আজকাল ওয়েবডেস্ক: আগের রেশ কাটেনি এখনও। উত্তরাখণ্ডে ফের ভয়াবহ দু্র্ঘটনা। এবারে পিথোরাগড়ের মুওয়ানি শহরে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ১৩ জন যাত্রী বহনকারী একটি গাড়ি খাদে পড়ে যায়। ঘটনার জেরে কমপক্ষে আট জন নিহত হয়েছেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তৎক্ষণা উদ্ধারকাজ শুরু করে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুওয়ানি এলাকার ভান্ডারি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। সোনি সেতুর উপর দিয়ে ১৩ জন যাত্রীবাহী একটি বাস যাচ্ছিল। আচমকা বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহুর্তের মধ্যে বাসটি খাদে পড়ে যায়। খবর মারফত প্রায় ১৫০ মিটার গভীর ছিল খাদটি। স্থানীয়রা পুলিশ কে খবর জানাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। শুরু হয় তল্লাশি।
ঘটনার পর, সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট রেখা যাদব নিশ্চিত করেছেন যে ঘটনাস্থলেই আট জন নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত তিনজন কে চিকিৎসার জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এখনও উদ্ধার অভিযান জারি রয়েছে। খবর সূত্রে নিহতদের মধ্যে দু'জন স্কুলপড়ুয়া শিশুও রয়েছে।
সূত্রে আরও জানা যায়, পিথোরাগড় পুলিশ, দমকল বিভাগ এবং এসডিআরএফের দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানের সময়, আহতদের গাড়ি থেকে বের করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করেও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে৷
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।'
প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, খারাপ রাস্তার অবস্থা এবং নিয়ন্ত্রনহীন গতিই দুর্ঘটনার মূল কারণ। স্থানীয় বাসিন্দাদের মতে, পথে কোনও গার্ড রেলিং বা সুরক্ষা বাধা ছিল না। যার ফলে এই এলাকায় এমন ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে।
গত মাসে, ২০ জন চারধাম তীর্থযাত্রী বহনকারী একটি বাস বদ্রীনাথ জাতীয় মহাসড়ক থেকে ফিরছিল। বাসটি রুদ্রপ্রয়াগ এবং গৌচরের মধ্যে অলকানন্দা নদীতে আচমকা পড়ে যায়। ঘটনার পর কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে খবর। প্রসঙ্গত, চলতি বছরের ২৬ জুন সকাল পৌনে আটটা নাগাদ রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র হয়ে তীর্থযাত্রীদের বহনকারী ৩১ আসনের বাসটি বদ্রীনাথ যাচ্ছিল। মাঝপথেই দুর্ঘটনাটি ঘটে।
রুদ্রপ্রয়াগে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ি রাস্তা থেকে হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ে নদীতে। ঘটনাস্থল থেকেই দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনায় নিখোঁজ আরও ১০ জন। পুলিশ সূত্রে খবর, ৩১ সিটের বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। চালক ছাড়া সকলেই রাজস্থান ও গুজরাটের বাসিন্দা। চার ধাম যাত্রার জন্য রুদ্রপ্রয়াগে এসেছিলেন। কিন্তু বাসটি হঠাৎ রাস্তা থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায়। বিকট আওয়াজ শুনেই ছুটে যান স্থানীয়রা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার অভিযান চালায়।
বর্তমানে দু্র্ঘটনা কবলিত এলাকাগুলি মেরামতের কাজ চলছে। এ জাতীয় ঘটনা ফের যাতে না হয় সে বিষয়ে বিশেষ নজরদারি চলবে, পুলিশ সূত্রে খবর।
