আজকাল ওয়েবডেস্ক: দাঁত ব্রাশ করা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঘুম থেকে উঠেই এই কাজটি ছাড়া আমরা আমাদের দিন শুরু করার কথা কল্পনাও করতে পারি না। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আপনার প্রিয় টুথপেস্টে প্রাণীজ উপাদান আছে না কি ভেষজ উপাদান দিয়ে তৈরি তৈরি? মজার বিষয় হল, অন্যান্য ব্যবহৃত পণ্যের মতো উপাদানের উপর নির্ভর করে একটি টুথপেস্ট নিরামিষ বা আমিষ হতে পারে। আপনার প্রিয় টুথপেস্ট নিরামিষ না কি আমিষ?

সহজ ভাষায় বলতে গেলে, পশুপাখি থেকে প্রাপ্ত উপাদান দিয়ে তৈরি টুথপেস্ট একটি আমিষজাত পণ্য এবং হিন্দুধর্ম এবং ইসলাম-সহ কিছু ধর্মের লোকেদের জন্য, বিশেষ করে ভারতে, আপত্তিকর হতে পারে। বেশ কয়েকটি বিদেশী ব্র্যান্ড তাদের টুথপেস্টে পশুপাখির উপাদান ব্যবহার করেছে।

তবে, এটা অবশ্যই মনে রাখতে হবে যে ভারতীয় ব্র্যান্ডগুলি সাধারণত তাদের টুথপেস্টে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে। যেমন, উদ্ভিদ থেকে প্রাপ্ত উপাদান। তাই যদি আপনি আপনার টুথপেস্টে প্রাণীজ পণ্য ব্যবহার করা নিয়ে চিন্তিত হন তবে ভারতে তৈরি টুথপেস্ট ব্যবহার করা সাধারণত নিরাপদ।

ভারতীয় ব্র্যান্ড, এমনকি বিদেশী ব্র্যান্ড যারা ভারতে পণ্যটি তৈরি করে, তারা সাধারণত লবঙ্গ, পুদিনা এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ থেকে প্রাপ্ত পণ্য ব্যবহার করে টুথপেস্ট তৈরি করে। তবে, কিছু বিশ্বব্যাপী ব্র্যান্ড তাদের পণ্যে পশুর চর্বি থেকে প্রাপ্ত গ্লিসারিন বা পশুর হাড় থেকে নিষ্কাশিত ক্যালসিয়াম ফসফেটের মতো প্রাণীজ ডেরিভেটিভ ব্যবহার করতে পারে।

আমিষ নয় এমন টুথপেস্ট তৈরির প্রধান কারণ হল খরচ। কারণ, পশু থেকে প্রাপ্ত পণ্য এবং উপজাতগুলি সস্তা এবং সহজেই পাওয়া যায়। দ্বিতীয়ত, পশুর তৈরি উপাদানগুলি টুথপেস্টকে আরও ভাল টেক্সচার এবং অনেক বেশি সময় ধরে ব্যবহার করা যায়।

আরও পড়ুন: বিজ্ঞাপন বা কোনও অনলাইন ডেলিভারি নয়, ‘নেশা’-ই রসদ, বছরে ১০০ কোটি আয় করে দিল্লির এই ধাবা

এই তথ্য সাধারণত পণ্যের বাইরের এবং ভিতরের প্যাকেজিংয়ে দেওয়া থাকে। যদি আপনি প্যাকেটের উপরে ‘১০০ শতাংশ নিরামিষ’ লেখাটি সবুজ চিহ্ন সহ পড়েন, তাহলে টুথপেস্টটি অবশ্যই নিরামিষ। কিন্তু যদি সেই অংশটি লাল রঙে চিহ্নিত থাকে, তাহলে এর অর্থ হল পণ্যটিতে প্রাণীজ ডেরিভেটিভ রয়েছে এবং এটি আমিষ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

টুথপেস্ট যে দাঁত মাজতে ব্যবহার করা হয় তা সকলেরই জানা। বাজার চলতি বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের টুথপেস্ট দাঁতের যত্নে ব্যবহার করেন নিশ্চয়ই? কিন্তু জানেন ঘর-গৃহস্থলির আরও নানা কাজে টুথপেস্ট সাহায্য করে। টুথপেস্টের সেই সব ব্যতিক্রমী হরেক ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক।

* চামড়ার জুতা পরিষ্কার: চামড়ার জুতায় দাগ পড়লে সামান্য টুথপেস্ট লাগিয়ে নিন। তারপর পুরনো কাপড় দিয়ে ঘষে তুললেই দাগ চলে যাবে।

* রুপোর গহনার যত্ন: টুথপেস্টের সঙ্গে বাসন মাজার সাবান ও জল মিশিয়ে রুপোর গয়না পরিষ্কার করলে দারুণ ফল পাবেন।

* আয়না পরিষ্কার: টুথপেস্টের সঙ্গে বাসন মাজার লিকুইড সাবান মিশিয়ে মুছলে চকচক করবে আয়না।

* গ্যাস ও রান্নাঘর পরিষ্কার: বেকিং সোডা, ভিনিগারের সঙ্গে টুথপেস্ট মিশিয়ে গ্যাসের বার্নার  খুব ভালভাবে পরিষ্কার করা যায়৷ একইসঙ্গে রান্নাঘরের তাক কিংবা ফ্রিজের কোণায় জমে থাকা ময়লাও নিমেষে সাফ হয়ে যায়৷