আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে চাপ বাড়ল ভারতের। অনুশীলনে চোট পেলেন উইকেটকিপার–ব্যাটার ঋষভ পন্থ। ২০ জুন থেকে শুরু হয়ে যাবে টেস্ট সিরিজ। ততদিনে সুস্থ হতে পারবেন পন্থ?
 
 টেস্টের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ঋষভ পন্থ সহ অধিনায়ক। রোহিত ও বিরাটের অবসরের পর দলে সিনিয়র বলতে পন্থ, বুমরা ও জাদেজা। তাই দায়িত্বটা এদেরই বেশি নিতে হবে। কিন্তু ঋষভের চোটটাই চিন্তায় ফেলে দিল।
 
 জানা গেছে ইংল্যান্ডে পৌঁছে নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের কনুইয়ের ঠিক নিচে চোট লাগে ঋষভের। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় পন্থকে। মেডিক্যাল দলের সদস্যরা দ্রুত পন্থের কাছে পৌঁছন ও প্রাথমিক চিকিৎসা করেন।
 
 বেশ কিছুক্ষণ পর ঋষভকে দেখা যায় চোট লাগা জায়গায় রয়েছে আইস প্যাক। এরপর চোট লাগা যায়গায় টেপ বেঁধে দেওয়া হয়। এরপর আর অনুশীলন কিংবা ব্যাটিং করেননি পন্থ। তবে তিনি উপস্থিত ছিলেন মাঠে।
 
 এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘অনুশীলনে চোট পেয়েছেন পন্থ। প্রথম দিনের অনুশীলনেই ঘটল এই ঘটনা।’ যদিও পন্থ জানিয়েছেন, তিনি ঠিকই আছেন। 
 
 এদিকে, ভারত এ দল প্রস্তুতি ম্যাচ খেলছে ইংল্যান্ড লায়নসের সঙ্গে। ওই ম্যাচে গিল, পন্থরা কেউই খেলছেন না। তবে লোকেশ রাহুল খেলছেন। একটি প্রস্তুতি ম্যাচে গোট দলকে দেখে নেওয়ার ভাবনা কোচ গম্ভীরের। 
