আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র জাদেজার মরিয়া লড়াই প্রশংসিত হচ্ছে। কিন্তু ভারতের প্রাক্তন উইকেট কিপার-ব্যাটার সুরিন্দর খান্না মনে করেন রবীন্দ্র জাদেজার আরেকটু আগ্রাসী মনোভাব দেখানো উচিত ছিল।
লর্ডসে ভারত ২২ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে। রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে নিয়ে লড়েছিলেন জাদেজা। তবুও ভারতকে জয় এনে দিতে পারেননি তিনি।
সুরিন্দর খান্না বলেন, জাদেজা এই ইনিংস কেউ মনে রাখবেন না। কারণ নায়কদের কথাই সবাই মনে রাখেন।
জাদেজা চিরকাল পার্শ্ব চরিত্র হয়েই থাকেন। নায়কের সম্মান তাঁর জোটে না। তিনি লড়েন কিন্তু শেষ হাসি তাঁর জন্য তোলা থাকে না।
আরও পড়ুন: লর্ডসে জিতে দুঃসংবাদ ইংল্যান্ডের সাজঘরে, বাকি দুটো টেস্টে এই তারকাকে পাবেন না স্টোকসরা
সুরিন্দর খান্না বলেন, ''আমাদের এমন কোনও ব্যাটার নেই যে টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারে। ও যখন সেট হয়ে গিয়েছিল, তখন আরও রান করতেই পারত। বল যখন নরম হয়ে গিয়ছিল, তখন বুমরাহ, সিরাজ রান করতে পারছিল না। এই সময়ে জাদেজা ম্যাচ জিতিয়ে নায়ক বনে যেতে পারত। মানুষ কিন্তু ভুলে যাবে জাদেজার এই ইনিংস।''

লর্ডস টেস্ট এক ইনিংসে ফয়সলা হয়েছে। প্রথম ইনিংসে দুটি দলই ৩৮৭ রান করে। দ্বিতীয় ইনিংস পার্থক্য গড়ে দিল। সুরিন্দর খান্না বলেন, ''এই স্কোর জটিল। যখন স্কোর বেশি হয়, তখন খেলোয়াড়রা সতর্ক থাকে। ইংল্যান্ডকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা আর্চারকে এনে নিজেদের পরিকল্পনা সফল করে। উভয় পক্ষের কাছ থেকে নেওয়ার মতো খুব কমই জিনিস ছিল।''
লর্ডসে জাদেজা নিজের সেরাটা দিয়েছিলেন। ব্যবধানও কমিয়ে আনেন। কিন্তু দিনটা যে তাঁর ছিল না। শোয়েব বশিরের বলটা খেলার পরে সিরাজের বেল ফেলে দিল। হতাশায় মূহ্যমান হয়ে পড়েন সিরাজ। ইংল্যান্ডের ক্রিকেটাররা এসে সান্ত্বনা দেন সিরাজকে।
Not the result we wanted, but this match will be remembered for the fight we showed. @imjadeja and @mdsirajofficial stood tall in a pressure cooker situation! A performance that demands respect - not just for the skill, but for the mindset! On to the next one boys ????????#INDvsENG
— Yuvraj Singh (@YUVSTRONG12)Tweet by @YUVSTRONG12
এদিকে, লর্ডস টেস্ট জিতে উঠে ইংল্যান্ডের সাজঘরে খারাপ খবর। উৎসবের আবহ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। বশিরের আঙুলে অস্ত্রোপচার করতেই হবে। তাতেই বাকি দুটো টেস্ট থেকে ছিটকে যেতে হচ্ছে শোয়েব বশিরকে।
ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ২২ রানের জয়ের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, বশিরের আঙুলে অস্ত্রোপচার করতে হবে। চলতি সপ্তাহের শেষ দিকে তাঁর অস্ত্রোপচার করা হবে। সিরিজের বাকি টেস্টে বশিরকে ছাড়াই পরিকল্পনা করতে হবে ইংল্যান্ডকে।
তিন টেস্টে বশির নেন ১০টি উইকেট। তবুও লর্ডসের নায়ক তাঁকেই মনে করা হচ্ছে। ভারতের টেলএন্ডারদের যখন আউট করতে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন, তখন শোয়েব বশির সিরাজকে বোল্ড করেন।
God realised RAJNI sir is getting old so he created sir ravindra jadeja
— Mahendra Singh Dhoni (@msdhoni)Tweet by @msdhoni
গত কয়েক বছর ধরেই বশির স্পিন বিভাগে ইংল্যান্ডের বড় ভরসা। জ্যাক লিচকে সরিয়ে জায়গাও পাকা করে নেন। চতুর্থ টেস্টে এবার বশিরের পরিবর্তে হয়তো লিচকেই দলে নেবে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ২৩ জুলাই শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
ভারতের জয়–পরাজয়ের মাঝে বহুক্ষণ দাঁড়়িয়ে ছিলেন বহু যুদ্ধের ঘোড়া রবীন্দ্র জাদেজা ও নীতীশ রেড্ডি। বুকের উপরে চেপে বসা পাহাড়টা ধীরে ধীরে সরানোর কাজ শুরু করেন জাদেজা ও নীতীশ রেড্ডি। ভারতের দুই ব্যাটসম্যানের দিকে উড়ে আসে বিষাক্ত বাউন্সার। মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। কার্সের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন জাদেজা। কিন্তু সব কিছুর পরে মনে হচ্ছে দিনটা জাদেজার জন্য ছিল না।
আরও পড়ুন: ভেঙে গেল ‘৩৬’-এর রেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে গুটিয়ে দিয়ে ছেলেখেলা করলেন অজিরা
