সোমবার ২৫ আগস্ট ২০২৫

সম্পূর্ণ খবর

উত্তর সম্পাদকীয় | ইলন মাস্কের 'আমেরিকা পার্টি' কি বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারবে?

AD | ০৯ জুলাই ২০২৫ ১৫ : ৫১Abhijit Das

বুড়োশিব দাশগুপ্ত

একদা দুই পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এখন শত্রু। ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ জুগিয়েছিলেন মাস্কই। প্রায় ৩০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করে ট্রাম্পকে হোয়াইট হাউসের ক্ষমতা দখলে সাহায্য করেছিলেন। নির্বাচনের ঠিক পরেই উপহার স্বরূপ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের বা ডিওজিই)-র দায়িত্ব দেওয়া হয় মাস্ককে। দপ্তরের কাজ ছিল মানবিক খাতিরে বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যে অনুদান দিত তা কমিয়ে আনা। এই সব খরচকে ‘অপচয়’ বলে বর্ণনা করে বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটিতেও অনুদান কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প যখনই মেক আমেরিকা গ্রেট এগেন (এমএজিএ)-এর স্বপ্নপূরণ করতে ‘কর কাটছাঁটের বিল’ কংগ্রেসে পেশ করার জন্য তোড়জোড় করা শুরু করেন, তখনই মাস্কের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে। মাস্ক দাবি করেন, এই বিলের ফলে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ঋণ বৃদ্ধি পাবে। মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি আইনে পরিণত হয়।

ডিওজিই থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠন করার কথা ঘোষণা করেছেন মাস্ক। ফেডেরাল ইলেকশন কমিশনে এখনও নথি জমা দেননি তিনি। তবে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জনগণের উদ্দেশ্যে লিখেছেন, “আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠিত হল।“ ট্রাম্প তাঁর বন্ধুর এই পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছেন। ট্রুথ সোশ্যালে নিজের হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, “আর কোনও রকেট উৎক্ষেপণ, উপগ্রহ অথবা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন নয়। আমাদের দেশ অনেক টাকা বাঁচবে। আমাদের উচিত ডিওজিই-কে দিয়ে এই বিষয়টি কঠোরভাবে পর্যালোচনা করা। অনেক টাকা বাঁচাতে হবে।“ স্পষ্টতই, ট্রাম্প মাস্কের উচ্চাভিলাষী মহাকাশ পর্যটন প্রকল্প এবং টেসলা-কর্তৃক নির্মিত বৈদ্যুতিক গাড়ির দিকে ইঙ্গিত করছেন। মাস্ক শুরু থেকেই এই বিলের বিরুদ্ধে ছিলেন কারণ, এটি সরাসরি তাঁর ব্যবসায়িক ক্ষেত্রগুলিকে প্রভাবিত করবে। কংগ্রেসের দুই কক্ষে ভোটাভুটির ফলে বিলটি আইনে রূপান্তরিত হয়েছে, মাত্র পাঁচজন রিপাবলিকান এর বিরোধিতা করেছিলেন।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটের বাইরে আমেরিকায় তৃতীয় রাজনৈতিক দল গঠন বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যখন বিশ্ব রাজনীতি ডানপন্থী মনোভাবের দিকে তীব্র মোড় নিচ্ছে, তখন আমেরিকার কোনও তৃতীয় দল কি এই প্রবণতায় ভারসাম্য বজার রাখতে পারবে? কয়েকজন বিশেষজ্ঞ বেশ আশাবাদী। কিন্তু মাস্কের ‘ডানপন্থী’ মনোভাবের কারণে অনেকে সন্দিহানও। মাস্কের সোশ্যাল হ্যান্ডলে প্রায় ২২০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সেখানে আমেরিকা পার্টি নিয়ে একটি ভোটাভুটি করেছিলেন তিনি। সেই পোলে দেখা গিয়েছে ফলোয়ারদের ৮০ শতাংশ নতুন রাজনৈতিক দলের পক্ষে। এর আগে গ্যালপের একটি পোলে দেখা গিয়েছে, ৫৮ শতাংশ আমেরিকানের দেশের দ্বিদলীয় ব্যবস্থার প্রতি মোহভঙ্গ হয়েছে। প্রায় ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক যদি মনোযোগী হন, তবে আমেরিকায় তৃতীয় দলের উত্থানের জন্য প্রয়োজনীয় সম্পদ রয়েছে তাঁর কাছে।

সেখানেও সন্দেহ রয়েছে। এক রিপাবলিকান সেনেটর দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে মাস্কের এই দ্বন্দ্ব বেশি দিন স্থায়ী হবে না। মিটমাট হয়ে যাবে শীঘ্রই। এটি কেবল একটি 'ভ্যানিটি প্রকল্প' যা আমেরিকান রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে সফল হওয়ার সম্ভাবনা কম। দুই দলীয় ব্যবস্থার প্রতিষ্ঠিত আমেরিকান রাজনৈতিক পরিস্থিতিতে কোনও তৃতীয় পক্ষ দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারেনি। রস পেরোটের রিফর্মস পার্টিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন সেনেটর। মাস্কের অতি ডানপন্থী দৃষ্টিভঙ্গি- স্পেনে ভক্স পার্টি এবং জার্মানিতে এএফডি-র প্রতি তাঁর সমর্থন- অনেকেরই মোহভঙ্গ করতে পারে।

