আজকাল ওয়েবডেস্ক: পর্যটক ঠাসা বোট। এক পর্যটন স্থান থেকে পর্যটকদের নিয়ে যাচ্ছিল অন্য আরও এক পর্যটনকেন্দ্রে। মাঝপথে ঘটে গেল বড় বিপদ। নিমেষে হাহাকার। মৃত্যু মিছিল। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তত ৩৮ জনের। নিখোঁজ শিশু-সহ বহু। 

 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পর্যটক বোঝাই বোট যখন মাঝরাস্তায়, তখন আচমকা ঝড় ওঠে স্থানীয় এলাকায়। ঝড়ের জেরেই ওই নৌকাটি ডুবে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার সময় ওই যাত্রীবাহী বোটে অন্তত ৪৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন বোটের পাঁচ কর্মী। ব্যাপক ঝড়-বৃষ্টির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে। 

আরও পড়ুন: মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে ব্রিটেন যাচ্ছেন মোদি, চার দিনের সফরে যেতে পারেন

 

স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, দুর্ঘটনার সময় ওই বোটে থাকা বেশিরভাগ যাত্রী ছিলেন হ্যানয় থেকে আগত। এছাড়া অন্য স্থানের মানুষজনও ছিলেন। ওই মুহূর্তে বোটে অন্তত ২০ জন শিশু ছিল বলেও জানা গিয়েছে। 

 

কর্তৃপক্ষের তরফে দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে জানানো হয়েছে, বর্ডার গার্ড ওই নৌকাডুবির ঘটনার পর ৩৮ জনের দেহ উদ্ধার করেছে।  অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১২ জনকে। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত থ্য অনুসারে খোঁজ নেই অন্তত ৩ জনের। তাদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। 

 

ভয়াবহ দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় অফিস কর্মী ট্রান ট্রং হাং জানিয়েছেন, একতা সময় পর্যন্ত সব ঠিক থাকলেও, আচমকা বদলে যায় পরিস্থিতি। দুর্যোগের মেঘ ঘনায় হা লং-এর আকাশে। দুপুর ২টো নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে শিলাপাত, ঘনঘন বজ্রপাত। 

 

দুর্ঘটনায় কোনওরকমে প্রাণে বেঁচেছে দশ বছর বয়সী এক শিশু। ভিয়েতনামের সংবাদসংস্থা ভিয়েতনামনেট-এ সে জানিয়েছে ভয়াবহ অভিজ্ঞতার কথা। জানিয়েছে-'আচমকা কিছু একটা ঘটে গেল। আমি জোরে শ্বাস নিয়ে সাঁতার কাটতে শুরু করলাম কোনওরকমে। সাঁতারকেটে উপরে উঠে এলাম। সাহায্যের জন্য আমি তখন প্রাণপনে চিৎকার করছিলাম। তারপর ওরা আমাকে টেনে তুলে নিল...'

 

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং প্রতিরক্ষা ও জননিরাপত্তা বাহিনী উভয়কেই উদ্ধার অভিযান দ্রুততর করার নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন এবং যেকোনও নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে এলে, তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।  

 

উত্তর ভিয়েতনামের হ্যানয়, থাই নুয়েন এবং বাক নিন প্রদেশ সহ বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত ঘটেছে শনিবার। প্রবল বর্ষণের কারণে গাছপালা ভেঙে পড়ে এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়। কয়েক দিনের তীব্র তাপদাহের পর হঠাৎ ঝড় শুরু হয়। জানা গিয়য়ে সম্প্রতি সেখানকার কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।

ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোমেটিওরোলজিক্যাল ফোরকাস্টিংয়ের পরিচালক মাই ভ্যান খিম বলেছেন, দক্ষিণ চীন সাগরে গ্রীষ্মমন্ডলীয় ঝড় উইফার সঙ্গে ভিয়েতনামের ওই ঝড়ের কোনও সম্পর্ক নেই। তিনি নিশ্চিত করেছেন, যে বজ্রঝড়ের কারণে ভয়াবহ নোউকাডুবি, তা স্থানীয় ঝড় ছিল।