আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। রবিবার সকালে কেদারনাথের পথে ভেঙে পড়েছে কপ্টার। এসবের মাঝেই জোর জল্পনা আরও একটি বিমান-বিষয়ে। শনিবার রাতে আচমকা ভারতে জরুরি অবতরণ করে ব্রিটিশ যুদ্ধবিমান। তার কারণ কী? কেনই বা আচমকা এ দেশের মাটিতে অন্য দেশের যুদ্ধবিমান?

 

শনিবার রাতে কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫বি যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। তারপর থেকে জোরাল হতে থাকে প্রশ্ন। রবিবার দুপুরেও যুদ্ধবিমানটি কেরলের বিমানবন্দরে রয়েছে বলে খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। আচমকা এই যুদ্ধবিমানের জরুরি অবতরণ প্রসঙ্গে জানা গিয়েছে, মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে আসাই মূল কারণ।

 

জানা গিয়েছে, ভারত মহাসাগরের উপর চক্কর কাটার সময়েই চালক বুঝতে পারেন, ফুরিয়ে আসছে বিমানের জ্বালানি। তখনই জরুরি অবতরণের জন্য সাহায্য চাওয়া হয় তিরুঅনন্তপুরম এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে। যোগাযোগ করার পর, অনুমতি মিলতেই কেরলের বিমানবন্দরে জরুরি অবতরন করে এফ-৩৫বি। 

 

ফিফথ জেনারেশন স্টিলথ ফাইটারটি যুক্তরাজ্যের এইচএমএস প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ, যা বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মহড়া দিচ্ছে এবং সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া সম্পন্ন করেছে।

 

তবে জ্বালানি ফুরিয়ে আসার কারণ প্রাথমিকভাবে জানা গেলেও, তার পরেও এই জরুরি অবতরণ নিয়ে বেশকিছু প্রশ্ন থেকে যাচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের। এর অন্যতম কারণ এই বিমানের প্রযুক্তিগত কাঠামো। কেন বিমানটি  প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ারে নামানো যায়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। খারাপ আবহাওয়া কারণ থাকলেও, প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও এখনও এই বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক কিংবা ওই যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা, কেউই কোনও প্রতিক্রিয়া দেয়নি।