আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করা আর আন্তর্জাতিক ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া এক ব্যাপার নয়।
করুণ নায়ার এখন তা বুঝতে পারছেন। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে তিনি জাতীয় দলে ফিরেছেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত করুণ নায়ার জ্বলে উঠতে পারেননি।
তাঁর ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। বিসিসিআই-এর প্রাক্তন নির্বাচক দেবাং গান্ধী এবং ভারতের প্রাক্তন উইকেট কিপার দীপ দাশগুপ্ত প্রশ্ন তুলে দিয়েছেন করুণ নায়ারকে নিয়ে।
Dear cricket, give me one more chance.????????
— Karun Nair (@karun126)Tweet by @karun126
এখনও পর্যন্ত করুণ নায়ার ১৩১ রান করেন ৬টি ইনিংসে। তাঁর গড় ২২-এর নীচে। তিনটি টেস্ট ম্যাচে করুণ নায়ার এখনও পর্যন্ত ২৪৯টি ডেলিভারির মুখোমুখি হয়েছেন। কিন্তু ছাপ ফেলার মতো পারফরম্যান্স তুলে ধরতে এখনও পারেননি করুণ নায়ার। ক্রিস ওকসকে খেলতে সমস্যা হয়নি তাঁর। কিন্তু ব্রাইডন কার্স ও জোফ্রা আর্চারকে সামলাতে বেগ পেতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন: আগ্রাসন কোথায়! 'নায়ক হওয়ার চেষ্টা করো, নইলে কেউ মনে রাখবে না', জাদেজাকে বিঁধলেন দেশের প্রাক্তন তারকা
দেবাং গান্ধী বলেন, ''খুব কাছ থেকে যদি দেখা যায়, তাহলে লক্ষ্য করবেন একজন ফাস্ট বোলার বল রিলিজ করার সময়ে করুণ নায়ারের সামনের পা বাতাসে রয়েছে।''
দেবাং গান্ধী অবশ্য করুণ নায়ারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন না। বরং প্রশংসাই করছেন। কিন্তু ধারাবাহিকতার অভাবের জন্যই প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে করুণ নায়ারের জন্য। একসময়ে সুযোগ না পাওয়া করুণ নায়ার পোস্ট করেছিলেন, ''ডিয়ার ক্রিকেট, গিভ মি ওয়ান মোর চান্স।'' সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে না পারার জন্যই কি এবার দরজা বন্ধ হয়ে যাবে নায়ারের?

দেবাং গান্ধী বলেন, ''করুণ ক্রিজে গিয়ে প্রায় প্রতি ইনিংসে ৩০ বল খেলছে। কিন্তু মনোযোগের অভাব, টেকিনক্যাল সমস্যা এবং টাইমিংয়ের অভাব নজরে এসেছে। সেই কারণে বেশি রান না করে ফিরে যেতে হয়েছে। ট্রিগার মুভমেন্টের সঙ্গে পরিচিত হওয়ার দরকার করুণ নায়ারের। কিন্তু এই বয়সে করুণের পক্ষে তা সম্ভব নয়।''
ভারতের পরবর্তী টেস্ট ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে। ২৩ জুলাই বল গড়াবে চতুর্থ টেস্টের। ভারতের টিম ম্যানেজমেন্টের সামনে বড় প্রশ্ন। তারা কি করুণ নায়ারকে দলে রাখবে? নাকি তরুণ ক্রিকেটার সাই সুদর্শনকে সুযোগ দেবে? দীপ দাশগুপ্ত মনে করেন চতুর্থ টেস্টে সাই সুদর্শনকে সুযোগ দেওয়া উচিত। দীপ বলছেন, ''বড় ছবিটা দেখতে হবে। করুণের বয়স ৩৪ হয়ে গিয়েছে। সাই সদ্য শুরু করেছে। যদি মনে কর, পরবর্তী দশ বছরে টেস্ট দলে সাইকে নেওয়া যাবে, তাহলে এই পরিস্থিতিতে ওকেই সুযোগ দেওয়া উচিত।''

লর্ডসে হেরে যাওয়ায় সিরিজে ২-১-এ এগিয়ে গেল ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ভারতকে ঘুরে দাঁড়াতে হবে। লর্ডসে জিতে উঠে খারাপ সংবাদ পেল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের বাকি দুটো টেস্টে আর পাওয়া যাবে না শোয়েব বশিরকে। তিনি চোট পেয়েছিলেন দু'দিন আগেই। লর্ডস টেস্টে ভারতের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার ক্যাচ ধরতে গিয়ে কনিষ্ঠায় চোট পান। সূত্রের খবর তাঁর কনিষ্ঠা ভেঙে গিয়েছে। ভারতের দ্বিতীয় ইনিংসে তাঁকে সেভাবে বল করতে দেখা যায়নি।
কিন্তু রবীন্দ্র জাদেজা যখন জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে নিয়ে মরিয়া লড়াই চালাচ্ছেন, তখন শোয়েব বশিরকে আক্রমণে আসতে দেখা গিয়েছে। চোট পাওয়া আঙুল নিয়েই শোয়েব বশির ম্যাজিক দেখান।
লর্ডসে জাদেজা নিজের সেরাটা দিয়েছিলেন। ব্যবধানও কমিয়ে আনেন। কিন্তু দিনটা যে তাঁর ছিল না। শোয়েব বশিরের বলটা খেলার পরে সিরাজের বেল ফেলে দিল। হতাশায় মূহ্যমান হয়ে পড়েন সিরাজ।
আরও পড়ুন: লর্ডসে জিতে দুঃসংবাদ ইংল্যান্ডের সাজঘরে, বাকি দুটো টেস্টে এই তারকাকে পাবেন না স্টোকসরা
