আজকাল ওয়েবডেস্ক: ওভালে শেষ টেস্টে সম্ভবত খেলবেন না যশপ্রীত বুমরা। সূত্রের খবর অনুযায়ী সেটাই জানা যাচ্ছে। প্রথম চার টেস্টের মধ্যে তিনটেতে খেলেন তারকা পেসার। একমাত্র এজবাস্টনে বিশ্রাম দেওয়া হয়। সিরিজ শুরুর আগে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দেয়, পাঁচ টেস্টের মধ্যে তিনটে টেস্টে খেলবেন বুমরা। সাংবাদিক সম্মেলনে তার আগাম ঘোষণাও করেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর অনুযায়ী, তারকা পেসারের জায়গায় দলে ফিরবেন আকাশ দীপ। একটি সূত্র জানান, 'বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁদের সিদ্ধান্তের কথা বুমরাকে জানিয়ে দিয়েছে। তাঁর পিঠের চোটের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতের কথাও মাথায় রাখা হয়েছে।' 

ম্যাঞ্চেস্টার টেস্টের পর গম্ভীর জানিয়েছিলেন, বোলিং কম্বিনেশন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানান, বুমরা সহ বাকি বোলাররা খেলার মতো জায়গায় আছে। গম্ভীর বলেছিলেন, 'শেষ টেস্টে বোলিং কম্বিনেশন কী হবে সেই নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। যশপ্রীত বুমরার খেলা নিয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেই খেলুক, দেশের জন্য সেরাটা দেবে।' চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৩৩ ওভার বল করেন বুমরা। এর আগে এক ইনিংসে এত ওভার বল করেননি তারকা পেসার। ১০৩ রানে জোড়া উইকেট নেন। প্রথমবার টেস্ট ইনিংসে একশোর বেশি রান দেন। সিরিজে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করা শুরু করেন বুমরা। কিন্তু প্রত্যেক টেস্টে গতি কমতে থাকে। হেডিংলিতে ১৪০ এর বেশি গতিতে বলের সংখ্যা ছিল ৪২.৭ শতাংশ। লর্ডসে যা কমে হয় ২২.৩ শতাংশ। ওল্ড ট্র্যাফোর্ডে কমে ০.৫ শতাংশ। কার্যকারিতা কমলেও সিরিজে মহম্মদ সিরাজের সঙ্গে যৌথ উইকেট সংগ্রহকারী তিনি। দু'জনের উইকেট সংখ্যা ১৪। 

বৃহস্পতিবার থেকে ওভালে শুরু পঞ্চম তথা শেষ টেস্ট। তার প্রস্তুতিতে মগ্ন শুভমন গিলরা‌। শেষ টেস্টে দলে বেশ কয়েকটা পরিবর্তন হতে পারে। তারমধ্যে কয়েকটা ফোর্সড পরিবর্তন। চোটের জন্য ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তাঁর জায়গায় খেলবেন ধ্রুব জুরেল। এছাড়াও দলে কয়েকটা পরিবর্তন হতে পারে। প্রথম চার টেস্টে সুযোগ পাননি কুলদীপ যাদব। এবার অপেক্ষার অবসান হতে পারে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার খুব বেশি প্রভাব পড়বে না ম্যাচে। গোটা সিরিজে মাঝেমধ্যে বৃষ্টি হলেও তার প্রভাব টেস্টের ফলাফলে পড়েনি। ম্যাঞ্চেস্টারে যেভাবে হারের মুখ থেকে ফিরেছে টিম ইন্ডিয়া, মোমেন্টাম শুভমনদের দিকেই থাকবে। সিরিজে সমতা ফেরানোর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। মহম্মদ সিরাজ এবং আকাশ দীপের খেলা নিশ্চিত। তৃতীয় বোলার হিসেবে অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজের মধ্যে একজন খেলবে। প্রথম চার টেস্টে সুযোগ না পেলেও, ওভালে খেলার সম্ভাবনা রয়েছে কুলদীপ যাদবের।