আজকাল ওয়েবডেস্ক:‌ লর্ডসে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। হেডিংলিতেও ভাল বল করেছিলেন তিনি। এজবাস্টনে খেলেননি। তবে লর্ডসে ফিরেছেন বুমরা। আর ফিরেই আগুন ঝরিয়েছেন। তবে চলতি সিরিজে বল নিয়ে বারবার বিতর্ক দেখা দিচ্ছে। লর্ডস টেস্টে দ্বিতীয় দিনে তা সীমা ছাড়াল। ভারত অধিনায়ক শুভমান গিলকে বারবার দেখা গেল আম্পায়ারদের সঙ্গে বল নিয়ে কথা বলছেন। ক্ষোভ প্রকাশ করেছেন মহম্মদ সিরাজ। কিন্তু বল বিতর্কে মুখ খুলতে নারাজ টিম ইন্ডিয়ার তারকা বোলার জসপ্রীত বুমরা। দ্বিতীয় দিনের শেষে বল বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে বুমরা বলেন, ‘‌এ নিয়ে কিছু বলতে চাই না। এসব নিয়ে বললে ম্যাচ ফি কেটে নেবে। অনেক কষ্ট করে রোজগার করি।’‌ 


টেস্টের নিয়ম অনুযায়ী নতুন বল দেওয়া হয় ৮০ ওভার পর। কিন্তু লর্ডস টেস্টে ৮০ বলও টিকছে না নতুন বল, যার নির্মাতা ডিউকস। শুক্রবার প্রথমে মাত্র ৬৪ ডেলিভারির পরই বদলে দিতে হল আর একটা নতুন বল। আবার সেই নতুন বলও স্থায়ী হল মাত্র ৪৮ ডেলিভারির জন্য। 

 


ঋষভ পন্থও এর আগে নতুন বল দ্রুত নরম হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুক্রবার ম্যাচ চলাকালীন ভারত অধিনায়কও রীতিমতো বিরক্তি প্রকাশ করেন। কিন্তু পাঁচ উইকেট পাওয়া জসপ্রীত বুমরা সেই বিতর্ক নিয়ে বিশেষ কথা বাড়ালেন না। ভারতীয় পেস বিভাগের নেতা খানিক মজার সুরেই বললেন, ‘‌বল বারবার বদলানো হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। আমি এসব নিয়ে মুখ খুলে আমার ম্যাচ ফির টাকাটা হারাতে চাই না। বড্ড কষ্ট করে বল করে টাকা রোজগার করি। বিতর্কিত কিছু বললেই ম্যাচ ফি কেটে নেবে।’‌ তবে ডিউক বলের আকার বদলে যাওয়া এবং বারবার বল বদল করা যে অসুবিধার সেটা অবশ্য জানিয়ে দিয়েছেন লর্ডসে পাঁচ উইকেট পাওয়া পেসার। বুমরার কথায়, ‘‌পিচের থেকেও সমস্যা হচ্ছে বলের বদলে। কিন্তু সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।’‌  তাঁর কথায়, ‘‌এবার বলটা আলাদা। আগের সফরগুলিতে এভাবে বারবার বল বদলাতে হয়নি। আগের বলটা দীর্ঘক্ষণ শক্ত থাকত। কিন্তু এখন শক্ত পিচ, গরম আবহাওয়া। হয়ত এসবের জন্য বল বারবার নরম হয়ে যাচ্ছে।’‌  বুমরার স্পষ্ট কথা, বল শক্ত থাকলে সেটা নড়াচড়া করে। কিন্তু নরম বলে তা হচ্ছে না। এটাই বড় পার্থক্য গড়ে দিচ্ছে।

 

আরও পড়ুন:‌ দিনের শেষে ফিরলেন গিল, লর্ডসে ভরসা রাহুল-পন্থ জুটি


এদিকে, জমে গিয়েছে লর্ডস টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত। ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১৪৫। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রান তাড়া করতে নেমে কিছুটা বিপাকে পড়ে যায় ভারতীয় দল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ফিরে গিয়েছেন শুভমন গিল। প্রথম দুই টেস্টে তিনটে শতরান তরুণ নেতার। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার তিনি। কিন্তু শুক্রবার লর্ডসে বিশেষ সুবিধা করতে পারেননি গিল। মাত্র ১৬ রানে আউট হন। ওকসের বলে স্মিথের হাতে ধরা পড়েন। রান পাননি যশস্বী জয়েসওয়ালও। তিনটে চার মেরে শুরু করলেও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। ১৩ রানে আউট হন। তিন নম্বরে নেমে শুরুটা ভাল করেন করুণ নায়ার। কিন্তু লম্বা ইনিংস খেলতে ব্যর্থ। ৬২ বলে ৪০ রান করে আউট হন। তবে টিম ইন্ডিয়ার জন্য স্বস্তি, ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। প্রথম টেস্টের মতো শুরুতে একটা দিক ধরে আছেন রাহুল। অর্ধশতরান করে ফেলেছেন। ১১৩ বলে ৫৩ রানে ব্যাট করছেন। সঙ্গে আছেন ঋষভ পন্থ। 


ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। জো রুট করেন ১০৪। অধিনায়ক বেন স্টোকসের অবদান ৪৪। জেমি স্মিথ করেন ৫১। বোলার ব্রাইডন কার্স করেন ৫৬। পাঁচ উইকেট নেন বুমরা। জোড়া উইকেট মহম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডির। এজবাস্টন টেস্টের নায়ক আকাশদীপ উইকেট পাননি। একটি উইকেট পান জাদেজা।