আজকাল ওয়েবডেস্ক: ক্লুচেকস্কোয় আগ্নেয়গিরি এবার সকলের মনে ভয় ধরিয়েছে। বুধবার যে ভূমিকম্প তৈরি হয়েছিল সেখান থেকে এই ঘটনা একেবারে স্বাভাবিক ছিল। যেভাবে ৮.৮ রিখটার স্কেলে এর তীব্রতা ধরা পড়েছিল সেখান থেকে এই ঘটনা প্রায় স্বাভাবিক ছিল। রাশিয়ার কামচাটকা পেনিনসুলাতে এখনও জারি করা রয়েছে সুনামি সতর্কতা। গোটা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন প্রান্তে তাই এখনও তৈরি রয়েছে ভয়ের পরিবেশ।
১৯৫২ সালের পর রাশিয়াতে ঘটা এটি একটি ভয়ানক বিপর্যয়। সেখানে মাটির নিচের প্রায় কুড়ি কিলোমিটার গভীর থেকে এর কম্পন অনুভব করা হয়েছিল। তবে এবার যে আগ্নেয়গিরি জেগে উঠেছে তার জেরে গোটা এলাকার মানুষরা বাড়তি চাপে রয়েছেন। এই আগ্নেয়গিরি থেকে যে ছাই গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে সেখান থেকে একে সামলে রাখাই দায় হয়ে উঠেছে।
রাশিয়ার সেনার পক্ষ থেকে বলা হয়েছে এই আগ্নেয়গিরি থেকে যে হারে ছাই বের হয়ে আসছে সেখান থেকে এটি পরবর্তীকালে কোন নতুন বিপদ ডেকে নিয়ে আসবে তা নিয়ে তারা চিন্তায় রয়েছেন।
আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ে আকাশ ঢেকে গেছে, যা এরই মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) উচ্চতায় ছড়িয়ে পড়েছে। ক্লিউচেভস্কয় অঞ্চলের ওপর দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের রুট না থাকলেও আঞ্চলিক ফ্লাইটের জন্য রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।

রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেসের ভলকানোলজি ও সিসমোলজি ইনস্টিটিউট জানিয়েছে, আগ্নেয়গিরির মুখ প্রায় লাভায় পূর্ণ হয়ে গেছে। যে কোনও সময় লাভা গড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই জাপানের তরফে পূর্বাভাস, বারবার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। ঢেউ উঠতে পারে ৩ মিটার উচ্চতাতেও। উপকূলবর্তী এলাকা থেকে সমস্ত বাসিন্দাদের দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে। যতক্ষণ না সতর্কতা তুলে নেওয়া হবে, ততক্ষণ ওই সমস্ত এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খালি করা হয়েছে জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র। সুনামির সতর্কতা জারি করা হয়েছে চিনের একাংশেও। আশঙ্কা রয়েছে আমেরিকাতেও সুনামি আছড়ে পড়ার।
ভূমিকম্পের পর এক্স হ্যান্ডেলে সতর্কবার্তা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘প্রশান্ত মহাসাগরে সংঘটিত এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানও ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুন: প্ল্যাটফর্ম চলে গেল উল্টো দিকে, তারপর কী হল
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলীয় শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৮ বলে জানালেও পরে তা ৮.৮ বলে জানানো হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে।
যদি এই আগ্নেয়গিরি নিজের খেলা সঠিকভাবে দেখাতে শুরু করে তাহলে গোটা এলাকায় নেমে আসতে পারে বিরাট বিপর্যয়। সেখান থেকে দেখতে হলে এই এলাকা জুড়ে সমস্ত বাসিন্দাদের ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার কোন দিকে নতুন খেলা দেখায় এই আগ্নেয়গিরি সেটাই দেখার।
