মিউচুয়াল ফান্ড হবে আরও আকর্ষণীয়, কোন প্রস্তাব রাখল সেবি

img

মিউচুয়াল ফান্ডের ওপর এবার নজর পড়েছে সেবির। তারা চাইছেন এবার থেকে মিউচুয়াল ফান্ড হয়ে উঠুক আরও শক্তিশালী।

img

সেবি প্রস্তাব দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি যেন এবার ভ্যালু এবং কন্ট্রা ফান্ডের দিকে জোর দেয়। ফলে সেখান থেকে বাড়তি সুবিধা হবে।

img

প্রতিটি স্কিমের অন্তত ৫০ শতাংশের টাকা যেন যেকোনও সময়ে তোলা যায়। সেটা বিনিয়োগকারীদের বাড়তি ভরসা দেবে।

img

মিউচুয়াল ফান্ডগুলি যেন ইকুইটি ফান্ড, মানি মার্কেট, সোনা এবং রূপোতে বিনিয়োগ করে। সেখান থেকে তাদের বাড়তি সুবিধা হবে।

img

যদি কোনও অসুবিধা তৈরি হয় তাহলে যেন মিউচুয়াল ফান্ডগুলি দ্রুত নিজেদের শুধরে নিতে পারে সেই দিকটিও স্পষ্ট করে দেওয়া হবে। ফলে গ্রাহকরা আগে থেকেই বাজার সম্পর্কে জানতে পেরে যাবেন।

img

যারা অনেক বেশি সময় ধরে বিনিয়োগ করবেন তাদের জন্য যেন বাড়তি সুবিধা থাকে। তাহলে বাজার থেকে প্রচুর ব্যক্তি নিজেদের টাকা এখানে বিনিয়োগ করতে পারবেন।

img

আবার কয়েকটি মিউচুয়াল ফান্ড এমন হতে পারে যেখান থেকে টাকা হঠাৎ করে তোলা যাবে না। সেই টাকা একমাত্র মেয়াদ শেষ হলেই তোলা যাবে।

img

এসআইপি যাতে কম থেকে কম হয় সেবিষয়ে জোর দিয়েছে সেবি। তারা মনে করছে যেভাবে বাজার চলছে তাতে খুচরো টাকা যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয় সেটি অনেক বেশি লাভজনক হবে।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সমস্ত তথ্য ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।