মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | অটোইমিউন ডিজিজ - 'লিউপাস' : গ্রাম বাংলার স্কুল শিক্ষিকার জীবনের যুদ্ধ জয়ের উপাখ্যান! শ্রেয়সী হয়ে উঠল জয়ী

Gopal Saha | | Editor: Sourav Goswami ২৬ জুলাই ২০২৫ ১৮ : ১৩Sourav Goswami

গোপাল সাহা: গ্রাম বাংলার শিক্ষিকার জীবন যুদ্ধের উপাখ্যান, ধন্বন্তরি চিকিৎসকের ছোঁয়ায় ফিরলো প্রাণ! বর্ধমানের এক গ্রামের শিক্ষিকা নাম শ্রেয়সী চ্যাটার্জি, সুস্থ জীবনে তার হঠাৎই নেমে আসে কালো মেঘের ছায়া, বলাবাহুল্য এক দুরারোগ্য ব্যাধির কালো হাতছানি ঘিরে ধরে তার জীবনে। যে রোগের নাম শুনলেই যেন আমাদের জীবনে আতঙ্ক ছড়িয়ে পরে, যে রোগের নাম কদাচিৎ শোনা যায়, আর যার জীবনে আসে তছনছ করে দেয় তার জীবন ও পরিবারকে আর্থিক মানসিক ও শারীরিক সমস্ত দিক থেকে। নাম 'লিউপাস' (SLE)। 

উল্লেখ্য, অটোইমিউন ডিজিজ (Autoimmune disease) এর মধ্যে অর্থাৎ আওতায় একাধিক রোগের নাম উল্লেখ করা যেতে পারে যেমন - ভিটিলিগো বা শ্বেতী, অ্যাজমা, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, SLE অর্থাৎ লিউপাস। আর এই অটো ইউনিয়ন ডিজিজের একটি ভয়ংকর রোগ লিউপাস এ আক্রান্ত হওয়ার কারণে শ্রেয়সীর জীবনেও নেমে আসে এক কালো ছায়া, রোগভোগের কারণে জীবন যুদ্ধে লড়াই করতে গিয়ে  হারাতে হয় তার বেসরকারি স্কুল শিক্ষিকার চাকরিটিও। তবে চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে সুস্থ জীবনের ফিরতে পেরেছেন শ্রেয়সী পরিবারের সঙ্গে।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে বেশ কিছু সিমটম বা উপসর্গ লক্ষ্য করে তার শরীরে, সে নিয়েই চলছিল তার শিক্ষকতার জীবন। এরপর উপসর্গ এবং অসুস্থতা বাড়ার সাথে সাথে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ এবং চিকিৎসার আওতায় থেকে বহু প্রচেষ্টার পর অবশেষে ডিসেম্বরে অর্থাৎ প্রায় নয় মাস বাদে এই রোগের নির্ধারণ করা যায় এবং শুরু হয় তার চিকিৎসা। কিন্তু চিকিৎসা চলাকালীন শরীর অসুস্থতার কারণে হারাতে হয় তার স্কুল শিক্ষিকার চাকরিটি। তবে চাকরি হারালেও ধন্বন্তরি চিকিৎসকের চিকিৎসার কারণে শ্রেয়সী হন জয়ী। অবশেষে প্রায় তিন বছর চিকিৎসার পর ২০২৫ এ তার সুস্থ জীবনে ফিরে আসা। তবে চিকিৎসা বিজ্ঞানের মতে এখনো তার চিকিৎসা চলবে বলেই জানিয়েছেন চিকিৎসক এবং শ্রেয়সী নিজেও।

এই রোগের কারণে উপসর্গ তেমন গভীরভাবে অথবা জোরালো কোনো উপসর্গ লক্ষণীয় নয়। তবে এই রোগে আক্রান্ত হলে যেটা সাধারণত লক্ষ্য করা যায় যেমন - চোখের জল শুকিয়ে যাওয়া, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হওয়া, শরীরে বিভিন্ন রকম অস্বস্তি অনুভব, জ্বর হওয়া, পেটে জল জমে যাওয়া, বিভিন্ন অর্গান আক্রান্ত হয়ে পরা, ধার ও মাথায় ব্যথা হওয়া, অত্যাধিক পরিমাণে দুর্বল অনুভব করা, এই ধরনের কিছু উপসর্গ লক্ষ্য করা যায় এমনটাই বলছেন চিকিৎসক বিশেষজ্ঞরা। 

