আজকাল ওয়েবডেস্ক: মহাকাশে মহাকাব্য লিখে ফেলেছেন তিনি। তবে এবার নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর পালা। মহাকাশ থেকে ফিরে এবার নিজের পরিবারের সঙ্গে সুখের সাগরে ভাসলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তার স্ত্রী কাম্মা শুক্লা এবং ছবছরের ছেলে কিয়াস শুক্লাকে বুকে জড়িয়ে ধরে সমগ্র নেটমাধ্যমকে অন্য অনুভূতি এনে দিলেন শুভাংশু শুক্লা।


শুভাংশুর পরিবার থাকে টেক্সাসে। সেখানে তিনি নিজের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রায় ২ মাস পর। নিজের ইন্টাগ্রামে লিখলেন, এটা ছিল চ্যালেঞ্জের। পৃথিবীতে ফিরে নিজের পরিবারকে জড়িয়ে ধরে একেবারে ঘরোনা অনুভূতি হয়েছে। মহাকাশ যাত্রা কোনও ম্যাজিকের মতো। তবে সবচেয়ে বড় ম্যাজিক লুকিয়ে রয়েছে মানুষের মধ্যেই।


কাম্মা শুক্লা জানালেন শুভাংশু মহাকাশ থেকে ভালভাবে ফিরেছেন। তারা সেই প্রার্থনা করছিলেন। এবার পৃথিবীর পরিবেশের সঙ্গে তিনি দ্রুত নিজেকে মানিয়ে নিন এটাই তারা চান। তার এই সফর যে সফল হয়েছে তাতে তারা আনন্দিত। 


তিনি আরও বলেন, শুভাংশুর সঙ্গে তারা এখন টানা থাকবেন। বহুদিন পর তার ছেলে বাবাকে পেয়েছে। ফলে সেখান থেকে তারা আর কোথাও যাবেন না। এতদিন ধরে যে প্রতীক্ষা তারা করছিলেন সেটা সফল হয়েছে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shubhanshu Shukla (@gagan.shux)