সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ খান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে চলছিল এই ছবির শুটিং। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান। জানা গিয়েছে শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী কয়েক মাস নাকি শুটিং করতে পারবেন না তিনি।

 

যদিও শাহরুখের সহযোগী দলের তরফ থেকেও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। যদিও কানাঘুষো, আঘাত খুব গুরুতরভাবে হয়নি। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। হয়তো সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় অসাবধানতাবশত চোট পেয়েছেন বলিউডের 'বাদশা'। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। জানা যাচ্ছে, চিকিৎসা হবে সেখানেই। এদিকে, খবর আগামী এক মাস সময় নিতে পারেন শাহরুখ, সম্পূর্ণ সুস্থ হতে। তারপর ছবির কাজ করতে পারবেন। কারণ ভরপুর অ্যাকশন দৃশ্যে থাকতেই হবে তাঁকে। তাই পুরোপুরি সুস্থ না হলে এই কাজ অসম্ভব।

 

আরও পড়ুন: গুরুতর অসুস্থ রাকেশ রোশন, হয়েছে অস্ত্রোপ্রচারও! প্রথম দিনেই বক্স অফিসে কত কোটির ঝড় তুলল 'সাইয়ারা'? 


প্রসঙ্গত, ২০২৩-এ 'পাঠান', 'জওয়ান', 'ডাঙ্কি'র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছর বড়পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে 'বাদশা'র আগামী ছবি 'দ্য কিং' নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খান। এবার জানা গেল, ছবিতে চরিত্রের সম্পর্কে! পাশাপাশি এও জানা গেল কোন ছবি থেকে অনুপ্রাণিত 'কিং'-এর চিত্রনাট্য। 

 


শাহরুখ ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর 'লিওঁ' ছবি থেকে অনুপ্রাণিত 'কিং'এর গল্প। সে ছবিতে একজন পেশাদার খুনির ভূমিকায় দেখা গিয়েছিল জ্যঁ রেনোয়াঁকে, যিনি অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ১২ বছর বয়সী এক অনাথ বালিকার ত্রাতা হয়ে দাঁড়ান। দুর্ধর্ষ গ্যাংস্টারদের গুলির হাত থেকে সেই বালিকাকে বাঁচাতে বাঁচাতে কীভাবে তাঁর অভিভাবক হয়ে ওঠেন রেনোয়াঁ, তাই নিয়েই এগোয় ছবির গল্প। 'কিং'-এর গল্পও কমবেশি এক। ওই সূত্র জানিয়েছে, তবে সুহানা যেহেতু আর ১২ বছরের বালিকা নেই, তাই গল্পের কাঠামোয় খানিক পরিবর্তন এনেছেন পরিচালক সুজয় ঘোষ। তবে ছবিতে সুহানার গোটা পরিবারকে 'লিওঁ'র মতোই আর শাহরুখের চরিত্রটি কমবেশি জ্যঁ রেনোয়াঁর মতোই। 

 

কিং'-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় 'বাদশা'র সঙ্গে কাজ করলেও তাঁর বিপরীতে খলচরিত্রে এই প্রথম 'জুনিয়র বি'। 

 


'কিং’ ছবির পরবর্তী শুটিং এই মুহূর্তে স্থগিত থাকে বলেই জানা গিয়েছে। পুণরায় ছবি ফ্লোরে যাবে চলতি বছর সেপ্টেম্বর কিংবা নভেম্বর মাস থেকে। অর্থাৎ বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবেই শাহরুখকে‌। এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছর অর্থাৎ ২০২৬-এর প্রথম দিকেই। কিন্তু তা যে আর হচ্ছে না, সেটা এখন স্পষ্ট।