বলা বাহুল্য, এ ধরনের কিছু উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল বর্ধমান নিবাসী তৎকালীন স্কুল শিক্ষিকা শ্রেয়সী র শরীরে। আর তারপরেই এ রোগের মূল উৎস খুঁজে পেতে বলা যায় চিকিৎসকদের মাথার ঘাম পায়ে পরে, নাভিশ্বাস উঠে গিয়েছিল। শ্রেয়সী জানিয়েছেন, বহু হাসপাতাল ও চিকিৎসকদের পরামর্শ নিতে রাজ্য সহ রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরেও প্রথমদিকে থৈ পাচ্ছিলেন না এই রোগে আক্রান্ত শ্রেয়সী ও তার পরিবার এবং চিকিৎসকরা। রাজ্য তথা দেশে রিউমাটোলজিস্ট প্রখ্যাত চিকিৎসক একাধিক রয়েছেন, যাদের মধ্যে একজন কলকাতার প্রখ্যাত চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়। যার সান্নিধ্য অর্থাৎ প্রখ্যাত রিমোটলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সান্নিধ্য পেয়ে এই রোগকে জয়লাভ করেন শ্রেয়সী।

আরও পড়ুন: ফের দুষ্কৃতীদের নিশানায় ডি বাপি বিরিয়ানি:  মালিককে ২০ লক্ষ টাকার তোলা চেয়ে হুমকি, আতঙ্কে পরিবার

 

দেখে নেওয়া যাক এ ধরনের রোগের বিস্তারিত বিবরণ চিকিৎসক বিশেষজ্ঞদের মতে : 

লিউপাস (lupus), বিশেষ করে সিস্টেমিক লিউপাস এরিথেমাটোসাস (SLE), একটি দীর্ঘমেয়াদী অটোইমিউন রোগ, যেখানে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজেরই টিস্যু ও অঙ্গ-প্রত্যঙ্গ আক্রমণ করে। এর ফলে শরীরের বিভিন্ন অংশে প্রদাহ এবং ক্ষতি হতে পারে, যেমন ত্বক, অস্থি-সন্ধি (জয়েন্ট), কিডনি, মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ।

লিউপাস সম্পর্কে মূল বিষয়গুলো:

১. অটোইমিউন প্রকৃতি:
রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত যেভাবে সংক্রমণ মোকাবিলা করে, লিউপাসে সেটি ভুলভাবে শরীরের সুস্থ কোষ ও টিস্যুকে আক্রমণ করে।

২. দীর্ঘস্থায়ী রোগ:
এটি একটি দীর্ঘমেয়াদি রোগ, যার এখনও কোনো সম্পূর্ণ নিরাময় নেই, তবে উপসর্গগুলি ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। পূর্বে শুধু স্টেরয়েড ওষুধের দ্বারাই চিকিৎসা হতো। তবে বর্তমানে আধুনিক চিকিৎসায় স্টেরয়েড হীন ওষুধের দ্বারাই চিকিৎসা সম্ভব।

৩. বিস্তৃত উপসর্গ:
লিউপাস শরীরের বিভিন্ন সিস্টেমে প্রভাব ফেলে, তাই এর উপসর্গের ধরণও খুব বৈচিত্র্যময় হতে পারে।

* সাধারণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে:

* জয়েন্টে ব্যথা ও ফোলা

* অতিরিক্ত ক্লান্তিভাব

* ত্বকে র‍্যাশ (মুখে প্রজাপতি-আকৃতির র‍্যাশ হতে পারে)

* জ্বর

* সূর্যালোকের প্রতি সংবেদনশীলতা

৪. সম্ভাব্য জটিলতা:
লুপাসের কারণে গুরুতর সমস্যাও হতে পারে, যেমন:

