আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকার সম্প্রতি ৯ ক্যারেট সোনার গহনার জন্য হলমার্কিং বিজ্ঞপ্তি জারি করেছে, যা গহনা শিল্পের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ২৪ ক্যারেট, ২৩ ক্যারেট, ২২ ক্যারেট, ২০ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ১৪ ক্যারেট সোনার জন্য হলমার্কিং নিয়ম চালু করেছিল।
 
 ৯ ক্যারেট হলমার্কিং স্ট্যান্ডার্ড হালকা ওজনের সোনার গহনার চাহিদা পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যেহেতু সোনার দাম অনেক গ্রাহককে সোনা কেনা থেকে দূরে সরিয়ে দিয়েছে। বর্তমানে  ৯ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৩৭,০০০, যা ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৭,৮২৮ এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ৩% জিএসটি সহ, ৯ ক্যারেট সোনার খুচরা মূল্য প্রতি ১০ গ্রামে প্রায় ৩৮,১১০।
 
 ৯ ক্যারেট সোনার জন্য হলমার্কিং চালু করা হয়েছে উৎসব এবং বিবাহের মরশুমের ঠিক আগে যা সোনা বিক্রির জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আগস্ট মাসে রাখি বন্ধন থেকে দীপাবলি এবং নভেম্বরে শুরু হওয়া শীতকালীন বিবাহের মরশুমে চাহিদা সাধারণত বৃদ্ধি পায়।

 
 ক্রেতাদের জন্য এবার বিরাট স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার ৯ ক্যারাট সোনাতে হলমার্ক এবার মঞ্জুর করেছে। এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ব্যুরো অফ দ্যা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএসকে। তাদেরকে দ্রুত হলমার্কযুক্ত ৯ ক্যারাট সোনা বাজারে বিক্রির জন্য বলা হয়েছে। এই নোটিফিকেশন জারি করেছে ক্রেতা সুরক্ষা মন্ত্রক। চলতি মাস থেকেই এটি চালু হয়ে যাবে।
 
 বিআইএসের পক্ষ থেকে বলা হয়েছে ৯ ক্যারাট সোনাতে দামের দিক থেকে অনেকটা কম থাকবে। সেখানে অন্য সোনার সঙ্গে তাল রেখে এই সোনাকে অতি দ্রুত বাজারে বিক্রির জন্য ছাড়া হবে। ভারতের সোনার দাম লাফিয়ে বা়ডছে। বর্তমানে ১০ গ্রাম সোনার দাম ৯৯ হাজার পার করেছে। এমসিএক্সের দিক থেকে আবার দেখতে হলে সেটা ১ লাখ ৪৮৪ টাকাতে গিয়ে ঠেকেচে। ফলে অনেকেই ইচ্ছা থাকলেও সোনা কিনতে পারছেন না। সেখানে এই ৯ গ্রাম সোনা যদি বাজারে আসে তাহলে তার ১০ গ্রামের দাম হবে ৩৮ হাজার ১১৯ টাকা। এরপর জিএসটি তো থাকবেই। ফলে এটাই কেন্দ্রীয় সরকারের প্রধান টার্গেট।

 
 এরফলে যেটা হবে সেদিক থেকে দেখতে হলে সাধারণের কাছে সোনা কেনা অতি সহজ হবে। ফলে তাদের মুখে চওড়া হাসি থাকবে। যারা কম সোনা কিনতে চান তাদের কাছে এটি একটি বিরাট অপশন। সেখানে ক্রেতাদের আত্মবিশ্বাস ফিরবে। সোনার দাম উৎসবের সিজনে কমে গেলে তার বিক্রি বাড়বে। ফলে সেখানে সোনা শিল্পের বিকাশ হবে। গ্রামীণ ভারতে যেখানে সোনা কেনা সহজ নয়, সেখানে সোনার বিক্রি বাড়লে দেশের অর্থনীতি উন্নত হবে।
আরও পড়ুন: মহাকাশে সন্তান প্রসব! কী ভাবছেন বিজ্ঞানীরা
 
 বর্তমানে বিআইএসের হলমার্ক ছিল ২৪ ক্যারাট, ২৩ ক্যারাট, ২২ ক্যারাট, ২০ ক্যারাট, ১৮ ক্যারাট এবং ১৪ কেজি সোনাতে। তবে এবার সেই তালিকায় যুক্ত হল ৯ ক্যারাটের দাম। 
