হানি সিং-এর ৫১-গান-ভিত্তিক সুপার অ্যালবাম এবার গানে-গানে লিখবে ইতিহাস! বলিউডে ব়্যাপকে এনে দিয়েছিলেন জনপ্রিয়তা। ‘ব্রাউন রং’, ‘দেশি কালাকার’, ‘ডোপ শোপ’-এর মতো গানের পর ইয়ো ইয়ো হানি সিং(Yo Yo Honey Singh)-কে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু এবার তিনি যা করতে চলেছেন, তা মাত্র গানের অ্যালবাম নয় — এক কথায় ‘মুভমেন্ট’!

 

 

নামেই যার গরিমা—“ ফিফটি ওয়ান গ্লোরিয়াস ডেজ (51 Glorious Days)”। একাধিক ভাষা ও ঘরানার ৫১টি মৌলিক গান আর ভারতে আগে কখনও না-হওয়া বিশাল শিল্পী তালিকা—সব মিলিয়ে এই প্রজেক্ট এখন থেকেই ভারতের মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বড় অ্যালবামের মর্যাদা পেতে চলেছে।

 

কী কী আছে এই অ্যালবামে?
 ৫১টি গান — ভারতের বৃহত্তম মিউজিক অ্যালবাম
 ১৫টি সলো ট্র্যাক হানি সিংহের কণ্ঠে
 ৩৬টি যুগলবন্দি গান
 হিন্দি, পাঞ্জাবি, হিং-লিশ সহ নানা আঞ্চলিক প্রভাব
 হিপ-হপ, পপ, আর.এন.বি, বলিউড ফিউশন — ঘরানার বৈচিত্র্য
 কিছু ভিডিও শুট হবে আন্তর্জাতিক লোকেশনে
 অন্তত ১০–১৫টি গানের হাই-প্রোডাকশন মিউজিক ভিডিও

 

আরও পড়ুন: ‘গায়ক নয়, আমাকে কী হিসেবে চেনে এরা জানেন?’, নয়া প্রজন্মকে নিয়ে কোন ব্যাপারে হতাশা উগরে দিলেন শান?

 

কাদের সঙ্গে হতে পারে মহা-যুগলবন্দি? ইমিওয়ে বন্তাই — স্ট্রিট স্টাইল আর স্টারডমের বিস্ফোরক যুগলবন্দি

১)জুবিন নওটিয়াল — রোম্যান্স আর র্যামপের সোলফুল কম্বো

২)গুরু রন্ধাওয়া — চার্টবাস্টার পাঞ্জাবি-পপ জুটি

৩)বোহেমিয়া — পুরনো গ্লোরি ফিরিয়ে আনার সম্ভাব্য রিইউনিয়ন

৪) করণ আওজলা — আন্ডারগ্রাউন্ড ভাইবের সঙ্গে মেইনস্ট্রিম ধামাকা

অ্যালবামের নেপথ্যের মাস্টারপ্ল্যান জানেন? সূত্রের খবর, হানি সিংহ প্রতিটি গানকে দিচ্ছেন আলাদা থিম এবং প্রযোজনাগত পৃথক ফ্লেভার। কিছু গানে থাকবে আবেগঘন ট্রিবিউট — মায়ের উদ্দেশ্যে বা পুরনো ভক্তদের জন্য।

“ফিফটি ওয়ান গ্লোরিয়াস ডেজ” কেবল অ্যালবাম নয়, একটি সাংস্কৃতিক বিপ্লব! যদি সফল হয়, তবে এই অ্যালবাম বদলে দিতে পারে—

১) ভারতীয় অ্যালবামের মানদণ্ড
 
২) ইন্ডি আর বলিউডের মাঝের ব্যবধান
 
৩) বিভিন্ন ভাষার শিল্পীদের মধ্যে সংহতি
 
৪) গানের মাধ্যমে গোটা দেশের মেলবন্ধন

 

হানি সিংয়ের কথায় — “গ্লোরি অ্যালবাম ছিল ওয়ার্ম-আপ, এবার শুরু রিয়েল শো।” তিনি বুঝিয়ে দিলেন, এই অ্যালবাম শুধু তাঁর নিজের কেরিয়ার নয়, ভারতীয় সঙ্গীতের ভবিষ্যৎ ঘুরিয়ে দিতে চলেছে।

 

অন্যদিকে,  হানি সিং এবার নিজের শরীরে চিরস্থায়ী করে তুললেন ভালবাসা আর কৃতজ্ঞতা—নাম লিখলেন এক কিংবদন্তির, যার জন্যই আজকের ‘ইয়ো ইয়ো হানি সিং’। সম্প্রতি এক ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা গেল, পিঠে ট্যাটু করিয়ে নিচ্ছেন তিনি আর সেই সঙ্গে গাইছেন রহমানের কালজয়ী গান ‘তু হি রে’। নামটা যাঁর, তিনি আর কেউ নন—এ আর রহমান।ভিডিওটিতে হানি সিং স্পষ্ট বলেন—“এই ট্যাটু আমার ভালবাসার শ্রদ্ধার নিদর্শন। রহমান স্যার, আপনি না থাকলে আমি আজ একজন মিউজিশিয়ান হতাম না, আমি একজন মিউজিশিয়ান আজ, শুধুমাত্র এ.আর. রহমান স্যারের জন্য।  আমি আপনাকে চিরকাল ভালবাসি।”

 

৪২ বছর বয়সি এই ব়্যাপার ও সুরকার একটি নয়, একই রাতে পরপর তিনটি ট্যাটু করান, যার মধ্যে একটি এ.আর. রহমানকে উৎসর্গ করা—ডানদিকের কাঁধের উপরে বড় করে লেখা ‘এ.আর. রহমান’। ক্যাপশনে হানি লেখেন -“ এক রাতের মধ্যে করা তিন নম্বর ট্যাটুটা আমার প্রিয় কিংবদন্তি  রহমান  স্যারের জন্য। সবকিছুর জন্য ধন্যবাদ আপনাকে!”