* কিডনির ক্ষতি (লুপাস নেফ্রাইটিস)

* স্নায়ুতন্ত্রের সমস্যা

* হৃদ্‌যন্ত্র ও রক্তনালীর রোগ

৫. নির্ণয়:
উপসর্গগুলো অনেক সময় অন্যান্য রোগের সঙ্গে মিলে যাওয়ায় লিউপাস নির্ণয় করা কঠিন হতে পারে।

চিকিৎসার মূল লক্ষ্য হলো উপসর্গ নিয়ন্ত্রণে রাখা ও অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি প্রতিরোধ করা। সাধারণত প্রতিরোধ ব্যবস্থাকে দমনকারী ও প্রদাহ কমানোর ওষুধ ব্যবহৃত হয়।

৬. ঝুঁকির কারণ:
এর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে জেনেটিক (বংশগত) প্রবণতা, পরিবেশগত উপাদান এবং হরমোনজনিত পরিবর্তন—এই তিনটি বিষয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে বিবেচনা করা হয়।

এ রোগে আক্রান্ত বা যুদ্ধ জয়ী শ্রেয়সী কর আমাদের সংবাদ হয়ে মুখোমুখি হয়ে বলেন, "আমি ভাবতেই পারিনি আমার এই ধরনের রোগে আক্রান্ত হতে হবে এবং প্রথমে বুঝতে পারিনি আমার যে কোন রোগ হয়েছে বলে সেভাবে কোন উপসর্গ আমি অনুভব করিনি। তবে চোখের জল শুকিয়ে যাওয়া বা জ্বর হওয়া, মাথা ঘাড় যন্ত্রণা, পেটে জল জমা, এ ধরনের উপসর্গ কিছু লক্ষ্য করেছিলাম বা চিকিৎসকরা লক্ষ্য করেছিল। আমি জীবনে বেঁচে ফেরার আসাটাই ছেড়ে দিয়েছিলাম, কারণ বহু চিকিৎসকদের সান্নিধ্যে আসা এবং তাদের চিকিৎসা করতে গিয়ে তারাও প্রচন্ড চিন্তায় পরে গিয়েছিলেন আমার সমস্যাগুলো দেখে"। 

শ্রেয়সী তার রোগ সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আরও বলেন, "রাজ্য ও রাজ্যের বাইরে চিকিৎসকরা নানাভাবে চেষ্টা করেছেন আমার এই রোগ কে নিরাময় করতে। অবশেষে ভগবানের মত ধন্বন্তরি চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায় আমার এই রোগ নিরাময় করেন। আজ তিনি না থাকলে হয়তো আমি আমার জীবনের মূল স্রোতে বা পরিবারের কাছে ফিরে আসতে পারতাম না। আমার অশেষ সৌভাগ্য যে আমি চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়ের চিকিৎসা পেয়েছি। বর্তমানে আমি সুস্থ রয়েছি এবং আর কিছুদিনের মধ্যেই আশা করব আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবো। সবটাই হয়েছে চিকিৎসক অর্ঘ চট্টোপাধ্যায়ের জন্য। বর্তমানে আমাকে স্টেরয়েড মেডিসিন নিতে হয় না, স্টেরয়েড হীন ওষুধের দ্বারাই আমার চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছি।"

আমাদের সংবাদমাধ্যমের পক্ষ থেকে সরাসরি কথা বলেছিলেন চিকিৎসক (রিউমেটোলজিস্ট) অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি বলেন, "এ রোগের প্রথমে উপসর্গ চোখের জল শুকিয়ে যাওয়া, চোখ মুখ শুকিয়ে যাওয়া, হাই ফিভার হওয়া, অতিরিক্ত ক্লান্তি ভাব সহ বিভিন্ন ধরনের উপসর্গ যা সাধারনত মানুষ লক্ষ্য করেনা। আমি বলব এই ধরনের সিমটম হলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা এবং ঠিকমতো চিকিৎসা করানো। কোন অবস্থাতেই গাফিলতি না করা। এ ধরনের রোগের মূল কারণ শরীরের প্রতিরোধ ক্ষমতা শরীরের অন্দরেই নিজের অর্গান কে বা কোষগুলোকে ভুলবশত আক্রমণ বা আক্রান্ত করে বসে। ফলে এ ধরনের রোগের উৎপত্তি হয়। পূর্বে এই রোগের চিকিৎসা একমাত্র স্টেরয়েড ট্রিটমেন্ট বা চিকিৎসা ছিল। পূর্বে এই রোগের চিকিৎসা ঠিকমত না করা গেলেও বর্তমানে এ ধরনের রোগের চিকিৎসায় শুধু স্টেরয়েড নয় আধুনিক অনেক ওষুধ এসেছে যা সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব এবং সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব, যদি ঠিকমত রোগ নির্ধারণ করা যায় শুরুতেই।"


