আজকাল ওয়েবডেস্ক: জর্জিয়ার ম্যাকডোনাফ শহরের কোচেন হ্যারি বলফিল্ডে এক অদ্ভুত দৃশ্য দেখা গেছে — গুগল ম্যাপ ও গুগল আর্ত-এ ধরা পড়েছে বিশাল এক পুরুষাঙ্গের চিত্র, যার দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট ও প্রস্থ ৫০ ফুট! এমনকি এতটাই বড় এই ‘চিত্রকলা’, যা স্যাটেলাইট থেকেও ধরা পড়ে গিয়েছে। এই ‘গ্রাউন্ড আর্ট’-টি প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দা জেমস বার্নস। তাঁর দাবি, এটি একটি গড়পড়তা উত্তেজিত পুরুষাঙ্গের (প্রায় ১৩ সেমি) তুলনায় ১৮৮ গুণ বড়। তবে কীভাবে এই বিশাল চিত্র তৈরি হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ছবিটি ঘন ঘাসের মাঝে মাটির উন্মোচিত অংশে আঁকা ছিল, যা বলফিল্ডের গা ঘেঁষে থাকা একাধিক হোটেলের কাছেই ছিল। ঘটনাটি সামনে আসতেই তা নিয়ে হইচই শুরু হয় অনলাইনে। গুগল ম্যাপে লোকজন ওই স্থানটিকে ‘পর্যটন আকর্ষণ’ হিসেবেও রেটিং দিয়েছে। একজন রসিক রিভিউয়ার লিখেছেন— ‘চমৎকার জায়গা, আরাম করে বসে পড়ার মতো!’ আরেকজন যোগ করেছেন— ‘ভালোই হয়েছে, তবে ঝোপগুলো একটু ছাঁটাই করলে আরও বড় দেখাত।’

মেট্রো সংবাদপত্র জানিয়েছে, স্যাটেলাইট ইমেজ অনুসারে ২০২২ সালের মার্চ থেকে জুলাই মাসের মধ্যে ওই চিত্রকর্মটি হাজির হয়েছিল। তবে ২০২৩ ও ২০২৪ সালের আপডেটেড গুগল আর্ত ইমেজে দেখা যাচ্ছে, এখন সেই মাঠ আবার সবুজ, কোনও চিহ্নই আর অবশিষ্ট নেই। এই ধরনের কীর্তি অবশ্য একমাত্র আমেরিকাতেই নয়। জার্মানির বার্লিনের ক্রয়্‌জবের্গ এলাকায় একটি ওয়াল্ডর্ফ স্কুলের ছাদেও ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেখা গিয়েছিল ২০ মিটার দীর্ঘ একটি পুরুষাঙ্গের চিত্র, যা পরে সাদা রঙ দিয়ে ঢাকতে চেষ্টাও করা হয়। কে বা কারা এই দুষ্টুমির নেপথ্যে, তা এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত — কল্পনাশক্তি ও সাহসের জায়গায় সীমা ছাড়াচ্ছে এই চিত্রশিল্পীরা!