আর তো নয় বেশি দিন, মিলব এবার দু'জনে.. 'মিলন তিথি'র সেই জনপ্রিয় গান যেন আজ টলিউডের এই 'লাভ বার্ডস'দের জন্যই। আর লুকিয়ে প্রেম নয়, সরাসরি নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আনলেন সোনামণি সাহা ও প্রতীক সেন। তবে কি খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন এই জুটি? অনেকেই ভাবতে শুরু করেছেন তেমন কথা। তবে এই জুটির মধ্যে শুধুই যে প্রেম এমনটা নয়, অনেক বিরহ-বেদনা, মান-অভিমানের পালা পেরিয়ে অবশেষে একসঙ্গে অনুরাগীদের প্রিয় 'সোনাতিক' জুটি।
প্রতীক এবং সোনামণি দু'জনেই এখন ভিন্ন ধারাবাহিকে ব্যস্ত। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসায় প্রতীক অভিনীত 'উড়ান'। এখন জি বাংলার 'দাদামণি' হয়ে ফিরেছেন তিনি। অন্যদিকে চলছে সোনামনির 'শুভ বিবাহ'। 'মোহর' ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে দু'জনকে আর একসঙ্গে সেভাবে দেখা যায়নি। দূরত্ব বেড়েছিল দু'জনের মধ্যেই। এমনকি অনুরাগীরাও জানতেন তাঁদের আর কথা হয়না। যদিও এই দূরত্বের কারণ কেউ জানতেন না।
আরও পড়ুন: নতুন করে জুটি বাঁধছেন সব্যসাচী চৌধুরী! টলিপাড়ার কোন নায়িকার সঙ্গে 'গোপনে' নতুন শুরু করলেন?
তবে স্টার জলসার এক বিশেষ অনুষ্ঠানে আবার বহুদিন বাদে একসঙ্গে দেখা যায় প্রতীক-সোনামণিকে। শুধু তাই নয় অনুষ্ঠানে দু'জনে ভিন্ন জায়গায় বসলেও একে অপরের কাছে এসে কথা বলেন তাঁরা। আবার একসঙ্গে দেখা যায় 'মোহর' জুটিকে। একে অপরকে নিয়ে মজাও করতে থাকেন তাঁরা। সেদিনই কি তবে প্রথম নিজেদের মধ্যে দূরত্ব মুছেছিলেন সোনামণি ও প্রতীক? তা যদিও জানা যায়নি।
অবশ্য এরপর থেকেই একসঙ্গে দেখা যেতে শুরু করে এই জুটিকে। ধারাবাহিক চলাকালীন তাঁরা কাছাকাছি এলেও কখনও এই বিষয়ে মুখ খোলেননি, আলাদা করে বুঝতেও দেননি কিছু। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে কাটানো দারুন সব মুহূর্তের ছবি ভাগ করে নেন দু'জনেই। শোনা যাচ্ছে প্রায়ই একসঙ্গে সময় কাটান তাঁরা, এমনকি সোনামণির জন্মদিনে অভিনেত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন প্রতীক। দিয়েছিলেন বিশেষ উপহারও। আগে তাঁদের মধ্যে সম্পর্ক থাকলেও কখনওই ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে আনেননি প্রতীক বা সোনামণি।

এমনকি নিজেকে প্রেমের কথা স্বীকারও করতেন না। তবে এখন তাদের পোস্টে স্পষ্ট, সব দূরত্ব মিটিয়ে খুল্লাম খুল্লা প্রেম করছেন দু'জনে। দু'জনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে সোনামণি লিখেছেন, ' তুমসা হামসা'। তাঁদের প্রেম এইভাবে প্রকাশ্যে আনায় অনেকেই ভাবতে শুরু করেছেন এবার কি তাহলে জীবনে নতুন অধ্যায় শুরুর কথা ভাবছেন এই জুটি? সমাজমাধ্যমে নানা পোস্ট করলেও সরাসরি এই বিষয়ে কোনও কথা বলেননি সোনামণি ও প্রতীক।
 
 তারকাদের মধ্যে প্রেম বিয়ে ও বিচ্ছেদের কথা এখন প্রায়ই শোনা যায়। বর্তমানে বিয়ে ভাঙছে একাধিক তারকাদের। তবে বিচ্ছেদের পর আবার কাছাকাছি এসেছেন এমন তারকাও আছেন। টলিউড ও বলিউডে তার উদাহরণ একাধিক। প্রতীক ও সোনামণির ক্ষেত্রে বোধহয় তেমনটাই। আগের থেকে এখন অনেকটা কাছাকাছি এই দুই তারকা। নিজের অতীত কখনওই লুকিয়ে রাখেননি সোনামণি, অল্প বয়সে বিয়ে এবং বিচ্ছেদ - সেই খারাপ অতীত নিয়ে কথা বলতে না চাইলেও সকলেই জানেন এই কথা। তবে মনের মানুষের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করুক সোনামণি, অনুরাগীরা চান তাই। সেই সুখবরের অপেক্ষায় এখন রয়েছেন প্রতীক-সোনামণির অনুরাগীরা।