নানান খবর

অফিস টাইমে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

চিকিৎসার পাশাপাশি সমাজের মানবতার আলোর দিশারী কিংবদন্তি ‘গরিবের ডাক্তার’ যোগেন সরকার

আগামী ২০ বছরে খোলনলচে বদলে যাবে ভারতীয় সেনার, কলকাতায় এসে নয়া পরিকল্পনার ঘোষণা করলেন মোদি

যাদবপুরের ছাত্রী-মৃত্যুর ঘটনায় নয়া মোড়, অভিযোগ দায়ের পরিবারের! 

বিদ্যুৎবিভ্রাট নাকি অন্য কিছু? সপ্তাহের প্রথম দিনেই থমকে গেল মেট্রো চলাচল, ব্যাপক ভোগান্তি যাত্রীদের

কলকাতায় মেট্রোতে বাড়ছে নিরাপত্তা, দক্ষিণেশ্বরের ঘটনার পর ৮০০ অতিরিক্ত কর্মী নিয়োগের পরিকল্পনা

এসএসসি দিলেন বহিস্কৃত তৃণমূল নেত্রী রাজন্যা হালদার

আরও উন্নত বিধ্বংসী যুদ্ধজাহাজ অ্যান্ড্রোথ পেল ভারতীয় নৌসেনা, হস্তান্তর করল কলকাতা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স

আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদহে, খুন না কি আত্মহত্যা? প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

গল্ফগ্রিনে চরম চাঞ্চল্য, বাড়ি থেকেই উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, আটক জামাই

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের পিছনে ছিল না কোনও প্রণয়ঘটিত বিষয়, অভিযুক্তকে জেরা করে আসল কারণ জানতে পারল পুলিশ

প্রস্রাবের শহর: লজ্জা! অভিনব সমাধানে নতুন পদক্ষেপ, রেকর্ড নথিভূক্ত হবে আধার কার্ডে!

মেট্রো স্টেশনে সহপাঠীকে খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা, হাওড়া স্টেশন থেকে ধরা পড়ল অভিযুক্ত

খাস কলকাতায় হাড়হিম কাণ্ড! মদ্যপানে প্রতিবাদ করায় যুবকের চরম পরিণতি, তদন্তে কলকাতা পুলিশ

মায়ানমারের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কো কো উ'র পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তর সফর

নভেম্বরে মেট্রোর কাজের জন্য দু’‌ধাপে ট্রাফিক ব্লক নেওয়া হবে চিংড়িঘাটায়, যানজট সামলানোর জন্য শনিবার মহড়া সেরে নেওয়ার পরিকল্পনা

আসছে পুজো, মেট্রোয় পকেটমার ও মোবাইল চোরদের দৌরাত্ম রুখতে কী পদক্ষেপ নেওয়া হল জেনে নিন এখনই 

হ্যান্ডশেক বিতর্কে অবশেষে মুখ খুলল বিসিসিআই, কী বলল জানেন?‌

প্রাক্তন স্বামীর সঙ্গে বিদেশে রাত কাটালেন ছোটপর্দার এই নায়িকা! ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের কি কাছাকাছি এলেন 'হট কপল'?

আদৌ ‘আউটসাইডার’দের সুযোগ দেয় বলিউড? বিস্ফোরক প্রিয়াঙ্কা! কোন ধরনের ছবি জাহ্নবীর ইচ্ছের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে?

