আজকাল ওয়েবডেস্ক: নৈনিতাল মহাসড়কের ধারে আগুন ধরে দুর্ঘটনা। মজুত প্লাস্টিকের গ্যাস পাইপের স্তূপে ওভারহেড পাওয়ার লাইন থেকে স্ফুলিঙ্গ বের হয়ে আগুন ধরে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটে ঘটনাটি। ঘটনার জেরে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওভারহেড বৈদ্যুতিক লাইনে ত্রুটি ছিল৷ এর ফলে রাস্তার ধারে মজুত প্লাস্টিকের পিএনজি (পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস) পাইপ এবং তারের স্তূপে স্ফুলিঙ্গ পড়ে। দাহ্য পদার্থ দ্রুত আগুন ধরে যাওয়ায় বিশাল আগুনের সূত্রপাত ঘটে। পুলিশ জানায় অনেক দূর থেকেও তা দেখা গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নৈনিতাল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় আধ ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। এর ফলে রোজকার ব্যস্ততম রুটে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে বেশ কয়েকটি দমকলের গাড়ি পাঠানো হয়েছিল। এক ঘন্টারও বেশি সময় ধরে অগ্নিনির্বাপণ অভিযান চলে।
পাইপ স্থাপনকারী কোম্পানির একজন কর্মকর্তা অভিষেক জানান, পাইপগুলি নতুন গ্যাস লাইন স্থাপনের জন্য মজুদ করা হয়েছিল। এর মূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনায় আগুনে পুরো স্টকটি পুড়ে যায়। এর ফলে কোম্পানির ব্যাপক ক্ষতি হয়েছে৷