কিন্তু এই পরিবর্তনশীল সময়ে, তৃতীয় রাজনৈতিক দলের জন্য মাস্কের আহ্বান বিশ্বে একটি বড় প্রভাব ফেলতে পারে। এর বিবর্তনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা প্রয়োজন। ভারত ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশে একটি টেসলা কারখানা স্থাপনে বিশেষ ভাবে আগ্রহী। ভারতে প্রকল্পের প্রতি মাস্কের আগ্রহ ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল। এখন দেখার বিষয় ভারত কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়।


নানান খবর

জলের ধারে রিলস বানাচ্ছিলেন, আচমকাই টেনে নিয়ে গেল ঝর্নার প্রবল স্রোত, ইউটিউবারের সঙ্গে যা ঘটল...

নৃশংস! অন্তসত্ত্বা স্ত্রীকে কুচি কুচি করে কাটলেন স্বামী, টুকরো করা দেহ ফেলতে গিয়ে হাতেনাতে পড়লেন ধরা, তারপর...

জলের তোড়ে নিখোঁজ নামকরা ইউটিউবার, রিলস্ বানাতে গিয়েই ঘটল বিপত্তি, জানুন

মরুভূম রাজস্থানে তুমুল বৃষ্টি! রুদ্র প্রকৃতির তাণ্ডবলীলায় ধসে পড়ল আমের দুর্গ! ধ্বংসের মুখে ইতিহাস?

হেলমেট নেই মাথায়, বেপরোয়া বাইকের ট্যাঙ্কে বসে প্রেমিককে জড়িয়ে রোম্যান্স যুবতীর, ভিডিও দেখতেই মাথায় হাত

রাজনীতি, দুর্নীতি আর প্রতারণা: মোদি সরকারের ‘পরিষ্কার রাজনীতি’র দাবির অন্তরালে দ্বিচারিতা

প্রধান বিচারপতি গাভাইয়ের সতর্কবার্তা: শাসন বিভাগ যদি বিচারক হয়ে যায়, তবে ভেঙে পড়বে সংবিধানের মূল কাঠামো”

‘দেশছাড়া দেশহারা’ — স্বাধীনতার মঞ্চে দেশভাগের দহনকাব্য

‘আমরা আর ভিক্ষা করব না’, এশিয়া কাপের আগে নতুন করে নাটক শুরু করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

শাহরুখ–মালাইকার জন্য স্কুল থেকে সাসপেন্ড হয়েছিলেন রণবীর সিং! কেন? কীভাবে? রইল সেই অজানা হদিস

কথাকে ঠকাল এভি! অন্যের সন্তান তার কোলে দিয়ে কোন সত্যি গোপন করতে চায় 'পাচকমশাই'? 

প্রকাশ্যে নামকরা গ্যাংস্টারকে খুন! সোশ্যাল মিডিয়ায় সরাসরি হত্যার দায় স্বীকার বিপক্ষ দলের, জানলে চমকে উঠবেন

মহারাষ্ট্রে ভোটার তালিকার অস্বাভাবিক বৃদ্ধি ঘিরে নতুন বিতর্ক

অধিনায়ক, বোর্ড সভাপতির পর এবার নতুন ইনিংস শুরু সৌরভের, এই দলের হেড কোচ হচ্ছেন তিনি

‘অসুরদের অনুশোচনা হয় না, জামাইকে গুলি করে মেরে দিক’, ক্ষোভ প্রকাশ শ্বশুরের, নয়ডা কাণ্ডে তোলপাড় গোটা দেশ

ছুরি দিয়ে খুন করে তাতেই কেক কাটলেন! বোন কে হেনস্থার হাড়হিম বদলা ভাইয়ের, জানলে শিউরে উঠবেন

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর সেটে গুরুতর অশান্তি? রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে ঝামেলার জেরে বাদ পড়ছে ‘ডেডপুল’?

দিন নেই-রাত নেই, একটানা পড়েই চলেছে বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন, ভেঙে পড়েছে সেতুও, এই রাজ্যের অবস্থা তথৈবচ

ববি ডার্লিংয়ের অভিশাপেই কপিলের ক্যাফেতে পরপর গুলিবর্ষণ? কৌতুকভিনেতার গোপন কেচ্ছা নিয়ে তোপ অভিনেত্রীর!

বীভৎস! সন্ধ্যে হলেই ঘরে ঢুকত পুরুষরা, মদ খাইয়ে তিন মহিলাকেই... উত্তর প্রদেশে গোশালার আড়ালে শিউরে ওঠার মতো ঘটনা

৫১ বছর বয়সে কাজল কি ফের অন্তঃসত্ত্বা? নেটপাড়ায় কৌতূহলের ঝড়, সত্যিটা সামনে এনে কী জানালেন মিনি মাথুর? 

মধ্যবিত্তদের জন্য সুখবর! নতুন আয়কর আইনে কী থাকছে

‘অভিনেত্রীদের নাভির উপর ওরা…’ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক সলমনের নায়িকা!

গল্প শেষ না হলেও আর আসবে না 'ধূমকেতু ২'! দর্শকের মনে ব্যথা দিয়ে কী জানালেন দেব?

সোশ্যাল মিডিয়া