আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতীয় ফুটবলের বেহাল অবস্থা। আইএসএল আদৌ হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই অবস্থায় দেশের ফুটবলের দৈন্যদশা নিয়ে সরব হলেন বাইচুং ভুটিয়া। ফেডারেশনকে 'সার্কাস' বলেন। নাম না করে ফেডারেশনের সভাপতি এবং অন্যান্য কর্তাদের 'জোকার' অ্যাখ্যা দেন। তবে জানিয়ে দেন, ফেডারেশনের নির্বাচনে লড়াই করার কোনও ইচ্ছা নেই। শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠকে এমনই জানান বাইচুং। তবে ভারতীয় ফুটবলের স্বার্থে সবরকম সহযোগিতা করতে তৈরি। বাইচুং বলেন, 'আমার মনে হয় না আমি সভাপতি পদের জন্য নির্বাচনে লড়ব। তবে ফুটবলের স্বার্থে যদি কেউ এগিয়ে আসে, তাহলে আমি সবসময় সাহায্য করব। আমাকে সভাপতিই হতে হবে তার কোনও মানে নেই। অবসরের পর থেকে আমি ফুটবলের জন্য কাজ করে চলেছি। সবাই চাইলে আমি সভাপতি হতে রাজি আছি। কিন্তু নির্বাচনে লড়ব না।' 

আবারও ফেডারেশন সভাপতির সমালোচনা করেন বাইচুং। দাবি, তাঁর কাজের কোনও স্বচ্ছতা নেই। তিনি মনে করেন, কল্যাণ চৌবের অধীনে ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাঁর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। বাইচুং বলেন, 'ফেডারেশনের কাজকর্ম নিয়ে যত কম বলা যায় ততই ভাল। ওদের কোনও স্বচ্ছতা নেই। কার্যকরী কমিটির বৈঠক বা বার্ষিক সাধারণ সভা লাইভ স্ট্রিমিং করার কথা বলেছি। কিন্তু সেটা করা হয়নি। ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দুর্নীতি বেড়ে গিয়েছে। ফেডারেশন সার্কাসে পরিণত হয়েছে। অবশ্য যদি জোকারদের কর্তার পদে বসানো হয়, তাহলে তো সার্কাস হবেই।' ফেডারেশনের তৃনমূল স্তরের কাজ নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর নিজের একাধিক ফুটবল স্কুল রয়েছে। এবার বাগডোগরায় স্পোর্টস স্কুল করছেন বাইচুং।‌