আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর একটি হোটেল থেকে উদ্ধার হল মহিলার রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম হারিনী (৩৩)। অভিযুক্ত যুবক যশ (২৫) পেশায় এক তথ্যপ্রযুক্তি কর্মী। দু’জনেই বেঙ্গালুরুর কেঙ্গেরি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৃশংস ভাবে খুন করে মারা হয়েছে ওই মহিলাকে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পূর্ণ প্রজ্ঞা লে-আউট এলাকার একটি হোটেলে। জানা গিয়েছে, ওই হোটেলেই মহিলা এবং যুবক রাত কাটাচ্ছিলেন শুক্রবার।
তার মধ্যেই বচসার সৃষ্টি হয় এবং সেখান থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গিয়েছে, হারিনী নামে ওই মহিলা বিবাহিতা ও দুই সন্তানের মা। কিন্তু গোছানো সংসার থাকা সত্ত্বেও যশসের সঙ্গে তাঁর এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। জানা গিয়েছে, মাঝেমধ্যেই, তারা হোটেলে রাত কাটাতেন। সূত্রের খবর, পরকিয়া সম্পর্ক হারিনীর পারিবারিক জীবনে সমস্যা সৃষ্টি করতে শুরু করলে মহিলা সমস্ত সম্পর্ক শেষ করতে চেয়েছিলেন ওই যুবকের সঙ্গে।
প্রেমিকার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে যশ তাঁকে হোটেলের ঘরের মধ্যেই ধারালো ছুরি দিয়ে কোপ মারেন। অভিযোগ, ওই মহিলাকে ফেরে একের পর এক ১৭ বার ছুরির কোপ মারা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হারিনীর। দক্ষিণ বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার লোকেশ বি জগলাসর জানান, ‘মহিলা পরকিয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। কিন্তু অভিযুক্ত যুবক তা মেনে নিতে না পেরে রাগ এবং ঈর্ষার বশে খুন করেছে’। ঘটনার তদন্ত শুরু করেছে সুব্রহ্মণ্যপুরা থানার পুলিশ। অভিযুক্ত যশস গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরকিয়া সম্পর্কের জটিলতা থেকেই এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে।
