আজকাল ওয়েবডেস্ক: ওভাল টেস্টের আগে পিচ কিউরেটরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন গৌতম গম্ভীর। যা নিয়ে গত ২৪ ঘণ্টা ধরে চর্চা চলছে। কিন্তু কেন লি ফোর্টিসের সঙ্গে ঝামেলায় জড়ান টিম ইন্ডিয়ার হেড কোচ? এর উত্তর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। শেষমেষ জানা গেল কারণ। জানা গিয়েছে, ভারতের সাপোর্ট স্টাফদের পিচ থেকে দূরে থাকতে বলা হয়। এর উত্তরে গম্ভীর বলেন, 'আমাদের কী করতে হবে, সেটা আপনি বলবেন না। আপনার কোনও অধিকার নেই। আপনি শুধুই একজন গ্রাউন্ডসম্যান। তার উত্তরে ফোর্টিস বলেন, 'আমাকে এটা রিপোর্ট করতে হবে।' এই ঘটনার আগে পর্যন্ত ভারতীয় দলের প্র্যাকটিস ঠিকঠাকই চলছিল। এই ঘটনায় অনুশীলনে কিছুটা ব্যাঘাত ঘটে। 

গত তিন বছর ধরে ইসিবির সেরা পিচ প্রস্তুতকারকের পুরস্কার পাওয়া সত্ত্বেও, তাঁর সঙ্গে কাজ করা সহজ নয়। ঘটনায় হস্তক্ষেপ করতে হয় ভারতের ব্যাটিং কোচকে। গম্ভীরকে দূরে সরিয়ে নিয়ে যান শীতাংশু কোটাক। সাংবাদিক সম্মেলনে জানালেন আদৌ কী ঘটেছিল। শীতাংশু কোটাক বলেন, 'আমরা যখন উইকেট দেখতে যাই, কোচরা ওখানে ছিল। একজন আমাদের কাছে এসে বলে, পিচ থেকে আড়াই মিটারের দূরত্ব বজায় রাখতে। যা আমাদের অবাক করে। একদিন পরই এখানে টেস্ট ম্যাচ। আমরা জগার্স পরে ছিলাম, স্পাইক নয়। তাই আমরা অবাক হই। আমি জীবনে এরকম দেখিনি। ভারতীয় প্লেয়াররা আমাকে বলে, ওনার সঙ্গে কাজ করা সহজ নয়। এবার বুঝলাম। পিচ নিয়ে সাবধানতা বজায় রাখা ভাল, তবে এই পর্যায় নয়।' 

বিষয়টি জানতে ভারতীয় মিডিয়া ওভালের পিচ কিউরেটরের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু বিশেষ কিছু খোলসা করতে চাননি তিনি। লি ফোর্টিস বলেন, 'চলতি সপ্তাহে বড় ম্যাচ আছে। তাই উনি বেশি সংবেদনশীল। সবাই দেখেছেন, এদিন সকালে কেমন ব্যবহার করলেন। আপনারা ওনাকে জিজ্ঞেস করুন।' টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের ধারণা, কথাবার্তার টোনের জন্য পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। শীতাংশু কোটাক বলেন, 'কিউরেটরদের বুঝতে হবে ওরা যাদের সঙ্গে কথা বলছে, তাঁরা দক্ষ এবং বুদ্ধিমান। মাঠে গেলে দেখতে পারবেন আউটফিল্ডে বোলারদের স্পাইকের কোনও দাগ নেই। মাঠের যাতে কোনও ক্ষতি না হয়, আমরা সেদিকে নজর রাখি। তাই ঔদ্ধত্য নিয়ে কথা বলা কখনওই উচিত নয়। এটা প্রাচীন কিছু না। ২০০ বছরের বস্তু নয়, যা ছুঁলেই ভেঙে পড়বে। আমরা রবারের বুট পরে ছিলাম। একদিন পরই রান আউট থেকে বাঁচতে এই পিচে ব্যাটাররা স্লাইড করবে। বোলার বল আটকানোর চেষ্টা করবে। উনি কী ভাবছিলেন আমরা জানি না।' 

সোমবার প্র্যাকটিস ছিল না ইংল্যান্ডের। হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম এবং ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি ক্যাজুয়াল জামাকাপড়ে পিচ দেখতে এসেছিল। কিন্তু তাঁদের কোনও নির্দেশ দেয়নি ওভালের গ্রাউন্ডস্টাফরা।‌ কিন্তু ভারতীয় কোচিং স্টাফের এক সদস্যের ওপর চিৎকার করে ওঠেন ফোর্টিস। তাতেই পরিস্থিতি বিগড়ে যায়। শীতাংশু কোটাক বলেন, 'আমাদের একজন সাপোর্ট স্টাফ যখন কুলিং বক্স নিয়ে যাচ্ছিল, ফোর্টিস রোলারের ওপর বসে ছিল। চিৎকার করে সাপোর্ট স্টাফকে বলেন, কুলিং বক্স না নিয়ে যেতে। বক্সের ওজন ১০ কেজি ছিল। সাবধানী হওয়া উচিত, তবে অতিরিক্ত নয়। তার উত্তরে গম্ভীর বলেন, এইভাবে সাপোর্ট স্টাফের সঙ্গে কথা বলো না। কারণ আমরা ওর অধীনে আছি। যেকোনো হেড কোচ হলেই এটা বলত। খুব স্বাভাবিক ঘটনা। তবে আমরা সবাই জানি ওনার সঙ্গে কাজ করা সহজ নয়।' এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি স্টেডিয়ামের মালিক সারে কাউন্টি দল। এই ঘটনাকে কেন্দ্র করে ইসিবির কাছে কোনও অভিযোগ দায়ের করছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।