আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি বেঙ্গালুরুতে ৪০ বছর বয়সী এক ব্যক্তির হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় জনতা পার্টির একজন বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খবর মারফত জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম শিবপ্রকাশ। ওরফে বিকলু শিবা। বেঙ্গালুরুর হালাসুর হ্রদে তাঁর বাড়ির কাছে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বেঙ্গালুরুর হালাসুরে৷ পুলিশ জানিয়েছে, হত্যাকান্ডটি ঘটে যখন শিবপ্রকাশ তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। আচমকা একদল দুষ্কৃতি একটি গাড়িতে করে তাঁর সামনে আসে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই শিবপ্রকাশের মৃত্যু হয়। 

ঘটনাস্থলের প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে যে, আক্রমণকারীরা শিবপ্রকাশের মাথার খুলি টুকরো টুকরো করে ফেলেছে। এমনকি শিবপ্রকাশের মুখ ভয়াবহভাবে বিকৃত করে ফেলেছে।

খবর অনুযায়ী, শিবপ্রকাশ একজন নামকরা ইতিহাসবিদ ছিলেন। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে, বেঙ্গালুরুর পূর্ব বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার রমেশ বানোথ বলেন, 'শিবপ্রকাশের বয়স ৪০ বছর। পূর্বে তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধের ইতিহাস রয়েছে।'

আরও পড়ুনঃ আমি গুহায় সন্তান জন্ম দিয়েছি ' রাশিয়ান যুবতীর চাঞ্চল্যকর দাবি! সত্য জানলে শিউরে উঠবেন ...

'প্রাথমিক তথ্য অনুসারে, আমরা জানতে পেরেছি যে গাড়িতে থাকা কয়েকজন দু্ষ্কৃতি এসে তাঁকে হত্যা করেছে'  পুলিশ কমিশনার বলেন।

এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি মামলা ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। তবে, একাধিক সংবাদমাধ্যম সূত্রে জনা গিয়েছে, কৃষ্ণরাজপুরমের বিজেপি বিধায়ক এবং কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী ব্যরাথি বাসভরাজের নাম প্রাথমিক তথ্য অনুসারে উঠে এসছে৷ 

শিবপ্রকাশের মা বিজয়লক্ষ্মী এফআইআরটি দাখিল করেছেন। তিনি অভিযোগ করেছেন যে বাসভরাজ সহ অন্যান্যরা এই হত্যাকাণ্ডে মদত দিয়েছেন। খবর অনুসারে, প্রায় তিন মাস আগে শিবপ্রকাশ বেঙ্গালুরু পুলিশ কমিশনারকে চিঠি লিখে বাসভরাজ এবং তার এক সহযোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলেন। 

আরো পড়ুনঃ প্রেমিকের সঙ্গে মিলে মাত্র ৫ বছরের সন্তানকে খুন করেন মা! হাড়হিম ঘটনা প্রকাশ্যে আসতেই হুলুস্থুল

অভিযোগে শিবপ্রকাশ অভিযোগ করেছিলেন যে মন্ত্রী, তার সহযোগী এবং তার ভাগ্নে মিলে শিবপ্রকাশের  সম্পত্তি দখলের চেষ্টা করছেন। সম্পত্তি তাদের কাছে হস্তান্তর না করলে তাঁকে হত্যা করার হুমকি পর্যন্ত দেয় তারা । শিবপ্রকাশ লিখেছেন, 'তারা আমার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছে। আমার বিরুদ্ধে অবৈধ কার্যকলাপের মিথ্যা অভিযোগ এনে আইনি ঝামেলা তৈরি করার হুমকি দেয় তারা, যাতে আমি জমির উন্নয়ন বা জমি ব্যবহার করতে না পারি।' বাজার মূল্যের অনেক কম দামে তাদের কাছে শিবপ্রকাশের সম্পত্তি বিক্রি করার জন্য ক্রমাগত চাপ দিত বলে খবর৷ 

আরও পড়ুনঃ গানই একমাত্র পথ '! ট্রাফিক নিয়ম বোঝানোর অভিনব পদ্ধতি! পুলিশ কর্মীর কান্ড দেখে চোখ কপালে ...

শিবপ্রকাশ নিজের এবং তাঁর পরিবারের সুরক্ষার কথা ভেবে  তাৎক্ষণিকভাবে অনুরোধ করে লিখেছেন যে, তার কিছু হলে বিধায়ক, জগদীশ, কিরণ এবং তাদের সহযোগীরা দায়ী থাকবেন। ঘটনার জেরে তদন্ত জারি রয়েছে৷