আজকাল ওয়েবডেস্ক: কাজে এল না রবীন্দ্র জাদেজার মরিয়া লড়াইলর্ডসে তিনি অপরাজিত রইলেন ৬১ রানে। কিন্তু ভারত থেমে গেল ১৭০ রানে। ২২ রানে হার মানল শুভমান গিলের দল। সিরিজেও ইংল্যান্ড এগিয়ে গেল ২-১-এ।

রবীন্দ্র জাদেজা ভারতীয় ক্রিকেটের সূতপুত্র হয়েই হয়তো থেকে গেলেন। তিনি মরিয়া লড়াই লড়েন। তাঁর হার না মানা মনোভাব সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নেয়। কিন্তু রবীন্দ্র জাদেজা নায়ক হতে পারেন না।

লর্ডসে আজ তিনি ভারতকে জিতিয়ে দিলে ক্রিকেট ইতিহাসের পাতায় নাম তুলে হয়তো ফেলতেন। দেশে তাঁকে নিয়ে ধন্য ধন্য করতেন সবাই। হয়তো বায়োপিকও তৈরি হত তাঁর নামে। 

আরও পড়ুন: ট্রাজিক হিরো জাড্ডু, লর্ডসে ডুবল গিলের রণতরী, সুযোগ হাতছাড়ায় সিরিজে পিছোল ভারত 

দিনান্তে রবীন্দ্র জাদেজা হার স্বীকার করে ফিরে গেলেন প্যাভিলিয়নেলর্ডস থেকে ওল্ড ট্রাফোর্ডের দূরত্ব আর কতইবা হবে! আজকের এই লড়াইয়ের সমকক্ষ হতে পারে ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল। দল যখন ধুঁকছে, জেতার কথা ভুলেই গিয়েছেন সবাই। ঠিক সেই সময়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে অস্বাভাবিক এক পার্টনারশিপ গড়লেন। প্রায় জিতিয়ে দিয়েছিলেন তিনি আর ধোনি। কিন্তু ধোনি ফিরে যেতেই জাদেজাও হয়ে গেলেন অভিভাবকহীন। ভারতের স্বপ্ন সেদিন ভেঙে গিয়েছিল। তার পরে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের কটাক্ষ উড়ে এসেছিল। চেন্নাই সুপার কিংসকে আইপিএল খেতাব জিতিয়েছিলেন শেষ ওভারে। তার পরে হাত তুলে সে কী দৌড়

Zak Crawley and Joe Root console a distraught Mohammed Siraj as India fell 23 runs short, England vs India, 3rd Test, Lord's, fifth day, July 14, 2025

রবীন্দ্র জাদেজা আজ ট্র্যাজিক হিরো হয়েই থমকে গেলেন লর্ডসে। মহম্মদ কাইফের মতো প্রাক্তন তারকা বললেন, ভারতের সব থেকে নির্ভরযোগ্য ক্রিকেটারের নাম রবীন্দ্র জাদেজা। 

?ref_src=twsrc%5Etfw">July 14, 2025

শোয়েব বশিরের বলটা খেলার পরেও যখন উইকেটে লেগে বেল ফেলে দিল, তখন অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা জাদেজার বিশ্বাস হচ্ছিল না। বিশ্বাস করতে পারছিলেন না সিরাজও। ইংল্যান্ডের ক্রিকেটাররা তখন উদযাপনে ব্যস্ত, সিরাজ মাথা ঝুঁকে রয়েছেনহয়তো ভাবছেন, কী হয়ে গেল! তার একটু আগেই আর্চারের বিষাক্ত ডেলিভারিটা এসে আছড়ে পড়েছিল সিরাজের শরীরে। যন্ত্রণা শরীরে নিয়েই নেমে পড়েছিলেন দেশকে বাঁচানোর লড়াইয়ে। কিন্তু আজ দিনটা তাঁর ছিল না। দিনটা ছিল না জাদেজার। 

রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করেই যতই ব্যাট তরোয়ালের মতো আন্দোলিত করুন, নায়ক হওয়া তাঁর কপালে হয়তো নেই। তিনি থেকে যান প্রচারের আলোর অন্তরালেই। হিরো তিনি কোনওদিনও হবেন না। ট্র্যাজিক হিরো হয়েই থেকে যাবেন চিরকাল।

২০২১ সালে ভারত শেষ বার লর্ডসে জিতেছিল। এবারও গতিপ্রকৃতি যে দিকে মোড় নিয়েছিল, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন ভারতই শেষ হাসি হাসবে। কিন্তু যা ভাবা হয়, তা সব সময়ে হয় না।

?ref_src=twsrc%5Etfw">July 14, 2025

চার বছর আগের লর্ডস টেস্টে লোকেশ রাহুল সেঞ্চুরি হাঁকিয়েছিলেনচার বছর পরে লর্ডস টেস্টের নায়ক হতে পারতেন তিনি। প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসে তাঁকেই ত্রাতা হিসেবে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু তখন কি আর কেউ জানতেন বেন স্টোকসের বাঁক খাওয়া বলটা মৃত্য পরোয়ানা নিয়ে হাজির হবে ভারতের ওপেনারের সামনে? একে একে যখন নিবিছে দেউটি, তখন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন জাড্ডু। তিনি অপরাজিত থেকে গেলেন। কিন্তু তাঁর দল পরাজিত। এটাই লর্ডস টেস্টের নির্যাস। 

আরও পড়ুন: আইপিএলে সানরাইজার্সে নতুন বোলিং কোচ, শুরু প্রাক্তন জোরে বোলারের দ্বিতীয় ইনিংস