ছোটপর্দায় জনপ্রিয় মুখ সব্যসাচী চৌধুরী। ছোটপর্দা থেকে এবার তিনি বড়পর্দায় পা রাখতে চলেছেন। এই খবর এখন সবাই জানে। বড়পর্দায় তাঁকে 'সাধক বামাক্ষ্যাপা' চরিত্রে দেখা যাবে। এরই মাঝে একদম অন্য রকম এক চরিত্রে দর্শক সব্যসাচীকে দেখতে পাবেন নতুন এক ছবিতে। ছবির নাম 'দর্শক'। এটি একটি ছোট ছবি। পরিচালনায় অলোক দে। ছবিতে সব্যসাচীর বিপরীতে অভিনয় করছেন পূজা সরকার। 

 

 

 

 

পূজা এর আগে 'খাকি দ্য বেঙ্গল', 'চেঙ্গিস', 'ফেলুবক্সী' এবং আরও ছবিতে অভিনয় করেছেন। তবে 'দর্শক'-এর এই জুটি নতুন নয়। সব্যসাচী এবং পূজা এর আগে 'ভাগাড়' নামে এক ওয়েব সিরিজে জুটি হিসেবে কাজ করেছেন। নিজের চরিত্র নিয়ে সব্যসাচী বলেন, "ছোট ছবিতে অভিনয় করার সুযোগ তো খুব বেশি হয় না, তাই এই সুযোগ পেয়ে বেশ ভালই লাগছে। তারপর যখন চরিত্রটা শুনলাম, চিত্রনাট্য পড়লাম, কাজ করার ইচ্ছেটা বেড়ে গেল। পূজার সঙ্গেও অনেক দিন পর আবার জুটি বেঁধে কাজ করছি। টিমের অনেককেই আগে থেকে আমি চিনতাম। চেনাশুনা লোকদের সঙ্গে কাজ করতে বরাবর ভালই লাগে।"

 

 

'দর্শক' মূলত সম্পর্কের গল্প বলে।  কোভিডের পরেপরেই ভেঙে যায় এক নাটকের দল৷ শুরু হয় নাটক অন্ত প্রাণ এক শিল্পীর সংকট। সামাল দেওয়ার জন্য স্ত্রীর চাকরি কি যথেষ্ট নয়? তাদের দাম্পত্যে কি তৈরি হয় দূরত্ব? সব্যসাচী এখানে একজন নাট্যকার এবং অভিনেতার চরিত্রে অভিনয় করছেন। ওঁর স্ত্রীর ভূমিকায় পূজা সরকার। ছবিতে সব্যসাচী নাটক এবং অভিনয়কেই প্রাধান্য দিয়ে এসেছে চিরকাল। স্ত্রী সংসার সামলেছে বরাবর। কিন্তু হঠাৎই সব্যসাচীর মনে হয় তারও সংসারের কিছুটা ভার নেওয়া উচিৎ। সে গোপনে একটা কাজ জোগাড় করে। 

 

 

 

 

কিন্তু স্ত্রী এই বিষয়ে বিন্দু-বিসর্গ কিছুই জানে না। হঠাৎই এই গোপন কাজের কথা জানতে পারে পূজা। শুরু হয় অশান্তি। কী এমন কাজ করে সব্যসাচী? কেনই বা এই দাম্পত্য কলহ? মানস সরকারের গল্প নিয়ে এই ছবি বানিয়েছেন পরিচালক। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সাগর শীল। আবহে দেবজিৎ রায়। 'দর্শক' মুক্তি পাচ্ছে ৩০ জুলাই 'রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল'-এ। 

 

 

 

 

প্রসঙ্গত, ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় 'বামাক্ষ্যাপা' রূপে ধরা দিতে চলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ছোটপর্দায় এই চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন সব্যসাচী। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই 'সাধক বামাক্ষ্যাপা' হয়ে ফিরছেন তিনি। ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল। 

 

আরও পড়ুন:আপত্তিকর ভাইরাল ভিডিও’ নিয়ে এই প্রথমবার মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য! ফাঁস করলেন নেপথ্যে রয়েছে কারা

 

 

এর আগে একাধিক সাক্ষাত্‍কারে সব্যসাচী বলেছেন, যখনই তিনি সাধক বামাক্ষ্যাপার লাল বসন পরেন, তখনই যেন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করেন। ২০২২ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার সময় সেই লাল বসন ও ত্রিশূল সঙ্গে করে নিয়ে এসেছিলেন সব্যসাচী। এবার সেই বসনেই ফিরছেন অভিনেতা। 'বামাক্ষ্যাপা'র পর 'রামপ্রসাদ'-এর চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবুও 'বামাক্ষ্যাপা' রূপেই ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। ছোটপর্দায় 'মা তারা'র চরিত্রে অভিনয় করেছিলেন নবনীতা দাস। এবার বড়পর্দায় এই চরিত্রে কে থাকছেন, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।