আজকাল ওয়েবডেস্ক: ভারত পাক সংঘর্ষের আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বারবার দুই দেশকে সতর্ক করেছিলেন এবং দু’ দেশের অস্ত্রবিরতির কথা ঘোষণা করেছিলেন তিনি। ভারত-পাকিস্তানের মতোই এবার ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতির জন্যও আপ্রাণ চেষ্টা করছেন তিনি! নির্ধারিত সময়ের আগেই ট্রাম্প জি সেভেন সম্মেলন ছাড়তেই, জল্পনা আরও তীব্র হয়।


এসবের মাঝেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দাবি করেছেন একই বিষয়ে। জানিয়েছেন ট্রাম্প দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় রয়েছেন। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, যুদ্ধবিরতি এবং তারপর বৃহত্তর আলোচনা শুরু করার জন্য দু’ দেশকেই বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন না মধ্য প্রাচ্যের পরিস্থিতি এখনই সম্পূর্ণ ঠিক হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু যুদ্ধবিরতির বিষয়ে আশ্বাস দিয়েছে এবং তারাই ইজরায়েলকে চাপ দিতে পারে, সেই কারণেই পরিস্থিতি পরিবর্তনেরত বিষয়ে কিছুটা আশাবাদী তিনি। 

জি৭ শীর্ষ সম্মেলন থেকে ট্রাম্পের সময়েরা আগেই বেরিয়ে যাওয়াকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণণা করে তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি আলোচনা পুনরায় শুরু করা উচিত এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া উচিত।‘