পাকিস্তানের দাবি মানবে না, ম্যাচ রেফারি পাইক্রফ্টকে সরাবে না আইসিসি

মোবাইলে ছবি-ভিডিও, আপত্তি করায় প্রেমিকের সামনেই ঝাউবনে গণধর্ষণ কলেজ ছাত্রীকে! পরপর ঘটনায় পুরীর নারী-নিরাপত্তা নিয়ে প্রশ্ন

‘ম্যাঞ্চেস্টার ডার্বিও এর থেকে ভাল’, পাকিস্তানকে আমলই দিলেন না মহারাজ, বললেন, ‘ওরা ধারেকাছেও নেই’

সলমন খানের সঙ্গে কোন বিষয়ে বাবা রামদেবের ভীষণ মিল? ফারহা খানের জবাবে সায় খোদ যোগগুরুর!

'স্কুলে এমন ডিজাইনার ব্যাগ নিয়ে যেতাম, কেউ ব্র্যান্ডের নামই উচ্চারণ করতে পারত না,' বিলাসিতা নিয়ে অকপট আমিশা প্যাটেল 

তবে কি সমাধানসূত্র বেরোবে? বাণিজ্যে চুক্তি নিয়ে দিল্লিতে আলোচনায় বসতে চলেছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র

শনি-বুধের প্রতিযুতি রাজযোগে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! তিন রাশির ভাগ্যে বিরাট বদল, পুজোর আগে কোটিপতি হওয়ার সুযোগ

ভয়াবহ পথ দুর্ঘটনা, জলাশয়ে গাড়ি পড়ে ৪জনের মৃত্যু, বরাত জোরে প্রাণে বাঁচলেন একমাত্র মহিলা যাত্রী

ব্যাপক চাহিদা সত্ত্বেও নেই যোগান, রান্নাপুজো-বিশ্বকর্মা পুজোয় মায়ানমার এবং গুজরাটের ইলিশেই ভরসা বাঙালির

মাঝরাতে আচমকাই মেঘভাঙা বৃষ্টি, দেরাদুনে ভেসে গেল বাড়িঘর-দোকানপাট, নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি

কাজ পাওয়ার জন্য তাঁকে ফোন করেন শাহরুখ? একমাত্র কোন কারণে আলিয়াকে শ্রদ্ধা করেন তিনি? অকপট অনুরাগ কাশ্যপ!

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বিশ্বকর্মা পুজোয় ভাসবে বাংলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট কী বলছে?

বড় স্বস্তি, শেষ মুহূর্তে বাড়ল আয়কর রিটার্ন জমার সময়সীমা, হাতে আর কতদিন? জানুন এখনই

খেলার মাঠ থেকে এবার ফ্যাশনের ব়্যাম্পে!বাঙালিয়ানাকে দেশে-বিদেশে পৌঁছে দিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন ইনিংস 

১ টাকায় ১০৫০ একর জমি আদানি গোষ্ঠীকে? বিহারে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

আচমকা হার্ট অ্যাটাকের আগে জানান দেয় জিভ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন হৃদরোগের ঝুঁকি?

পুজোর আগে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা

ভারতীয় স্বামী চাই! প্রকাশ্যে প্ল্যাকার্ড হাতে তরুণীর চাঞ্চল্যকর দাবি, নেটিজেনরা বলছেন, "এই স্বপ্নের জন্য শাহরুখ খান দায়ী"

মাত্র ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে আছেন অমিতাভ, সঙ্গে যক্ষ্মার লড়াই! সুস্থ থাকতে কোন নিয়ম মেনে ৮২-তে ক্লান্তিহীন বিগ বি?

বাগান সমর্থকদের নিয়ে ভাবছেন না, পাল্টা হুঙ্কার তুর্কমেনিস্তানের ক্লাবের কোচের

সারা দেহে ৪০ হাজার মৌমাছি বসে আছে, অথচ হুল ফোটাচ্ছে না! মধুকরদের 'বশ' করে বিশ্বকে চমকে দিলেন রাজেন্দ্র

সোশ্যাল মিডিয়া