্রস্তুত করে দেওয়া হয় চার বছরের 'রোড ম্যাপ', নবাগতদের স্বাগত জানাতে এসআইটি-তে 'শুভারম্ভ ২০২৫'

রিয়া পাত্র | ০৩ আগস্ট ২০২৫ ১৪ : ১৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: নতুনদের স্বাগত জানানোর প্রয়াস বহুদিনের। যাঁরা নবাগত, যাঁরা পথ হাঁটবেন আর অনেকটা, তাঁদের সেই চলার পথ আরও একটু আলোকিত, সুন্দর করে তোলাই লক্ষ্য। টেকনো ইন্ডিয়া গ্রুপের শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত হয়েছে বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ‘শুভারম্ভ ২০২৫। কলেজের উদ্যোগে এই আয়োজন নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনের প্রথম ভাগে পথ দেখানোর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

১ অগাস্ট অর্থাৎ শুক্রবার অনুষ্ঠিত এই প্রোগ্রামে বিভাগ অনুযায়ী নির্ধারিত সময় ও স্থানে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানরা কলেজের শৃঙ্খলা, পাঠক্রমের কাঠামো, সিলেবাস সংক্রান্ত দিকনির্দেশনা, ল্যাব ও ইন্ডাস্ট্রি এক্সপোজার, উচ্চশিক্ষার সুযোগ এবং কেরিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের কাছে শুধু একজন শিক্ষক নন, বরং ভবিষ্যতের সম্ভাবনার পথপ্রদর্শক হয়ে ওঠেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রশ্ন করার আগ্রহ জাগাতে এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে উদারভাবে মতামত ও পরামর্শ প্রদান করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিকে যেমন কলেজ জীবনের নানান দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন একেবারে শুরুতেই, অন্যদিকে তেমনি ভবিষ্যতের পথচলার একটি সুস্পষ্ট রূপরেখাও পেয়ে যান।

আরও পড়ুন: এখনই তুমুল ঝড়-জল শুরু হবে তিন জেলায়, মুহুর্মুহু বাজ পড়বে কলকাতায়! বাইরে বেরনোর আগে দেখুন আবহাওয়ার

মোটের ওপর প্রাথমিক পর্যায়ে অসংখ্য নবাগত শিক্ষার্থীর অংশগ্রহণে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম উৎসাহ ও উৎসবের আবহে সম্পন্ন হয়েছে। ক্যাম্পাস, নিয়মনীতি, শিক্ষক-শিক্ষিকা এবং একাডেমিক পরিবেশ সম্পর্কে প্রত্যেককে অবগত করার মাধ্যমে ‘শুভারম্ভ’নবাগতদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, তা অনেক পথ পেরিয়ে যাওয়ার পরেও, থেকে যাবে স্মৃতিচারণায়। 

 

শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেশনাল স্টাডিজের প্রিন্সিপাল ইনচার্জ ডঃ অরুন্ধতী চক্রবর্তী বলেন, ‘এসআইটি-র পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও নবীন ছাত্র-ছাত্রীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘শুভারম্ভ ২০২৫। গতকাল, শুক্রবার থেকে এই বিশেষ কর্মসূচির শুভ সূচনা হয়েছে। বলা যেতে পারে, আগামী চার বছরের শিক্ষা-জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল ।‘ তিনি আরও বলেন, ‘১ অগাস্ট থেকে শুরু হওয়া এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আগামী ১৫ দিনে নবাগত ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে দিশা দেখানো হবে। শুধু একাডেমিক পাঠ্যক্রম নয়—যোগব্যায়াম, খেলাধুলা, ভবিষ্যতের উদ্যোক্তা হওয়ার পথ, কর্পোরেট জগতের অন্তর্জগৎ, তথ্যপ্রযুক্তি সংস্থা, বিনিয়োগ ক্ষেত্র এবং ব্যাঙ্কিং সেক্টরের মতো বাস্তবমুখী বিষয়গুলির সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন, যা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের পরিকল্পনায় দিশা দেখাবে। ‘

ডঃ চক্রবর্তী বলেন, ‘শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি বরাবরই ছাত্র-কেন্দ্রিক শিক্ষাদানের ওপর গুরুত্ব দিয়ে এসেছে। তাই মূল কোর্স শুরু হওয়ার আগে আমরা একটি ‘ব্রিজ কোর্স’ চালু করি। এই কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের পূর্বপ্রাপ্ত জ্ঞান কতটা বিষয়ভিত্তিক প্রস্তুত, তা যাচাই করা হয়। এর মাধ্যমে বিভিন্ন শিক্ষাগত পটভূমি থেকে আগত ছাত্রছাত্রীদের মধ্যে শিখণের যে বৈষম্য থাকে, তা দূর করা যায়।‘

তিনি এও জানান, ছাত্রছাত্রীদের চাহিদা ও পূর্বঅভিজ্ঞতা অনুসারে এসআইটি কর্তৃপক্ষ তাঁদের জন্য আগামী চার বছরের একটি সুপরিকল্পিত ‘রোড ম্যাপ’ প্রস্তুত করে দেয়, যাতে প্রতিটি শিক্ষার্থী নিজের লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে যেতে পারে।

 

