আজকাল ওয়েবডেস্ক: অভিযোগ, রাতের অন্ধকারে ধর্ষণের। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নির্যাতনের পর আর চুপ থাকেননি ওই মহিলা। বছর ৫২’র ওই মহিলা আরও কয়েকজনের সঙ্গে মিলে জ্বালিয়ে দিয়েছেন বৃদ্ধকে। তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে কেবল হাড় এবং ছাই।
ঘটনাস্থল ওড়িশার গজপতি জেলার এক গ্রাম। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধর পরিবার নিখোঁজ মামলা দায়ের করার পর, তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এসেছে একের পর এক তথ্য।
সোমবার পুলিশ জানিয়েছে, ওড়িশার গজপতি জেলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে যৌন নির্যাতনের অভিযোগে একদল মহিলা তাকে পুড়িয়ে হত্যা করেছে
ঘটনাটি প্রকাশ্যে আসার পর আটজন মহিলা-সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসন্ত শেঠি ঘটনা প্রসঙ্গে বলেন, 'আমরা জানতে পেরেছি যে লোকটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার দেহ পুড়িয়ে ফেলা হয়েছে।' গ্রাম থেকে প্রায় দু’ কিলোমিটার দূরে ওই বৃদ্ধর হাড় এবং ছাই উদ্ধার হয়েছে।
ঠিক কী ঘটেছিল? সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ, ৩ জুন রাতে ওই ব্যক্তি গ্রামের ৫২ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণ করে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনা প্রথম নয়। এর আগেও ওই বৃদ্ধ একাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন। তাঁরা কয়েকজন মিলে ওই বৃদ্ধকে হত্যার পরিকল্পনা করেন।
ওই বৃদ্ধ ঘুমানোর সময়, মহিলারা একসঙ্গে তার বাড়িতে গিয়ে কুপিয়ে হত্যা করে। পরে জ্বালিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, দশজনের মধ্যে অন্তত ছয় মহিলা জানিয়েছেন, ওই বৃদ্ধ নানা সময়ে তাঁদের শারীরিক নির্যাতন করেছে। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, যদিও ওই মহিলারা আগে কখনও পুলিশে অভিযোগ দায়ের করেননি।
