আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টে হারের পর অবসর ভেঙে আবার লাল বলের ক্রিকেটে ফেরার জন্য বিরাট কোহলিকে আর্জি জানালেন মদন লাল। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে যাওয়ার সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে। কিন্তু তীরে এসে তরী ডোবে। ভারত-ইংল্যান্ড টেস্ট শুরুর আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। মদন লাল মনে করেন, অবসর ভেঙে আবার টেস্টে ফেরায় কোনও ক্ষতি নেই। তিনি চান, তারকা ক্রিকেটার সিদ্ধান্ত বদলে আবার লাল বলের ক্রিকেটে ফিরুক। জানান, বিরাটের উচিত তরুণদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া।
মদন লাল বলেন, 'বিরাট কোহলির ক্রিকেটের প্রতি ভালবাসার কোনও তুলনা হয় না। আমি চাই, ও অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরুক। ফেরায় কোনও দোষ নেই। এই সিরিজে না হলেও, অন্তত পরের সিরিজে ফেরা উচিত। আমি মনে করি, ওর অবসরের সিদ্ধান্ত বদলানো উচিত। কারণ ও আরও ১-২ বছর খেলার মতো জায়গায় আছে। নিজের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করে নেওয়া দরকার। ও সবে অবসর নিয়েছে। এখনও খুব দেরী হয়নি। দয়া করে ফিরে এসো।' টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন দুই মহারথী। তবে জানান, একদিনের আন্তর্জাতিকে খেলবেন। কিন্তু তাঁদের ৫০ ওভারের ক্রিকেটের ভাগ্য বর্তমানে ঝুলে রয়েছে।
তাঁদের একদিনের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আলোচনা চলছে। লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় রোহিত জানান, একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। কোহলি জানান, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত একদিনের ক্রিকেট খেলতে চান তিনিও। মঙ্গলবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজীব শুক্লা। বোর্ডের সহ সভাপতি জানান, একদিনের সিরিজের জন্য দু'জনকেই পাওয়া যাবে। রাজীব শুক্লা বলেন, 'আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। আমরা সবাই রোহিত এবং বিরাটকে মিস করি। কিন্তু ওরা নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআইয়ের নীতি অনুযায়ী আমরা কোনওদিন কোনও প্লেয়ারকে বলি না কোনও নির্দিষ্ট ফর্ম্যাট থেকে অবসর নিতে। এটা প্লেয়ারের ওপর নির্ভর করে। ওরা দু'জন নিজেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওদের সবসময় মিস করব। ওরা গ্রেট ব্যাটার। ওদের একদিনের ক্রিকেটের জন্য পাওয়া আমাদের জন্য ভাল।' প্রসঙ্গত, ইংল্যান্ড সিরিজের আগে কোহলিকে অবসর না নেওয়ার অনুরোধ জানিয়েছিল বিসিসিআই। কিন্তু তোয়াক্কা করেননি তারকা ক্রিকেটার।