পাশাপাশি, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রশাসক (Administrator) শ্রী তমাল গুহ বলেন, 'শুভারম্ভ ২০২৫’ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছাত্রছাত্রীদের মানসিক প্রস্তুতির জায়গা, যেখানে শিক্ষার্থীরা তাঁদের স্বপ্নের যাত্রা শুরু করে। কর্তৃপক্ষের বিশ্বাস, একটি শক্তিশালী ভিত্তি তৈরি করাই ভবিষ্যতের সফলতার চাবিকাঠি। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রছাত্রীকে কেবল একাডেমিকভাবে নয়, মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সকল নবাগত শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।'

এছাড়াও এদিন তিনি সমস্ত বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং প্রশাসনিক ও কারিগরি বিভাগে যুক্ত সকল স্তরের কর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, 'এত বড় একটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে সকলের মিলিত প্রয়াস, নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলেই। শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়ন এবং প্রতিটি ক্ষুদ্র বিষয়ে নজর দেওয়ার যে নিষ্ঠাবান প্রচেষ্টা এই অনুষ্ঠানে দেখা গিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।'


খেলা ঘুরল টিআরপি-র! প্রথম স্থান থেকে ফের ছিটকে গেল ‘পরীণিতা’, সেরার মুকুট কার মাথায়

পৃথিবীতে ফিরছে ডোডো পাখি, সফল হল এই যুগান্তকারী গবেষণা

দুবাইয়ে উঁচু ক্যাচ ধরতে হার্দিকদের আর সমস্যা হচ্ছে না, এই সমস্যার সমাধান হল কীভাবে জেনে নিন

মোদির জন্মদিনে স্বচ্ছতা অভিযানে ‘আবর্জনা ফেলে সাফাই’ করার নাটক, বিজেপি বিপাকে

এএফসি-২ খেলতে যাওয়ার আগে সমস্যায় মোহনবাগানের চার বিদেশি, গতবছরের ছবি এবারও

রাজনীতি এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না', দাবি পিসিবি প্রধানের

গরম জল না ঠান্ডা জল? কোনটিতে স্নান করলে উপকার বেশি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাত-ডালের দরকার নেই, গত ৩৩ বছর ধরে ইঞ্জিনের পোড়া তেল খেয়েই বেঁচে আছেন কর্ণাটকের এই ব্যক্তি!

জ্বর কমাতে কাজ করছে না প্যারাসিটামল? কোন পরামর্শ দিলেন চিকিৎসকরা

গোপনাঙ্গে তীব্র যন্ত্রণা, স্কুল থেকে ফিরেই কাতরাচ্ছিল ৪ বছরের খুদে ছাত্রী, হাসপাতালে যেতেই আসল ঘটনা ফাঁস

ব্যক্তিগত পরিসরে অসাধারণ, কিন্তু সবার সামনে কঠোর? ‘ইন্ট্রোভার্ট’ বা ‘এক্সট্রোভার্ট’ নন, আপনি ‘ওট্রোভার্ট’!

বাড়িতে ডেকে স্ত্রী'র সাথে জোর করে সঙ্গম! চরম মুহুর্তে যৌনাঙ্গে গোলমরিচ মাখিয়ে দিল স্বামী! গ্রেপ্তার 

টালবাহানার শেষে বলিউডে পা রাখছেন কাজল-কন্যা? তারকাসন্তানের হাত ধরেছেন সেই করণ জোহর?

আমিরশাহি ম্যাচ খেলা নিয়ে মুখ খুললেন পাক পেসার, ভারত ম্যাচের আগে যা বললেন শুনলে চমকে যাবেন

বনি-অনিলের মতো সফল হতে পারেননি! কোন সুন্দরী নায়িকার প্রেমে হাবুডুবু খেয়ে মন ভাঙে সঞ্জয়ের?

একসময়ের ‘শেষ ভরসা’ এখন সকলের ‘লাইফলাইন’, কীভাবে তৈরি হল এই পরিস্থিতি

প্রেমের টানেই সব শেষ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মার্কিন মহিলাকে খুন! টাকার লোভেই ৭৫ বছরের বৃদ্ধের কীর্তি ফাঁস

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর চেয়েও বেতন কম মোদির! অন্যান্য রাষ্ট্রপ্রধানদের আয় কত?

‘স্পিরিট’-এর পর এবার ‘কল্কি’-র সিক্যুয়েল, ফের প্রভাসের ছবি থেকে বাদ দীপিকা! হচ্ছেটা কী?

পাক ফিল্ডারের ছোড়া বলে আহত আম্পায়ার, আক্রম যা বললেন, তাতে তুমুল সমালোচিত প্রাক্তন অধিনায়ক

ব্রিটেনের ডিফেন্স একাডেমিতে ইজরায়েলি শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ, গাজা যুদ্ধকে কেন্দ্র করে নতুন সিদ্ধান্ত

ভোটমুখী বিহারে ফের বড় ঘোষণা নীতীশের, যুবসমাজের ভোট টানতে দিলেন এই টোপ 

মামার বাড়ি থেকে বেরিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, চন্দননগর থানায় মিসিং ডায়রি

খরচে লাগাম নেই সঙ্গীর? ঝগড়া নয়, সমাধান চাই! সম্পর্কের তাল না কেটেই বাড়তি খরচ কমাবেন কীভাবে?

সোশ্যাল মিডিয়া