আজকাল ওয়েবডেস্ক:‌ আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় বহু মানুষ মারা গিয়েছেন। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জীবনে আর কোনওদিন এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না। ভারতে আসার হলে অন্য সংস্থার বিমানে আসবেন।


দুর্ঘটনার পরের দিনই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ওয়ার্নার। এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্দশা নিয়ে একটি ভিডিও তৈরি হয়েছে। সেখানে এক ব্যক্তি মন্তব্য করেছেন। সেটিই পোস্ট করেছেন ওয়ার্নার। ভারতীয় সংস্থার বিমানে যাত্রী নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ওয়ার্নার লিখেছেন, ‘এই ছবি সত্যি হলে অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করব না। এই ছবি দেখার পর সেটা আর সম্ভব নয়। ওদের সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হয়ে গিয়েছে।’ 


প্রসঙ্গত, প্রায় নিয়মিতই ভারতে আসেন ওয়ার্নার। আন্তর্জাতিক সফর বা আইপিএল খেলতে। তবে এবার আইপিএলে তিনি সুযোগ পাননি। যদিও এর আগে একাধিক দলের হয়ে আইপিএল খেলেছেন তিনি। তাই এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। 


প্রসঙ্গত, বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী এআই ১৭১। এক জন ছাড়া বিমানে থাকা সবাই মারা যান। এখনও দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এর মধ্যেই ওয়ার্নার জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত।