আজকাল ওয়েবডেস্ক: সন্ত্রাস দমনে কোনও ভূমিকা না নেওয়ায় পাকিস্তানকে ফের সরাসরি আক্রমণ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ব্রাসেলস সফরে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতির উচ্চ আধিকারিক কাজা কালাসের সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে ‘টেররিস্তান’ বলে আক্রমণ করেন জয়শঙ্কর। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিকে ভারত-পাকিস্তান দ্বন্দ হিসেবে না দেখে, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া হিসেবে দেখা উচিত।
তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজন। এর পাশাপাশি পারমাণবিক হুমকির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান জানান। তিনি আরও বলেন, "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সকল প্রকার সন্ত্রাসবাদের প্রতি সহনশীলতা থাকা উচিত নয়। এটাও অপরিহার্য যে আমরা কখনই পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করি না। গোটা বিশ্ব এটি একটি চ্যালেঞ্জ, এবং এই বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা এবং বোঝাপড়া থাকা অপরিহার্য।"
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাতে ভারতে অপারেশন সিঁদুর অভিযান নিয়ে কথা বলার সময় জয়শঙ্কর এই বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, “ভারতের প্রতিক্রিয়া ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ থাকবে না। তারা কোথায় আছে তা আমরা পরোয়া করি না। যদি তারা পাকিস্তানের গভীরে থাকে, তাহলে আমরাও পাকিস্তানের গভীরে যাব।"
ভারতের আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত তিনি বলেন, "যে কোনও সময়, যে কোনও জায়গায়, যদি তারা আমাদের জনগণের ক্ষতি করে থাকে, তাহলে আমদের অধিকার রয়েছে তাদের জবাব দেওয়ার।“
জয়শঙ্কর আরও জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপী সমস্যা। কিন্তু ভারতের সমস্যা হল পাকিস্তান সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রকাশ্যে ব্যবহার করে। তিনি বলেন, "ইউরোপে সন্ত্রাসবাদ ঘটে, কিন্তু কোনও প্রতিবেশী ইউরোপীয় দেশ সন্ত্রাসবাদকে ঘোষিত রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করে না।"
সপ্তাহব্যাপী ইউরোপ সফরে, জয়শঙ্করের ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম এবং ফ্রান্সের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার করার কথা রয়েছে। যার লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান মজবুত করা।
