আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে মর্মান্তিক ঘটনা। লেপার্ডের আক্রমণে প্রাণ হারাল তিন বছরের শিশু। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নীলগিরি এলাকায়। এই মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন গোটা এলাকার মানুষ। তারা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রতিবাদা এলাকায় একদিনের ধর্মঘটের ডাকও দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, বিগত ১০ দিন ধরে এই এলাকায় লেপার্ডের বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। লেপার্ডের আক্রমণে ছয়জন গুরুতর জখম হয়েছেন। তবে প্রশাসন বা বনদপ্তরের বিন্দুমাত্র হেলদোল নেই। এদিন প্রতিবাদের জেরে কেরালা এবং কর্ণাটক সীমান্ত এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। আটকে পড়েন নিত্যযাত্রীরাও। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।